এএফসি চ্যালেঞ্জ লীগের গ্রুপ পর্বের ম্যাচ শুরু হচ্ছে আগামী শনিবার। প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি বসুন্ধরা কিংস। ৭ বিদেশি খেলোয়াড় নিয়ে মঙ্গলবার,(২১ অক্টোবর ২০২৫) কুয়েতে গেছে ঘরোয়া লীগের পাঁচবারের চ্যাম্পিয়নরা। এর মধ্যে রয়েছে ফর্টিস এফসির তিন বিদেশি ফুটবলার।
চ্যালেঞ্জ লীগে বসুন্ধরা কিংস পড়েছে ‘বি’ গ্রুপে। স্বাগতিক কুয়েতের ক্লাব আল কুয়েত ছাড়া বাকি দুই দল হল- ওমানের ক্লাব আল সিব ও লেবাননের ক্লাব আল আনসার এফসি।
আগামী ২৫ অক্টোবর বসুন্ধরা কিংসের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আল সিব। বাংলাদেশ সময় ৭টায়, জাবের আল মুবারাক আল হামাদ স্টেডিয়ামে গড়াবে খেলাটি।
আগামী ২৮ অক্টোবর বসুন্ধরা কিংস নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আল আনসারের বিপক্ষে। আর ৩১ অক্টোবর শেষ ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ স্বাগতিক আল কুয়েত।
পাঁচ গ্রুপ থেকে আটটি দল যাবে কোয়ার্টার ফাইনালে। এর আগে প্রিলিমিনারি স্টেজে সিরিয়ান ক্লাব আল কারামাহ এফসিকে ১-০ গোলে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নেয় বসুন্ধরা কিংস। সাম্প্রতিক সময়টা নানা কারণে ভালো যাচ্ছে না বসুন্ধরা কিংসের। বাংলাদেশ ফুটবল লীগে এখনও চেনা দাপট দেখাতে পারেনি দলটি। কয়েকদিন আগে বেতন না পাওয়ায় দল ছেড়ে গেছেন ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার কাজী তারিক রায়হান, তাতে ক্লাবটিকে ঘিরে শুরু হয়েছে নেতিবাচক আলোচনা। এমন প্রতিকূল আবহের মধ্যে দারুণ পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিয়ে এএফসি চ্যালেঞ্জ লীগে খেলতে গেছে কিংস।
রক্ষণে দীর্ঘদিনের নির্ভরতা তারিককে হারানোর পর, দলের শক্তি বাড়াতে ফর্টিস এফসির দুই গাম্বিয়ান পা ওমর বাবু ও ইসা জেল্লো এবং নাইজেরিয়ান ফরোয়ার্ড অনিয়েকাচি ওকাফোরকে দলে এনেছে কিংস। কুয়েতের পথে রওনা দেয়ার আগে দলটির আর্জেন্টাইন কোচ মারিও গোমেস জানিয়েছেন পরিশ্রমের ফল পাওয়ার আশাবাদ।
মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫
এএফসি চ্যালেঞ্জ লীগের গ্রুপ পর্বের ম্যাচ শুরু হচ্ছে আগামী শনিবার। প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি বসুন্ধরা কিংস। ৭ বিদেশি খেলোয়াড় নিয়ে মঙ্গলবার,(২১ অক্টোবর ২০২৫) কুয়েতে গেছে ঘরোয়া লীগের পাঁচবারের চ্যাম্পিয়নরা। এর মধ্যে রয়েছে ফর্টিস এফসির তিন বিদেশি ফুটবলার।
চ্যালেঞ্জ লীগে বসুন্ধরা কিংস পড়েছে ‘বি’ গ্রুপে। স্বাগতিক কুয়েতের ক্লাব আল কুয়েত ছাড়া বাকি দুই দল হল- ওমানের ক্লাব আল সিব ও লেবাননের ক্লাব আল আনসার এফসি।
আগামী ২৫ অক্টোবর বসুন্ধরা কিংসের প্রথম ম্যাচে প্রতিপক্ষ আল সিব। বাংলাদেশ সময় ৭টায়, জাবের আল মুবারাক আল হামাদ স্টেডিয়ামে গড়াবে খেলাটি।
আগামী ২৮ অক্টোবর বসুন্ধরা কিংস নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে আল আনসারের বিপক্ষে। আর ৩১ অক্টোবর শেষ ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ স্বাগতিক আল কুয়েত।
পাঁচ গ্রুপ থেকে আটটি দল যাবে কোয়ার্টার ফাইনালে। এর আগে প্রিলিমিনারি স্টেজে সিরিয়ান ক্লাব আল কারামাহ এফসিকে ১-০ গোলে হারিয়ে পরের রাউন্ডে জায়গা করে নেয় বসুন্ধরা কিংস। সাম্প্রতিক সময়টা নানা কারণে ভালো যাচ্ছে না বসুন্ধরা কিংসের। বাংলাদেশ ফুটবল লীগে এখনও চেনা দাপট দেখাতে পারেনি দলটি। কয়েকদিন আগে বেতন না পাওয়ায় দল ছেড়ে গেছেন ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার কাজী তারিক রায়হান, তাতে ক্লাবটিকে ঘিরে শুরু হয়েছে নেতিবাচক আলোচনা। এমন প্রতিকূল আবহের মধ্যে দারুণ পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিয়ে এএফসি চ্যালেঞ্জ লীগে খেলতে গেছে কিংস।
রক্ষণে দীর্ঘদিনের নির্ভরতা তারিককে হারানোর পর, দলের শক্তি বাড়াতে ফর্টিস এফসির দুই গাম্বিয়ান পা ওমর বাবু ও ইসা জেল্লো এবং নাইজেরিয়ান ফরোয়ার্ড অনিয়েকাচি ওকাফোরকে দলে এনেছে কিংস। কুয়েতের পথে রওনা দেয়ার আগে দলটির আর্জেন্টাইন কোচ মারিও গোমেস জানিয়েছেন পরিশ্রমের ফল পাওয়ার আশাবাদ।