alt

উইন্ডিজকে রেকর্ড ব্যবধানে বিধ্বস্ত করে সিরিজ বাংলাদেশের

ক্রীড়া বার্তা পরিবেশক : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

ওয়ানডে সিরিজে ট্রফি নিয়ে টাইগাররা -সংবাদ

শেষ ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জয় করেছে। আগের ম্যাচটি ছিল যতটা নাটকীয়, শেষ ম্যাচ হলো একতরফা। শেরেবাংলার কালো পিচে দুই বিভাগেই টাইগাররা দাপট দেখিয়ে ম্যাচ জয় করে। আগে ব্যাটিং করে ২৯৬/৮ করার পর ওয়েস্ট ইন্ডিজকে ১১৭ রানে গুঁড়িয়ে দেয়।

ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সেরা জয় এটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটিই রেকর্ড। এর চেয়ে বড় জয় আছে কেবল আয়ারল্যান্ডের বিপক্ষে ২০২৩ সালে ১৮৩ রানে। এই জয়ে টানা চার সিরিজ হারার পর একটু স্বস্তির ছোঁয়া পেল বাংলাদেশের ওয়ানডে দল। র‌্যাংকিংয়ে অবশ্য পড়ে থাকতে হচ্ছে সেই ১০ নম্বরেই।

বৃহস্পতিবার,(২৩ অক্টোবর ২০২৫) শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন সৌম্য ও সাইফ। ১৭৬ রানের রেকর্ড উদ্বোধনী জুটি গড়েন দুজন। পরের সময়টায় প্রত্যাশিত পথে এগোয়নি দলের ইনিংস। তারপরও ৫০ ওভারে ২৯৬ রান তোলে বাংলাদেশ। উইকেট যে আসলে ব্যাটিংয়ের জন্য খুব আদর্শ নয়, তা প্রমাণ হয়ে যায় ম্যাচের পরের ভাগেই। সামান্যতম লড়াই করতেও পারেনি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। স্রেফ ৩০.১ ওভারেই তাদের ইনিংস শেষ হয় ১১৭ রানে।

বাংলাদেশের চার স্পিনার মিলেই শেষ করে দেন খেলা। ওয়ানডেতে এই নিয়ে দ্বিতীয়বার স্রেফ স্পিন দিয়েই ১০ উইকেট নিতে পারল তারা। তবে পেসারদের বল হাতে নেয়া ছাড়াই প্রতিপক্ষকে অলআউট করার নজির বাংলাদেশের এটিই প্রথম। উইকেট যে আসলে ব্যাটিংয়ের জন্য খুব আদর্শ নয়, তা প্রমাণ হয়ে যায় ম্যাচের পরের ভাগেই। সামান্যতম লড়াই করতেও পারেনি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। নিয়মিত এ উইকেটেই সিরিজের প্রথম ম্যাচে ভুগেছিল দুই দলের ব্যাটসম্যানরা। এ দিন উইকেট ছিল সেই ম্যাচের তুলনায় একটু ভালো। টার্ন মিলেছে যথারীতি, তবে ম্যাচের শুরুতে বাউন্স ছিল ভালো, নতুন বল ব্যাটে এসেছে ভালোভাবে।

সৌম্য ও সাইফকে অবশ্য কৃতিত্ব দিতে হবে আরও বেশি। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে উইকেট মনে হয়েছে আরও বেশি ভালো। আদতে চোখধাঁধানো সব শট খেলে উইকেটের প্রতিকূলতা জয় করেছেন তারা। তাদের আগ্রাসী ব্যাটিংয়ের কারণে খেই হারিয়ে আলগা বল করেছেন ক্যারিবিয়ানরা। উইকেট বিবেচনায় অসাধারণ ব্যাটিং করলেও দুজনেরই শেষটা হয়েছে সেঞ্চুরি না পাওয়ার হতাশায়।

শুরু থেকেই শট খেলা ও প্রতিপক্ষকে চাপে ফেলার তাড়না দেখিয়েছেন দুজন, যা কাজে লেগে গেছে দারুণভাবে। শুরুটা করেন সাইফ। আগের ম্যাচের ক্যারিবিয়ান নায়ক আকিল হোসেনকে প্রথম ওভারেই দুটি চার মারেন সাইফ, বাঁহাতি এই স্পিনারের পরের ওভারে মারেন ছক্কা।

একটু সাবধানে শুরু করা সৌম্যর প্রথম চার আসে ব্যাটের কানায় লেগে। একটু পর তিনি জেগে ওঠেন রোস্টন চেইসকে রিভার্স সুইপে ছক্কা মেরে। এই অফ স্পিনারকেই পরে তিনি আরেকটি ছক্কা মারেন রিভার্স শটে, সাইফ ছক্কায় ওড়ান মাথার ওপর দিয়ে। ১০ ওভারেই ৭৪ রান তুলে ফেলে বাংলাদেশ। সেখানেই না থেমে আরও এগিয়ে যান দুজন। ৪৫ ইনিংস পর ওয়ানডেতে শতরানের শুরুর জুটি পায় বাংলাদেশ।

দুজনই অবশ্য একটু সুযোগের মতো দিয়েছিলেন। ২৯ রানে সৌম্যর কঠিন ক্যাচ নিতে পারেননি আলিক আথানেজ, ৩৯ রানে সাইফের ক্যাচ দারুণভাবে চেষ্টা করেও নিতে পারেননি কেসি কার্টি।

দুজনের জুটি শতরান পেরিয়ে দেড়শ’ ছাড়িয়ে এগিয়ে যায় আরও। আগের ম্যাচে ১০ ওভারে ১৪ রান দিয়েছিলেন যিনি, সেই আলিক আথানেজের প্রথম দুই ওভারেই আসে এ দিন ১৭ রান।

শেষ পর্যন্ত ১৭৬ রানে শেষ হয় জুটি। ছয়টি করে ছক্কা ও চারে ৭২ বলে ৮০ রান করে আউট হন সাইফ।

শেরেবাংলায় যে কোনো উইকেটে বাংলাদেশের সেরা জুটি এটিই। আগের সেরা ছিল ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে ইমরুল কায়েস ও এনামুল হক’র ১৫০। একটু পর সেঞ্চুরি না পাওয়ার হতাশায় পুড়তে হয় সৌম্যকে। ছক্কা চেষ্টায় আউট হয়ে দুহাতে মুখ ঢেকে ফেলেন তিনি। সাতটি চার ও তিন ছক্কায় ৮৬ বলে করেন তিনি ৯১। উইকেট যে আসলে খুব ব্যাটিং বান্ধব নয়, তা বোঝা যায় এরপরই। পরের ব্যাটসম্যানররা আর ততটা সাবলিলভাবে রান করতে পারেননি। ২৮ রান করতে তাওহিদ হৃদয় খেলেন ৪৪ বল। ক্রিজে অস্বস্তিময় ফাঁকে তিনটি ছক্কা মারেন নাজমুল হোসেন শান্ত, জীবন পান দুই দফায়। শেষ পর্যন্ত ৫৫ বলে ৪৪ করে তিনি আউট হন নিজের বলে আথানেজের অসাধারণ এক ক্যাচে।

এরপর সময়ের দাবি মেটাতে পারেননি মাহিদুল ইসলাম অঙ্কন (১০ বলে ৬) ও রিশাদ হোসেন (৬ বলে ৩)। ডানহাতি-বাঁহাতি ভারসাম্যের জন্য নুরুল হাসান সোহানের ওপরে পাঠানো হয় নাসুম আহমেদকে। তিনিও পারেননি ভালো কিছু করতে (২ বলে ১)।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৯ নম্বরে নেমে ১৭ বলে করেন ১৭। শেষ দিকে রান একটু বাড়ে সোহানের ব্যাটে (৮ বলে ১৬*)। সেই রানও অবশ্য ছিল যথেষ্টরও বেশি। বাংলাদেশের স্পিনের সামনে স্রেফ মুখ থুবড়ে পড়ে ক্যারিবিয়ান ব্যাটিং। নতুন বলে নাসুম আহমেদের কোনো জবাব খুঁজে পাননি তারা। প্রথম তিনটি উইকেটই নেন এই বাঁহাতি স্পিনার। এরপর তানভির ইসলাম ও রিশাদ হোসেনের ছোবলে ভেঙে পড়ে ক্যারিবিয়ান ব্যাটিং।

শেষ দুটি উইকেট নিয়ে ম্যাচ শেষ করেন মিরাজ। নেতৃত্ব নিয়ে প্রবল সমালোচনার মুখে থাকা অলরাউন্ডার অধিনায়ক হিসেবে পেলেন প্রথম সিরিজ জয়ের স্বাদ। দুই দল এখন লড়বে টি-টোয়েন্টি সিরিজে। চট্টগ্রামে তিন ম্যাচের সিরিজটি শুরু আগামী সোমবার।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ২৯৬/৮ (সাইফ ৮০, সৌম্য ৯১, হৃদয় ২৮, শান্ত ৪৪, মাহিদুল ৬, রিশাদ ৩, নাসুম ১, সোহান ১৬*, মিরাজ ১৭; আকিল ১০-১-৪১-৪, চেইস ৮-১-৫৩-১, মোটি ৮-০-৫৩-১, আথানেজ ৭-০-৩৭-২)।

ওয়েস্ট ইন্ডিজ ৩০.১ ওভারে ১১৭ (আথানেজ ১৫, কিং ১৮, ওগিস ০, কার্টি ৩৫, হোপ ৪, রাদারফোর্ড ১২, চেইস ০, গ্রেভস ১৫, মোটি ৭, আকিল ২৭, পিয়ের ০; নাসুম ৬-১-১১-৩, মিরাজ ৭.১-০-৩৫-২, তানভির ৮-০-১৬-২, রিশাদ ৯-০-৫৪-৩)। ম্যাচসেরা: সৌম্য সরকার। সিরিজসেরা: রিশাদ হোসেন।

ছবি

টি-২০-তে ফিরলেন অধিনায়ক লিটন

ছবি

ব্যাংককের শনিবার আফঈদাদের প্রীতি ম্যাচের প্রতিপক্ষ থাইল্যান্ড

ছবি

পাকিস্তানের মাঠে ১৮ বছর পর দ.আফ্রিকার টেস্ট জয়

ছবি

কিশোর বয়সে ফুটবল ছাড়ার কথা ভেবেছিলেন ভার্দিওল যে

ছবি

এশিয়ান যুব গেমসে এবার ছেলেদের পদক

ছবি

আন্তর্জাতিক ভলিবলে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

ছবি

দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে হারিয়ে সিরিজ নিশ্চিত করলো অস্ট্রেলিয়া

ছবি

ওয়ানডেতে প্রথম টানা দুই শূন্য কোহলির

ছবি

জাতীয় সাঁতারে নৌবাহিনীর শ্রেষ্ঠত্ব, সামিউল ও রোমানা সেরা

টিভিতে আজকের খেলা

ছবি

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ অঘোষিত ফাইনাল বৃহস্পতিবার

ছবি

আন্তর্জাতিক ভলিবলের পর্দা উঠলো

ছবি

ঢাকায় আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ

ছবি

জাতীয় সাঁতারে আরও তিন রেকর্ড, রাফির সাত

ছবি

রাওয়ালপিন্ডি টেস্টে জমজমাট লড়াই

ছবি

টেস্টে ৯২ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন আসিফ

ছবি

কোহলি-রোহিতকে বাদ না দেয়ার পক্ষে পন্টিং

ছবি

পিএসজির সাত, বার্সার ছয়, ৯ ম্যাচে ৪৩!

টিভিতে আজকের খেলা

ছবি

সুপার ওভারে হারলো বাংলাদেশ

ছবি

জাতীয় সাঁতারে রাফির ৫ রেকর্ড

ছবি

কাবাডিতে মেয়েদের ব্রোঞ্জ

ছবি

স্ট্রাইক রেটে রেকর্ড রিশাদের

ছবি

চ্যালেঞ্জ লীগ খেলতে বসুন্ধরা কিংস কুয়েত গেছে

ছবি

ঢাকায় আন্তর্জাতিক ভলিবল বুধবার শুরু

ছবি

পাক ওয়ানডে দলের নতুন অধিনায়ক আফ্রিদি

টিভিতে আজকের খেলা

ছবি

দ্বিতীয় ম্যাচেও উইন্ডিজকে স্পিনে বধ করার পরিকল্পনা বাংলাদেশের

ছবি

ব্যাংকক যাচ্ছে নারী ফুটবল দল

ছবি

ছয় দেশ নিয়ে ঢাকায় আন্তর্জাতিক ভলিবল

ছবি

প্রথম দিনে কাজল ও রাফির জোড়া রেকর্ড

ছবি

জাতীয় ফুটবলে বগুড়ার জয়

ছবি

ফিফা প্রোগ্রামে বাংলাদেশের কোচদের প্রশিক্ষণ কর্মশালা

ছবি

বিএসপিএ স্পোর্টস কার্নিভালে বর্ষসেরা মুকুল

ছবি

ডিআরইউ অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন মিথুন

ছবি

আর্জেন্টিনাকে হারিয়ে যুব বিশ্বকাপের চ্যাম্পিয়ন মরক্কো

tab

উইন্ডিজকে রেকর্ড ব্যবধানে বিধ্বস্ত করে সিরিজ বাংলাদেশের

ক্রীড়া বার্তা পরিবেশক

ওয়ানডে সিরিজে ট্রফি নিয়ে টাইগাররা -সংবাদ

বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫

শেষ ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশ ২-১ ব্যবধানে সিরিজ জয় করেছে। আগের ম্যাচটি ছিল যতটা নাটকীয়, শেষ ম্যাচ হলো একতরফা। শেরেবাংলার কালো পিচে দুই বিভাগেই টাইগাররা দাপট দেখিয়ে ম্যাচ জয় করে। আগে ব্যাটিং করে ২৯৬/৮ করার পর ওয়েস্ট ইন্ডিজকে ১১৭ রানে গুঁড়িয়ে দেয়।

ওয়ানডেতে বাংলাদেশের দ্বিতীয় সেরা জয় এটি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটিই রেকর্ড। এর চেয়ে বড় জয় আছে কেবল আয়ারল্যান্ডের বিপক্ষে ২০২৩ সালে ১৮৩ রানে। এই জয়ে টানা চার সিরিজ হারার পর একটু স্বস্তির ছোঁয়া পেল বাংলাদেশের ওয়ানডে দল। র‌্যাংকিংয়ে অবশ্য পড়ে থাকতে হচ্ছে সেই ১০ নম্বরেই।

বৃহস্পতিবার,(২৩ অক্টোবর ২০২৫) শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশকে দুর্দান্ত শুরু এনে দেন সৌম্য ও সাইফ। ১৭৬ রানের রেকর্ড উদ্বোধনী জুটি গড়েন দুজন। পরের সময়টায় প্রত্যাশিত পথে এগোয়নি দলের ইনিংস। তারপরও ৫০ ওভারে ২৯৬ রান তোলে বাংলাদেশ। উইকেট যে আসলে ব্যাটিংয়ের জন্য খুব আদর্শ নয়, তা প্রমাণ হয়ে যায় ম্যাচের পরের ভাগেই। সামান্যতম লড়াই করতেও পারেনি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। স্রেফ ৩০.১ ওভারেই তাদের ইনিংস শেষ হয় ১১৭ রানে।

বাংলাদেশের চার স্পিনার মিলেই শেষ করে দেন খেলা। ওয়ানডেতে এই নিয়ে দ্বিতীয়বার স্রেফ স্পিন দিয়েই ১০ উইকেট নিতে পারল তারা। তবে পেসারদের বল হাতে নেয়া ছাড়াই প্রতিপক্ষকে অলআউট করার নজির বাংলাদেশের এটিই প্রথম। উইকেট যে আসলে ব্যাটিংয়ের জন্য খুব আদর্শ নয়, তা প্রমাণ হয়ে যায় ম্যাচের পরের ভাগেই। সামান্যতম লড়াই করতেও পারেনি ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। নিয়মিত এ উইকেটেই সিরিজের প্রথম ম্যাচে ভুগেছিল দুই দলের ব্যাটসম্যানরা। এ দিন উইকেট ছিল সেই ম্যাচের তুলনায় একটু ভালো। টার্ন মিলেছে যথারীতি, তবে ম্যাচের শুরুতে বাউন্স ছিল ভালো, নতুন বল ব্যাটে এসেছে ভালোভাবে।

সৌম্য ও সাইফকে অবশ্য কৃতিত্ব দিতে হবে আরও বেশি। তাদের দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে উইকেট মনে হয়েছে আরও বেশি ভালো। আদতে চোখধাঁধানো সব শট খেলে উইকেটের প্রতিকূলতা জয় করেছেন তারা। তাদের আগ্রাসী ব্যাটিংয়ের কারণে খেই হারিয়ে আলগা বল করেছেন ক্যারিবিয়ানরা। উইকেট বিবেচনায় অসাধারণ ব্যাটিং করলেও দুজনেরই শেষটা হয়েছে সেঞ্চুরি না পাওয়ার হতাশায়।

শুরু থেকেই শট খেলা ও প্রতিপক্ষকে চাপে ফেলার তাড়না দেখিয়েছেন দুজন, যা কাজে লেগে গেছে দারুণভাবে। শুরুটা করেন সাইফ। আগের ম্যাচের ক্যারিবিয়ান নায়ক আকিল হোসেনকে প্রথম ওভারেই দুটি চার মারেন সাইফ, বাঁহাতি এই স্পিনারের পরের ওভারে মারেন ছক্কা।

একটু সাবধানে শুরু করা সৌম্যর প্রথম চার আসে ব্যাটের কানায় লেগে। একটু পর তিনি জেগে ওঠেন রোস্টন চেইসকে রিভার্স সুইপে ছক্কা মেরে। এই অফ স্পিনারকেই পরে তিনি আরেকটি ছক্কা মারেন রিভার্স শটে, সাইফ ছক্কায় ওড়ান মাথার ওপর দিয়ে। ১০ ওভারেই ৭৪ রান তুলে ফেলে বাংলাদেশ। সেখানেই না থেমে আরও এগিয়ে যান দুজন। ৪৫ ইনিংস পর ওয়ানডেতে শতরানের শুরুর জুটি পায় বাংলাদেশ।

দুজনই অবশ্য একটু সুযোগের মতো দিয়েছিলেন। ২৯ রানে সৌম্যর কঠিন ক্যাচ নিতে পারেননি আলিক আথানেজ, ৩৯ রানে সাইফের ক্যাচ দারুণভাবে চেষ্টা করেও নিতে পারেননি কেসি কার্টি।

দুজনের জুটি শতরান পেরিয়ে দেড়শ’ ছাড়িয়ে এগিয়ে যায় আরও। আগের ম্যাচে ১০ ওভারে ১৪ রান দিয়েছিলেন যিনি, সেই আলিক আথানেজের প্রথম দুই ওভারেই আসে এ দিন ১৭ রান।

শেষ পর্যন্ত ১৭৬ রানে শেষ হয় জুটি। ছয়টি করে ছক্কা ও চারে ৭২ বলে ৮০ রান করে আউট হন সাইফ।

শেরেবাংলায় যে কোনো উইকেটে বাংলাদেশের সেরা জুটি এটিই। আগের সেরা ছিল ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে ইমরুল কায়েস ও এনামুল হক’র ১৫০। একটু পর সেঞ্চুরি না পাওয়ার হতাশায় পুড়তে হয় সৌম্যকে। ছক্কা চেষ্টায় আউট হয়ে দুহাতে মুখ ঢেকে ফেলেন তিনি। সাতটি চার ও তিন ছক্কায় ৮৬ বলে করেন তিনি ৯১। উইকেট যে আসলে খুব ব্যাটিং বান্ধব নয়, তা বোঝা যায় এরপরই। পরের ব্যাটসম্যানররা আর ততটা সাবলিলভাবে রান করতে পারেননি। ২৮ রান করতে তাওহিদ হৃদয় খেলেন ৪৪ বল। ক্রিজে অস্বস্তিময় ফাঁকে তিনটি ছক্কা মারেন নাজমুল হোসেন শান্ত, জীবন পান দুই দফায়। শেষ পর্যন্ত ৫৫ বলে ৪৪ করে তিনি আউট হন নিজের বলে আথানেজের অসাধারণ এক ক্যাচে।

এরপর সময়ের দাবি মেটাতে পারেননি মাহিদুল ইসলাম অঙ্কন (১০ বলে ৬) ও রিশাদ হোসেন (৬ বলে ৩)। ডানহাতি-বাঁহাতি ভারসাম্যের জন্য নুরুল হাসান সোহানের ওপরে পাঠানো হয় নাসুম আহমেদকে। তিনিও পারেননি ভালো কিছু করতে (২ বলে ১)।

অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৯ নম্বরে নেমে ১৭ বলে করেন ১৭। শেষ দিকে রান একটু বাড়ে সোহানের ব্যাটে (৮ বলে ১৬*)। সেই রানও অবশ্য ছিল যথেষ্টরও বেশি। বাংলাদেশের স্পিনের সামনে স্রেফ মুখ থুবড়ে পড়ে ক্যারিবিয়ান ব্যাটিং। নতুন বলে নাসুম আহমেদের কোনো জবাব খুঁজে পাননি তারা। প্রথম তিনটি উইকেটই নেন এই বাঁহাতি স্পিনার। এরপর তানভির ইসলাম ও রিশাদ হোসেনের ছোবলে ভেঙে পড়ে ক্যারিবিয়ান ব্যাটিং।

শেষ দুটি উইকেট নিয়ে ম্যাচ শেষ করেন মিরাজ। নেতৃত্ব নিয়ে প্রবল সমালোচনার মুখে থাকা অলরাউন্ডার অধিনায়ক হিসেবে পেলেন প্রথম সিরিজ জয়ের স্বাদ। দুই দল এখন লড়বে টি-টোয়েন্টি সিরিজে। চট্টগ্রামে তিন ম্যাচের সিরিজটি শুরু আগামী সোমবার।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ২৯৬/৮ (সাইফ ৮০, সৌম্য ৯১, হৃদয় ২৮, শান্ত ৪৪, মাহিদুল ৬, রিশাদ ৩, নাসুম ১, সোহান ১৬*, মিরাজ ১৭; আকিল ১০-১-৪১-৪, চেইস ৮-১-৫৩-১, মোটি ৮-০-৫৩-১, আথানেজ ৭-০-৩৭-২)।

ওয়েস্ট ইন্ডিজ ৩০.১ ওভারে ১১৭ (আথানেজ ১৫, কিং ১৮, ওগিস ০, কার্টি ৩৫, হোপ ৪, রাদারফোর্ড ১২, চেইস ০, গ্রেভস ১৫, মোটি ৭, আকিল ২৭, পিয়ের ০; নাসুম ৬-১-১১-৩, মিরাজ ৭.১-০-৩৫-২, তানভির ৮-০-১৬-২, রিশাদ ৯-০-৫৪-৩)। ম্যাচসেরা: সৌম্য সরকার। সিরিজসেরা: রিশাদ হোসেন।

back to top