উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে মারুফা আক্তারের দারুণ বোলিংয়ের প্রতিফলন পড়েছে র্যাঙ্কিংয়ে। এই সংস্করণে বোলারদের তালিকায় ছয় ধাপ এগিয়েছেন এই পেসার।
মঙ্গলবার,(০৭ অক্টোবর ২০২৫) প্রকাশিত আইসিসির নারী ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে ৪১১ রেটিং পয়েন্ট নিয়ে ৪১ নম্বরে আছেন মারুফা। দুটিই তার ক্যারিয়ার সেরা।
চলমান বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের প্রথম ওভারে ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে বোল্ড করেন তিনি। ৭ ওভারে ৩১ রান দিয়ে ওই ২ উইকেট নিয়ে জেতেন ম্যাচসেরার পুরস্কার। পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ। ওই ম্যাচে ৭ ওভারে স্রেফ ১৩ রান দিয়ে ১টি উইকেট নেয়া রাবেয়া খান র্যাঙ্কিংয়ে এগিয়েছেন এক ধাপ। ২১ নম্বরে আছেন ২০ বছর বয়সী এই লেগ স্পিনিং অলরাউন্ডার।
বাংলাদেশের বোলারদের মধ্যে তার ওপরে আছেন নাহিদা আক্তার ৯ নম্বরে। পাকিস্তানের বিপক্ষে ১৯ রানে ২ উইকেট নেয়া নাহিদার র্যাঙ্কিংয়ের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে ২৭ নম্বরে আছেন নিগার সুলতানা। বাংলাদেশের মধ্যে সবার ওপরে তিনিই। পাকিস্তানের বিপক্ষে ৪৪ বলে ২৩ রান করেন বাংলাদেশ অধিনায়ক। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সবার ওপরে আগের মতোই আছেন ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা। বোলারদের তালিকার চূড়ায় যথারীতি ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন।
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে মারুফা আক্তারের দারুণ বোলিংয়ের প্রতিফলন পড়েছে র্যাঙ্কিংয়ে। এই সংস্করণে বোলারদের তালিকায় ছয় ধাপ এগিয়েছেন এই পেসার।
মঙ্গলবার,(০৭ অক্টোবর ২০২৫) প্রকাশিত আইসিসির নারী ক্রিকেটারদের সাপ্তাহিক র্যাঙ্কিংয়ে ৪১১ রেটিং পয়েন্ট নিয়ে ৪১ নম্বরে আছেন মারুফা। দুটিই তার ক্যারিয়ার সেরা।
চলমান বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের প্রথম ওভারে ওমাইমা সোহেল ও সিদরা আমিনকে বোল্ড করেন তিনি। ৭ ওভারে ৩১ রান দিয়ে ওই ২ উইকেট নিয়ে জেতেন ম্যাচসেরার পুরস্কার। পাকিস্তানকে ১২৯ রানে গুটিয়ে দিয়ে ৭ উইকেটের জয় পায় বাংলাদেশ। ওই ম্যাচে ৭ ওভারে স্রেফ ১৩ রান দিয়ে ১টি উইকেট নেয়া রাবেয়া খান র্যাঙ্কিংয়ে এগিয়েছেন এক ধাপ। ২১ নম্বরে আছেন ২০ বছর বয়সী এই লেগ স্পিনিং অলরাউন্ডার।
বাংলাদেশের বোলারদের মধ্যে তার ওপরে আছেন নাহিদা আক্তার ৯ নম্বরে। পাকিস্তানের বিপক্ষে ১৯ রানে ২ উইকেট নেয়া নাহিদার র্যাঙ্কিংয়ের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে ২৭ নম্বরে আছেন নিগার সুলতানা। বাংলাদেশের মধ্যে সবার ওপরে তিনিই। পাকিস্তানের বিপক্ষে ৪৪ বলে ২৩ রান করেন বাংলাদেশ অধিনায়ক। ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সবার ওপরে আগের মতোই আছেন ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা। বোলারদের তালিকার চূড়ায় যথারীতি ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন।