নতুন বোর্ডের স্থায়ী কমিটিতে যারা পেলেন যে দায়িত্ব
সাধারণত বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনা করেই নির্ধারিত হয় বিসিবির বিভিন্ন কার্যকরী কমিটি। তবে এবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই সাজিয়েছেন সব কমিটি। নিজের কাছে রেখেছেন তিনি তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিসিবির ওয়ার্কিং কমিটি, গ্রাউন্ডস কমিটি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বোর্ডপ্রধান।
বিসিবির নতুন পরিচালনা পর্ষদের সভা শেষে মঙ্গলবার,(০৭ অক্টোবর ২০২৫) বিকেলে বিভিন্ন কমিটি প্রধানের নাম ঘোষণা করেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান। সংবাদ সম্মেলনে তার পাশে ছিলেন নতুন চার পরিচালক- আব্দুর রাজ্জাক, শানিয়ান তানিম, খালেদ মাসুদ পাইলট ও আমজাদ হোসেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ মনে করা হয় যেটিকে জাতীয় দল সংক্রান্ত কার্যক্রম দেখভালের দায়িত্ব যে কমিটির, সেই ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হিসেবে আমিনুল আস্থা রেখেছেন নাজমুল আবেদীন ফাহিমের ওপর।
সাবেক সভাপতি ও বর্তমান সহ-সভাপতি ফারুক আহমেদকে কোনো কমিটির চেয়ারম্যান করা হয়নি।
সংবাদ সম্মেলনে ইফতেখার জানান, আপাতত দুই-তিন মাসের জন্য কমিটিগুলো দায়িত্ব পালন করবে। পরে কেউ কোনো দায়িত্বে অস্বস্তি অনুভব করলে বা পরিবর্তন করতে চাইলে বোর্ডপ্রধানকে জানাতে পারবেন।
উঠতি ক্রিকেটারদের শাণিত করার দায়িত্ব নিয়ে হাই পারফরম্যান্স বিভাগের দায়িত্ব পালন করবেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। সাবেক স্পিনার আব্দুর রাজ্জাকের দায়িত্ব নারী বিভাগ নিয়ে। বয়সভিত্তিক ক্রিকেট কমিটির প্রধান করা হয়েছে গায়ক আসিফ আকবরকে।
সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ইফতেখার নিশ্চিত করেন যে, আগামী বিপিএল নির্ধারিত সময়েই (ডিসেম্বর-জানুয়ারিতে) অনুষ্ঠিত হবে।
স্থায়ী কমিটি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানদের তালিকা
ওয়ার্কিং কমিটি: আমিনুল ইসলাম বুলবুল।
ক্রিকেট অপারেশন কমিটি: নাজমুল আবেদিন ফাহিম।
ফাইন্যান্স কমিটি: নাজমুল ইসলাম, আমজাদ হোসেন (ভাইস-চেয়ারম্যান)।
শৃঙ্খলা কমিটি: ফায়াজুর রহমান মিঠু।
গেম ডেভেলপমেন্ট কমিটি: ইশতিয়াক সাদেক।
টুর্নামেন্ট কমিটি: আহসান ইকবাল চৌধুরী।
বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি: আসিফ আকবর।
গ্রাউন্ডস কমিটি: আমিনুল ইসলাম বুলবুল, রাহাত শামস (ভাইস-চেয়ারম্যান)।
ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটি: শানিয়ান তানিম।
আম্পায়ার্স কমিটি: ইফতেখার রহমান মিঠু।
মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটি: শাখাওয়াত হোসেন
মেডিকেল কমিটি: মনজুর আলম।
টেন্ডার অ্যান্ড পারচেইজ কমিটি: আবুল বাশার, হাসানুজ্জামান (ভাইস-চেয়ারম্যান)।
মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিটি: আমজাদ হোসেন।
অডিট কমিটি: মুখলেসুর রহমান।
নারী উইং কমিটি: আব্দুর রাজ্জাক।
লজিস্টিকস অ্যান্ড প্রোটোকল কমিটি: ইয়াসির এম ফয়সাল।
নিরাপত্তা কমিটি: মেহরাব আলম চৌধুরী।
সিসিডিএম কমিটি: আদনান রহমান দিপন, ফায়াজুর রহমান মিঠু (ভাইস-চেয়ারম্যান)।
শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট কমিটি: জুলফিকার আলী খান।
হাই পারফরম্যান্স কমিটি: খালেদ মাসুদ পাইলট।
বাংলাদেশ টাইগার্স কমিটি: রাহাত শামস।
কল্যাণ কমিটি: মোকছেদুল কামাল।
বিপিএল গভর্নিং কাউন্সিল: আমিনুল ইসলাম বুলবুল, ইফতেখার রহমান মিঠু (সদস্য সচিব)।
নতুন বোর্ডের স্থায়ী কমিটিতে যারা পেলেন যে দায়িত্ব
মঙ্গলবার, ০৭ অক্টোবর ২০২৫
সাধারণত বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনা করেই নির্ধারিত হয় বিসিবির বিভিন্ন কার্যকরী কমিটি। তবে এবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই সাজিয়েছেন সব কমিটি। নিজের কাছে রেখেছেন তিনি তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিসিবির ওয়ার্কিং কমিটি, গ্রাউন্ডস কমিটি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বোর্ডপ্রধান।
বিসিবির নতুন পরিচালনা পর্ষদের সভা শেষে মঙ্গলবার,(০৭ অক্টোবর ২০২৫) বিকেলে বিভিন্ন কমিটি প্রধানের নাম ঘোষণা করেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান। সংবাদ সম্মেলনে তার পাশে ছিলেন নতুন চার পরিচালক- আব্দুর রাজ্জাক, শানিয়ান তানিম, খালেদ মাসুদ পাইলট ও আমজাদ হোসেন।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ মনে করা হয় যেটিকে জাতীয় দল সংক্রান্ত কার্যক্রম দেখভালের দায়িত্ব যে কমিটির, সেই ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হিসেবে আমিনুল আস্থা রেখেছেন নাজমুল আবেদীন ফাহিমের ওপর।
সাবেক সভাপতি ও বর্তমান সহ-সভাপতি ফারুক আহমেদকে কোনো কমিটির চেয়ারম্যান করা হয়নি।
সংবাদ সম্মেলনে ইফতেখার জানান, আপাতত দুই-তিন মাসের জন্য কমিটিগুলো দায়িত্ব পালন করবে। পরে কেউ কোনো দায়িত্বে অস্বস্তি অনুভব করলে বা পরিবর্তন করতে চাইলে বোর্ডপ্রধানকে জানাতে পারবেন।
উঠতি ক্রিকেটারদের শাণিত করার দায়িত্ব নিয়ে হাই পারফরম্যান্স বিভাগের দায়িত্ব পালন করবেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ। সাবেক স্পিনার আব্দুর রাজ্জাকের দায়িত্ব নারী বিভাগ নিয়ে। বয়সভিত্তিক ক্রিকেট কমিটির প্রধান করা হয়েছে গায়ক আসিফ আকবরকে।
সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ইফতেখার নিশ্চিত করেন যে, আগামী বিপিএল নির্ধারিত সময়েই (ডিসেম্বর-জানুয়ারিতে) অনুষ্ঠিত হবে।
স্থায়ী কমিটি ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানদের তালিকা
ওয়ার্কিং কমিটি: আমিনুল ইসলাম বুলবুল।
ক্রিকেট অপারেশন কমিটি: নাজমুল আবেদিন ফাহিম।
ফাইন্যান্স কমিটি: নাজমুল ইসলাম, আমজাদ হোসেন (ভাইস-চেয়ারম্যান)।
শৃঙ্খলা কমিটি: ফায়াজুর রহমান মিঠু।
গেম ডেভেলপমেন্ট কমিটি: ইশতিয়াক সাদেক।
টুর্নামেন্ট কমিটি: আহসান ইকবাল চৌধুরী।
বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি: আসিফ আকবর।
গ্রাউন্ডস কমিটি: আমিনুল ইসলাম বুলবুল, রাহাত শামস (ভাইস-চেয়ারম্যান)।
ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটি: শানিয়ান তানিম।
আম্পায়ার্স কমিটি: ইফতেখার রহমান মিঠু।
মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল কমিটি: শাখাওয়াত হোসেন
মেডিকেল কমিটি: মনজুর আলম।
টেন্ডার অ্যান্ড পারচেইজ কমিটি: আবুল বাশার, হাসানুজ্জামান (ভাইস-চেয়ারম্যান)।
মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস কমিটি: আমজাদ হোসেন।
অডিট কমিটি: মুখলেসুর রহমান।
নারী উইং কমিটি: আব্দুর রাজ্জাক।
লজিস্টিকস অ্যান্ড প্রোটোকল কমিটি: ইয়াসির এম ফয়সাল।
নিরাপত্তা কমিটি: মেহরাব আলম চৌধুরী।
সিসিডিএম কমিটি: আদনান রহমান দিপন, ফায়াজুর রহমান মিঠু (ভাইস-চেয়ারম্যান)।
শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট কমিটি: জুলফিকার আলী খান।
হাই পারফরম্যান্স কমিটি: খালেদ মাসুদ পাইলট।
বাংলাদেশ টাইগার্স কমিটি: রাহাত শামস।
কল্যাণ কমিটি: মোকছেদুল কামাল।
বিপিএল গভর্নিং কাউন্সিল: আমিনুল ইসলাম বুলবুল, ইফতেখার রহমান মিঠু (সদস্য সচিব)।