শাহিন শাহ আফ্রিদি
ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের নতুন অধিনায়কের দায়িত্ব পেলেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। তিনি উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের স্থলাভিষিক্ত হয়েছেন। আফ্রিদি ওয়ানডে নেতৃত্ব পাওয়ায় ক্রিকেটের তিন ফরম্যাটে এখন আলাদা আলাদা অধিনায়ক পাকিস্তানের। টেস্টে শান মাসুদ এবং টি-টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্বে আছেন সালমান আগা।
রিজওয়ানকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়ার কোনো কারণ জানায়নি পাকিস্তান বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে বোর্ড জানায়, ইসলামাবাদে নির্বাচক কমিটি ও পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসনের বৈঠকের পর নতুন অধিনায়ক চূড়ান্ত করা হয়েছে।
এর আগে পাকিস্তানকে টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব দিয়েছেন আফ্রিদি। ২০২৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ সিরিজে প্রথম নেতৃত্ব দেন তিনি। ঐ সিরিজ ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান। এর কয়েক মাস পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয় আফ্রিদিকে।
শাহিন শাহ আফ্রিদি
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানের নতুন অধিনায়কের দায়িত্ব পেলেন বাঁহাতি পেসার শাহিন শাহ আফ্রিদি। তিনি উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ানের স্থলাভিষিক্ত হয়েছেন। আফ্রিদি ওয়ানডে নেতৃত্ব পাওয়ায় ক্রিকেটের তিন ফরম্যাটে এখন আলাদা আলাদা অধিনায়ক পাকিস্তানের। টেস্টে শান মাসুদ এবং টি-টোয়েন্টিতে অধিনায়কের দায়িত্বে আছেন সালমান আগা।
রিজওয়ানকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেয়ার কোনো কারণ জানায়নি পাকিস্তান বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে বোর্ড জানায়, ইসলামাবাদে নির্বাচক কমিটি ও পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসনের বৈঠকের পর নতুন অধিনায়ক চূড়ান্ত করা হয়েছে।
এর আগে পাকিস্তানকে টি-টোয়েন্টি ফরম্যাটে নেতৃত্ব দিয়েছেন আফ্রিদি। ২০২৪ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ সিরিজে প্রথম নেতৃত্ব দেন তিনি। ঐ সিরিজ ৪-১ ব্যবধানে হারে পাকিস্তান। এর কয়েক মাস পর টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরিয়ে দেয়া হয় আফ্রিদিকে।