বিসিবি নির্বাচনে ক্যাটেগরি-৩ থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বী হয়ে পরে হেরে যাওয়া দেবব্রত পাল অভিযোগ করেছেন, নির্বাচন পুরোপুরি প্রভাবিত ছিল — এমনটাই জানালেন তিনি সংবাদমাধ্যমের সামনে। নির্বাচনে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন; দেবব্রত পেয়েছেন মাত্র ৭টি ভোট।
দেবব্রত সংবাদদানে বলেন, “এখন তো মনে হচ্ছে, নিজের ভোটও আমি পাইনি।” কথাটি বলার সময় তার চোখ টলমল করছিল, পরে ধাতস্ত হয়ে সাংবাদিকদের সামনে মুখ খুলে তিনি বলেন নির্বাচন “সম্পূর্ণ প্রভাবিত” ছিল। তিনি দাবি করেন, নির্বাচনের প্রক্রিয়ায় সরকারী হস্তক্ষেপ, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিভিন্ন দিক ছিলো এবং তা খতিয়ে দেখা প্রয়োজন।
তিনি বলেন, “আমি বলেছিলাম, যা কিছুই হোক, শেষ পর্যন্ত খেলব। প্রথম দিনেই ঘোষণা দিয়েছিলাম, গতকালকেও আমি বলেছি, আজকেও সকালেও বলেছি যে, আমি শেষ পর্যন্ত দেখব। সেই সঙ্গে আমি এটাও কিন্তু বলেছি, বারবার বলেছি—ক্যাটাগরি এক এবং দুইয়ে যেভাবে নির্বাচন হয়েছে, তা কখনোই গ্রহণযোগ্য নয়। নির্বাচন শুধুমাত্র নির্বাচনের দিন আপনারা যে ব্যালট পেপার দেখেন, সেটা নির্বাচনের রায় কিন্তু নয়।”
দেবব্রত আরও বলেন, তিনি দীর্ঘদিন বিসিবির সঙ্গে জড়িত একজন সংগঠক ও কাউন্সিলর হিসেবে পরিস্থিতি জানেন; তবু নীচে নামার পর “এত তলানিতে পৌঁছাবে” তা ভাবতেই পারেননি — এবং নির্বাচনের ফলাফল দেখে তিনি হতাশ। তিনি দাবী করেন, “২৫টার মধ্যে (পরিচালক পদ) প্রায় ২৩-২৪টা পেয়ে গেছে একটি প্যানেল, যারা এই সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।”
দেবব্রত অভিযোগ করেন, নির্বাচনের সময়ে ক্রীড়া উপদেষ্টার মতো সর্বোচ্চ ব্যক্তি বিভিন্ন মিটিং করেছে এবং নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে তিনি জড়িত — যা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রার্থী। তিনি বলেন, “আমরা অনেক কিছুই বুঝি। আপনারাও অনেক কিছু বোঝেন। এই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে ক্রীড়ার সর্বোচ্চ ব্যক্তি জড়িত। তিনি বিভিন্ন সময় মিটিং করছেন, তিনি স্টেটমেন্টও দিচ্ছেন। কাজেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানটা কোথায়, কোন দিকে যাচ্ছে, সেটা আপনারা বিবেচনা করবেন।”
নির্বাচনের সঙ্গে সম্পর্কিত অভিযোগের প্রেক্ষিতে — বিশেষ করে মনোনয়নপত্র প্রত্যাহারের দিনগুলো ও একাধিক প্রার্থীর সরে দাঁড়ানো — বিসিবি নির্বাচনকে ঘিরে বিতর্ক কিছু দিন ধরেই তুঙ্গে রয়েছে। দেবব্রত বলেছেন, তিনি সরে না গিয়ে শেষ পর্যন্ত দেখতে চেয়েছিলেন নির্বাচন কতটা প্রভাবিত হতে পারে; ফলাফল পাওয়ার পরই তিনি নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন।
ক্যাটেগরি-৩-এ শেষ রাউন্ডে খালেদ মাসুদ নির্বাচিত হয়েছেন ৩৫ ভোটে; দেবব্রত পেয়েছেন ৭টি ভোট।
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
বিসিবি নির্বাচনে ক্যাটেগরি-৩ থেকে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বী হয়ে পরে হেরে যাওয়া দেবব্রত পাল অভিযোগ করেছেন, নির্বাচন পুরোপুরি প্রভাবিত ছিল — এমনটাই জানালেন তিনি সংবাদমাধ্যমের সামনে। নির্বাচনে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন; দেবব্রত পেয়েছেন মাত্র ৭টি ভোট।
দেবব্রত সংবাদদানে বলেন, “এখন তো মনে হচ্ছে, নিজের ভোটও আমি পাইনি।” কথাটি বলার সময় তার চোখ টলমল করছিল, পরে ধাতস্ত হয়ে সাংবাদিকদের সামনে মুখ খুলে তিনি বলেন নির্বাচন “সম্পূর্ণ প্রভাবিত” ছিল। তিনি দাবি করেন, নির্বাচনের প্রক্রিয়ায় সরকারী হস্তক্ষেপ, অনিয়ম ও স্বেচ্ছাচারিতার বিভিন্ন দিক ছিলো এবং তা খতিয়ে দেখা প্রয়োজন।
তিনি বলেন, “আমি বলেছিলাম, যা কিছুই হোক, শেষ পর্যন্ত খেলব। প্রথম দিনেই ঘোষণা দিয়েছিলাম, গতকালকেও আমি বলেছি, আজকেও সকালেও বলেছি যে, আমি শেষ পর্যন্ত দেখব। সেই সঙ্গে আমি এটাও কিন্তু বলেছি, বারবার বলেছি—ক্যাটাগরি এক এবং দুইয়ে যেভাবে নির্বাচন হয়েছে, তা কখনোই গ্রহণযোগ্য নয়। নির্বাচন শুধুমাত্র নির্বাচনের দিন আপনারা যে ব্যালট পেপার দেখেন, সেটা নির্বাচনের রায় কিন্তু নয়।”
দেবব্রত আরও বলেন, তিনি দীর্ঘদিন বিসিবির সঙ্গে জড়িত একজন সংগঠক ও কাউন্সিলর হিসেবে পরিস্থিতি জানেন; তবু নীচে নামার পর “এত তলানিতে পৌঁছাবে” তা ভাবতেই পারেননি — এবং নির্বাচনের ফলাফল দেখে তিনি হতাশ। তিনি দাবী করেন, “২৫টার মধ্যে (পরিচালক পদ) প্রায় ২৩-২৪টা পেয়ে গেছে একটি প্যানেল, যারা এই সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।”
দেবব্রত অভিযোগ করেন, নির্বাচনের সময়ে ক্রীড়া উপদেষ্টার মতো সর্বোচ্চ ব্যক্তি বিভিন্ন মিটিং করেছে এবং নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে তিনি জড়িত — যা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রার্থী। তিনি বলেন, “আমরা অনেক কিছুই বুঝি। আপনারাও অনেক কিছু বোঝেন। এই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে ক্রীড়ার সর্বোচ্চ ব্যক্তি জড়িত। তিনি বিভিন্ন সময় মিটিং করছেন, তিনি স্টেটমেন্টও দিচ্ছেন। কাজেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানটা কোথায়, কোন দিকে যাচ্ছে, সেটা আপনারা বিবেচনা করবেন।”
নির্বাচনের সঙ্গে সম্পর্কিত অভিযোগের প্রেক্ষিতে — বিশেষ করে মনোনয়নপত্র প্রত্যাহারের দিনগুলো ও একাধিক প্রার্থীর সরে দাঁড়ানো — বিসিবি নির্বাচনকে ঘিরে বিতর্ক কিছু দিন ধরেই তুঙ্গে রয়েছে। দেবব্রত বলেছেন, তিনি সরে না গিয়ে শেষ পর্যন্ত দেখতে চেয়েছিলেন নির্বাচন কতটা প্রভাবিত হতে পারে; ফলাফল পাওয়ার পরই তিনি নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন।
ক্যাটেগরি-৩-এ শেষ রাউন্ডে খালেদ মাসুদ নির্বাচিত হয়েছেন ৩৫ ভোটে; দেবব্রত পেয়েছেন ৭টি ভোট।