ব্যাংককে অনুশীলনে বাংলাদেশ নারী ফুটবল দল
থাইল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ফিফা আন্তর্জাতিক প্রীতি সিরিজের শনিবার প্রথম ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন লাল-সবুজের মেয়েরা। ব্যাংককের থানবুড়ি বিশ্ববিদ্যালয় ফুটবল ট্রেনিং সেন্টারে বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি। প্রায় সাড়ে তিন মাস পর বাংলাদেশ জাতীয় নারী ফুটবলাররা আবারও আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামছে।
শেষবার বাংলাদেশ নারী দল মাঠে নেমেছিল গত জুলাইয়ে, এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে। এরপর দীর্ঘ বিরতি শেষে আবারও আন্তর্জাতিক লড়াইয়ে নামছে তারা। বৃহস্পতিবার সকালে দলের দ্বিতীয় অনুশীলন সেশনে যোগ দেন আফঈদার দল। সেখানে কৌশলগত প্রস্তুতি ও ম্যাচ পরিকল্পনার চূড়ান্ত অনুশীলনে অংশ নেন খেলোয়াড়রা। অনুশীলন শেষে খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস ও উদ্দীপনা চোখে পড়েছে স্পষ্টভাবে। দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার বলেন, ‘জয় বা পরাজয় নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- মানসিক দৃঢ়তা। আমি মাঠে আমার মেয়েদের লড়াকু মানসিকতা দেখতে চাই।’
ফিফা র্যাংকিংয়ে থাইল্যান্ড (৫৭) বাংলাদেশের (১০৪) চেয়ে অনেক এগিয়ে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে থাইল্যান্ড। দুই দল এ পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে- ২০১৩ সালের এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে, যেখানে বাংলাদেশ হেরেছিল ০-৯ গোলে। তবে সময়ের ব্যবধানে অনেক কিছুই বদলে গেছে। এখনকার বাংলাদেশ দল অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ, আত্মবিশ্বাসী এবং অভিজ্ঞদের সঙ্গে তরুণদের ভারসাম্যপূর্ণ সংমিশ্রণে গড়া।
ব্যাংককে অনুশীলনে বাংলাদেশ নারী ফুটবল দল
বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫
থাইল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ফিফা আন্তর্জাতিক প্রীতি সিরিজের শনিবার প্রথম ম্যাচ দিয়ে মাঠে ফিরবেন লাল-সবুজের মেয়েরা। ব্যাংককের থানবুড়ি বিশ্ববিদ্যালয় ফুটবল ট্রেনিং সেন্টারে বিকেল চারটায় শুরু হবে ম্যাচটি। প্রায় সাড়ে তিন মাস পর বাংলাদেশ জাতীয় নারী ফুটবলাররা আবারও আন্তর্জাতিক ম্যাচ খেলতে মাঠে নামছে।
শেষবার বাংলাদেশ নারী দল মাঠে নেমেছিল গত জুলাইয়ে, এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে। এরপর দীর্ঘ বিরতি শেষে আবারও আন্তর্জাতিক লড়াইয়ে নামছে তারা। বৃহস্পতিবার সকালে দলের দ্বিতীয় অনুশীলন সেশনে যোগ দেন আফঈদার দল। সেখানে কৌশলগত প্রস্তুতি ও ম্যাচ পরিকল্পনার চূড়ান্ত অনুশীলনে অংশ নেন খেলোয়াড়রা। অনুশীলন শেষে খেলোয়াড়দের মধ্যে আত্মবিশ্বাস ও উদ্দীপনা চোখে পড়েছে স্পষ্টভাবে। দলের ব্রিটিশ কোচ পিটার বাটলার বলেন, ‘জয় বা পরাজয় নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো- মানসিক দৃঢ়তা। আমি মাঠে আমার মেয়েদের লড়াকু মানসিকতা দেখতে চাই।’
ফিফা র্যাংকিংয়ে থাইল্যান্ড (৫৭) বাংলাদেশের (১০৪) চেয়ে অনেক এগিয়ে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে থাইল্যান্ড। দুই দল এ পর্যন্ত একবারই মুখোমুখি হয়েছে- ২০১৩ সালের এএফসি নারী এশিয়ান কাপ বাছাইপর্বে, যেখানে বাংলাদেশ হেরেছিল ০-৯ গোলে। তবে সময়ের ব্যবধানে অনেক কিছুই বদলে গেছে। এখনকার বাংলাদেশ দল অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ, আত্মবিশ্বাসী এবং অভিজ্ঞদের সঙ্গে তরুণদের ভারসাম্যপূর্ণ সংমিশ্রণে গড়া।