লিভারপুলের গোল উদযাপন
ভিনিসিউস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে লা লিগায় জয়ে ফিরলো রেয়াল মাদ্রিদ।
গত শনিবার রাতে নিজেদের মাঠে তারা ৩-১ গোলে হারায় ভিয়ারেয়ালকে। দ্বিতীয়ার্ধের শুরুতে দলকে এগিয়ে নেয়ার পর সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস। ভিয়ারেয়াল ব্যবধান কমানোর পর শেষ দিকে দলের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে।
ম্যাচের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হয় ভিয়ারেয়াল। গোল করার পর চোট নিয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে।
৮ ম্যাচে সপ্তম জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রেয়াল। আগের রাউন্ডে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তাদের ৫-২ গোলে হারের সুযোগ কাজে লাগিয়ে চূড়ায় ওঠা বার্সেলোনা নেমে গেছে দুইয়ে। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট পাওয়া শিরোপাধারীরা নিজেদের পরের ম্যাচে জিতলেই ফিরবে শীর্ষে। টানা জয়ের পর হারের তেতো স্বাদ পাওয়া ভিয়ারেয়াল ১৬ পয়েন্ট নিয়ে আছে তিনে। আসরে এটি তাদের দ্বিতীয় হার।
ইপিএল
নব্বই মিনিট পেরিয়ে যোগ করা সময়ের খেলা চলছিল তখন। সম্ভাব্য ড্রয়ের পথে এগোচ্ছিল লড়াই। শেষ মুহূর্তে লিভারপুলের জালে বল পাঠালেন এস্তেভো উইলিয়ান। উল্লাসে ফেটে পড়লো গোটা স্ট্যামফোর্ড ব্রিজ। ডাগআউট থেকে এক ছুটে কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে বুনো উদযাপনে মাতলেন চেলসি কোচ এন্টসো মারেস্কা। নাটকীয় জয় পেল তার দল।
ইংলিশ প্রিমিয়ার লীগে গত শনিবার নিজেদের মাঠে চেলসি ২-১ গোলে জিতেছে লিভারপুলের বিপক্ষে। খেলার শেষ মুহূর্তে লিভারপুলের জালে বল পাঠান এস্তেভো উইলিয়ান। উল্লাসে ফেটে পড়লো গোটা স্ট্যামফোর্ড ব্রিজ। ডাগআউট থেকে এক ছুটে কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে বুনো উদযাপনে মাতলেন চেলসি কোচ এন্টসো মারেস্কা। নাটকীয় জয় পেল তার দল। শুরুতে মোইসেস কাইসেদো চেলসিকে এগিয়ে নেয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান কোডি হাকপো। বদলি নেমে সাত মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান গড়ে দেন এস্তেভো।
এই ম্যাচের আগে ১৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান সর্বশেষ গোল করেছিলেন চেলসির বিপক্ষে, গত ক্লাব বিশ্বকাপে পালমেইরাসের হয়ে। এবার ইংলিশ ফুটবলে প্রথম গোল করে চেলসিকে রোমাঞ্চকর জয় এনে দিলেন তিনি। শেষ গোলের উদযাপন বিপদ ডেকে আনে মারেস্কার জন্য। ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বহিষ্কার হন তিনি।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত জয়ের পর লিভারপুল তৃতীয় ম্যাচ হারলো।
জয়ে ফিরেছে ম্যানইউ
ওল্ড ট্র্যাফোর্ডে গত শনিবার আরেক ম্যাচে সান্ডারল্যান্ডকে ২-০ গোলে হারায় ম্যানচস্টার ইউনাইটেড। দুটি গোলই হয়েছে প্রথমার্ধেই, গোল দুটি করে স্বাগতিকরা।
এ জয়ে অষ্টম স্থানে ওঠে ইউনাইটেড। সাত ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ১০। সমান পয়েন্ট নিয়ে সাত নম্বরে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। সাত ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে সান্ডারল্যান্ড।
আগের রাউন্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩-১ গোলে হারা ইউনাইটেড জয়ে ফেরার লক্ষ্যে মাঠে নেমে অষ্টম মিনিটে এগিয়ে যায় মাউন্টের গোলে। ৩১তম মিনিটে ব্যবধান বাড়ান সেসকো।
আর্সেনালের অনায়াস জয়
লীগ শিরোপার খরা কাটানোর অভিযানে আর্সেনাল ২-০ গোলে দারুণ জয় পেয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে। নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে গত শনিবার ডেকলান রাইস দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান দ্বিগুণ করেছেন বুকায়ো সাকা।
লিভারপুলের গোল উদযাপন
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫
ভিনিসিউস জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে লা লিগায় জয়ে ফিরলো রেয়াল মাদ্রিদ।
গত শনিবার রাতে নিজেদের মাঠে তারা ৩-১ গোলে হারায় ভিয়ারেয়ালকে। দ্বিতীয়ার্ধের শুরুতে দলকে এগিয়ে নেয়ার পর সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন ভিনিসিউস। ভিয়ারেয়াল ব্যবধান কমানোর পর শেষ দিকে দলের তৃতীয় গোলটি করেন এমবাপ্পে।
ম্যাচের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হয় ভিয়ারেয়াল। গোল করার পর চোট নিয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে।
৮ ম্যাচে সপ্তম জয়ে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে রেয়াল। আগের রাউন্ডে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে তাদের ৫-২ গোলে হারের সুযোগ কাজে লাগিয়ে চূড়ায় ওঠা বার্সেলোনা নেমে গেছে দুইয়ে। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট পাওয়া শিরোপাধারীরা নিজেদের পরের ম্যাচে জিতলেই ফিরবে শীর্ষে। টানা জয়ের পর হারের তেতো স্বাদ পাওয়া ভিয়ারেয়াল ১৬ পয়েন্ট নিয়ে আছে তিনে। আসরে এটি তাদের দ্বিতীয় হার।
ইপিএল
নব্বই মিনিট পেরিয়ে যোগ করা সময়ের খেলা চলছিল তখন। সম্ভাব্য ড্রয়ের পথে এগোচ্ছিল লড়াই। শেষ মুহূর্তে লিভারপুলের জালে বল পাঠালেন এস্তেভো উইলিয়ান। উল্লাসে ফেটে পড়লো গোটা স্ট্যামফোর্ড ব্রিজ। ডাগআউট থেকে এক ছুটে কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে বুনো উদযাপনে মাতলেন চেলসি কোচ এন্টসো মারেস্কা। নাটকীয় জয় পেল তার দল।
ইংলিশ প্রিমিয়ার লীগে গত শনিবার নিজেদের মাঠে চেলসি ২-১ গোলে জিতেছে লিভারপুলের বিপক্ষে। খেলার শেষ মুহূর্তে লিভারপুলের জালে বল পাঠান এস্তেভো উইলিয়ান। উল্লাসে ফেটে পড়লো গোটা স্ট্যামফোর্ড ব্রিজ। ডাগআউট থেকে এক ছুটে কর্নার ফ্ল্যাগের কাছে গিয়ে খেলোয়াড়দের সঙ্গে বুনো উদযাপনে মাতলেন চেলসি কোচ এন্টসো মারেস্কা। নাটকীয় জয় পেল তার দল। শুরুতে মোইসেস কাইসেদো চেলসিকে এগিয়ে নেয়ার পর দ্বিতীয়ার্ধে সমতা ফেরান কোডি হাকপো। বদলি নেমে সাত মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে ব্যবধান গড়ে দেন এস্তেভো।
এই ম্যাচের আগে ১৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান সর্বশেষ গোল করেছিলেন চেলসির বিপক্ষে, গত ক্লাব বিশ্বকাপে পালমেইরাসের হয়ে। এবার ইংলিশ ফুটবলে প্রথম গোল করে চেলসিকে রোমাঞ্চকর জয় এনে দিলেন তিনি। শেষ গোলের উদযাপন বিপদ ডেকে আনে মারেস্কার জন্য। ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বহিষ্কার হন তিনি।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত জয়ের পর লিভারপুল তৃতীয় ম্যাচ হারলো।
জয়ে ফিরেছে ম্যানইউ
ওল্ড ট্র্যাফোর্ডে গত শনিবার আরেক ম্যাচে সান্ডারল্যান্ডকে ২-০ গোলে হারায় ম্যানচস্টার ইউনাইটেড। দুটি গোলই হয়েছে প্রথমার্ধেই, গোল দুটি করে স্বাগতিকরা।
এ জয়ে অষ্টম স্থানে ওঠে ইউনাইটেড। সাত ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে তাদের পয়েন্ট ১০। সমান পয়েন্ট নিয়ে সাত নম্বরে তাদের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটি। সাত ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে সান্ডারল্যান্ড।
আগের রাউন্ডে ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩-১ গোলে হারা ইউনাইটেড জয়ে ফেরার লক্ষ্যে মাঠে নেমে অষ্টম মিনিটে এগিয়ে যায় মাউন্টের গোলে। ৩১তম মিনিটে ব্যবধান বাড়ান সেসকো।
আর্সেনালের অনায়াস জয়
লীগ শিরোপার খরা কাটানোর অভিযানে আর্সেনাল ২-০ গোলে দারুণ জয় পেয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের বিপক্ষে। নিজেদের মাঠ এমিরেটস স্টেডিয়ামে গত শনিবার ডেকলান রাইস দলকে এগিয়ে নেয়ার পর ব্যবধান দ্বিগুণ করেছেন বুকায়ো সাকা।