অ-১৭ নারী ফুটবল দল রোববার রাতে জর্ডান উদ্দেশে রওনা হয়, ঢাকা বিমানবন্দরে ফটোসেশনে দলের সদস্যরা
চলতি বছরটা বাংলাদেশের নারী ফুটবলের জন্য ঐতিহাসিক। জুনে মায়ানমারে সিনিয়র দল এবং এক মাস পর লাওসে অ-২০ দল এশিয়া কাপ নিশ্চিত করেছে। এবার অ-১৭ দলের এশিয়া কাপ মিশন। জর্ডানে এশিয়ান টুর্নামেন্টের আগে বাংলাদেশ প্রস্তুতির জন্য রোববার বাংলাদেশ দল আরব আমিরাতে গেছে রোববার।
নারী দলের হেড কোচ ব্রিটিশ পিটার বাটলার। তবে অ-১৭ দলে কোচ বদল হচ্ছে বারবার। সাফ অ-১৭ টুর্নামেন্ট খেলেছে মাহবুবুর রহমান লিটুর অধীনে। এএফসি টুর্নামেন্টে বাফুফে দায়িত্ব দিয়েছে টেকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটুকে। সাইফুল বারী টিটু কয়েক সপ্তাহ আগে অ-২৩ দলের সঙ্গে ভিয়েতনাম সফরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। দুবাইয়ে আগামী ৭ অক্টোবর সিরিয়া ও ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
এএফসি অ-১৭ নারী টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক জর্ডান ও চাইনিজ তাইপে। তিন দলের এই গ্রুপে কেবল মাত্র চ্যাম্পিয়নই পরের বছর মূল পর্বে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ এএফসি অ-১৬ টুর্নামেন্টে দুই বার মূল আসরে খেলেছিল।
১৩ অক্টোবর জর্ডান আর ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে দু’টি ম্যাচ বাংলাদেশের। জর্ডানে আকাবা স্টেডিয়ামে আর্টিফিশিয়াল টার্ফে এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাই অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ অ-১৭ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস অবশ্য আশাবাদী। বলেন, ‘আমরা সাফ খেলেছি কিছু দিন আগে। অনুশীলনের মধ্যে রয়েছি। দুবাইয়ে দুই ম্যাচ খেলবো। আশা করি আমরা জর্ডান থেকে ভালো কিছু করেই ফেলব।’
অ-১৭ দলের সহকারী কোচ হিসেবে আছেন জয়া চাকমা। যিনি মূলত রেফারি। একজন সক্রিয় রেফারি আবার কোচের ভূমিকায়।
অ-১৭ নারী ফুটবল দল রোববার রাতে জর্ডান উদ্দেশে রওনা হয়, ঢাকা বিমানবন্দরে ফটোসেশনে দলের সদস্যরা
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫
চলতি বছরটা বাংলাদেশের নারী ফুটবলের জন্য ঐতিহাসিক। জুনে মায়ানমারে সিনিয়র দল এবং এক মাস পর লাওসে অ-২০ দল এশিয়া কাপ নিশ্চিত করেছে। এবার অ-১৭ দলের এশিয়া কাপ মিশন। জর্ডানে এশিয়ান টুর্নামেন্টের আগে বাংলাদেশ প্রস্তুতির জন্য রোববার বাংলাদেশ দল আরব আমিরাতে গেছে রোববার।
নারী দলের হেড কোচ ব্রিটিশ পিটার বাটলার। তবে অ-১৭ দলে কোচ বদল হচ্ছে বারবার। সাফ অ-১৭ টুর্নামেন্ট খেলেছে মাহবুবুর রহমান লিটুর অধীনে। এএফসি টুর্নামেন্টে বাফুফে দায়িত্ব দিয়েছে টেকনিক্যাল ডাইরেক্টর সাইফুল বারী টিটুকে। সাইফুল বারী টিটু কয়েক সপ্তাহ আগে অ-২৩ দলের সঙ্গে ভিয়েতনাম সফরে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। দুবাইয়ে আগামী ৭ অক্টোবর সিরিয়া ও ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।
এএফসি অ-১৭ নারী টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক জর্ডান ও চাইনিজ তাইপে। তিন দলের এই গ্রুপে কেবল মাত্র চ্যাম্পিয়নই পরের বছর মূল পর্বে খেলার সুযোগ পাবে। বাংলাদেশ এএফসি অ-১৬ টুর্নামেন্টে দুই বার মূল আসরে খেলেছিল।
১৩ অক্টোবর জর্ডান আর ১৭ অক্টোবর চাইনিজ তাইপের বিপক্ষে দু’টি ম্যাচ বাংলাদেশের। জর্ডানে আকাবা স্টেডিয়ামে আর্টিফিশিয়াল টার্ফে এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাই অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ অ-১৭ দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস অবশ্য আশাবাদী। বলেন, ‘আমরা সাফ খেলেছি কিছু দিন আগে। অনুশীলনের মধ্যে রয়েছি। দুবাইয়ে দুই ম্যাচ খেলবো। আশা করি আমরা জর্ডান থেকে ভালো কিছু করেই ফেলব।’
অ-১৭ দলের সহকারী কোচ হিসেবে আছেন জয়া চাকমা। যিনি মূলত রেফারি। একজন সক্রিয় রেফারি আবার কোচের ভূমিকায়।