নারী ওয়ানডে বিশ্বকাপে মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দারুণভাবে বিশ্বকাপ শুরু করেছে টাইগ্রেসরা। গৌহাটিতে বিকেল ৩.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্য নিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে পা রাখে বাংলাদেশ। গত বৃহস্পতিবার কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় নিগার সুলতানা জ্যোতির দল।
বাংলাদেশের পেসার মারুফা আকতারের তোপের মুখে পড়ে পাকিস্তান। পরবর্তীতে পাঁচ স্পিনারের ঘূর্ণিতে ৩৮.৩ ওভারে ১২৯ রানে অলআউট হয় পাকিস্তান।
১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৩ বল বাকি রেখে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। ৮টি চারে ৭৭ বলে ৫৪ রান করেন ঝিলিক।
পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করায় স্বাভাবিকভাবে চাঙ্গা রয়েছে বাংলাদেশ। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে জয় পেতে আত্মবিশ্বাসী টাইগ্রেসরা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি বলেন, ‘আমরা জয় দিয়ে শুরু করতে চেয়েছিলাম। ভালোভাবে টুর্নামেন্ট শুরু করলে আত্মবিশ্বাস বেড়ে যায়। যা টুর্নামেন্টের বাকি অংশে ভালো করতে দলকে উজ্জীবিত করে।’
দলের পারফরমেন্স নিয়ে জ্যোতি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে মারুফা ভালো বোলিং করেছে। নিজের ভূমিকা সর্ম্পকে সে খুব ভাল বুঝে এবং খুব আত্মবিশ্বাসী থাকে। অভিষেক ম্যাচে দারুণ ব্যাটিং করেছে ঝিলিক। প্রথম ইনিংসের পর আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলার পরিকল্পনা করেছিলাম।’
বাংলাদেশের মতো দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে ইংল্যান্ডও। গৌহাটিতে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০ উইকেটে হারায় ইংলিশরা। প্রথমে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে ৬৯ রানে গুটিয়ে দেয় ইংল্যান্ডের বোলাররা। ৭০ রানের টার্গেট ৮৫ বল খরচ করে স্পর্শ করে ফেলে ইংল্যান্ড।
ওয়ানডেতে এখন পর্যন্ত একবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ গত বিশ্বকাপে। সেই ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০০ রানে হেরেছিল টাইগ্রেসরা।
নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রাবেয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার, নিশিতা আকতার নিশি ও সুমাইয়া আকতার।
সোমবার, ০৬ অক্টোবর ২০২৫
নারী ওয়ানডে বিশ্বকাপে মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ দল। নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে দারুণভাবে বিশ্বকাপ শুরু করেছে টাইগ্রেসরা। গৌহাটিতে বিকেল ৩.৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারানোর লক্ষ্য নিয়ে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে পা রাখে বাংলাদেশ। গত বৃহস্পতিবার কলম্বোতে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে পাকিস্তানকে ৭ উইকেটে হারায় নিগার সুলতানা জ্যোতির দল।
বাংলাদেশের পেসার মারুফা আকতারের তোপের মুখে পড়ে পাকিস্তান। পরবর্তীতে পাঁচ স্পিনারের ঘূর্ণিতে ৩৮.৩ ওভারে ১২৯ রানে অলআউট হয় পাকিস্তান।
১৩০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৩ বল বাকি রেখে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। ৮টি চারে ৭৭ বলে ৫৪ রান করেন ঝিলিক।
পাকিস্তানের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ শুরু করায় স্বাভাবিকভাবে চাঙ্গা রয়েছে বাংলাদেশ। শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে জয় পেতে আত্মবিশ্বাসী টাইগ্রেসরা। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক জ্যোতি বলেন, ‘আমরা জয় দিয়ে শুরু করতে চেয়েছিলাম। ভালোভাবে টুর্নামেন্ট শুরু করলে আত্মবিশ্বাস বেড়ে যায়। যা টুর্নামেন্টের বাকি অংশে ভালো করতে দলকে উজ্জীবিত করে।’
দলের পারফরমেন্স নিয়ে জ্যোতি বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে মারুফা ভালো বোলিং করেছে। নিজের ভূমিকা সর্ম্পকে সে খুব ভাল বুঝে এবং খুব আত্মবিশ্বাসী থাকে। অভিষেক ম্যাচে দারুণ ব্যাটিং করেছে ঝিলিক। প্রথম ইনিংসের পর আমরা আমাদের স্বাভাবিক খেলা খেলার পরিকল্পনা করেছিলাম।’
বাংলাদেশের মতো দারুণ জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে ইংল্যান্ডও। গৌহাটিতে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০ উইকেটে হারায় ইংলিশরা। প্রথমে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকাকে ৬৯ রানে গুটিয়ে দেয় ইংল্যান্ডের বোলাররা। ৭০ রানের টার্গেট ৮৫ বল খরচ করে স্পর্শ করে ফেলে ইংল্যান্ড।
ওয়ানডেতে এখন পর্যন্ত একবার ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ গত বিশ্বকাপে। সেই ম্যাচে ইংল্যান্ডের কাছে ১০০ রানে হেরেছিল টাইগ্রেসরা।
নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দল: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), ফারজানা হক, রাবেয়া হায়দার ঝিলিক, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, রিতু মনি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার, নিশিতা আকতার নিশি ও সুমাইয়া আকতার।