আবার নজির গড়ে ফেললেন ক্রিস্তিয়ানো রোনালদো। পেশাদার ফুটবলে ৯৫০ গোল করে ফেললেন পর্তুগিজ ফুটবলার। জিতলো তার দল আল নাসরও। সৌদি প্রো লীগে গতকাল শনিবার রাতে ২-০ গোলে তারা হারিয়েছে আল হাজেমকে। ম্যাচের পর সমর্থকদের উদ্দেশ্যে বার্তাও দেন রোনালদো।
প্রথমার্ধে আল নাসরের দাপটকে ঠেকিয়ে রেখেছিল আল হাজেম। ২৫ মিনিটে গোল করে আল নাসর। ইয়াহিয়া লম্বা বল পেয়ে বাঁ প্রান্ত ধরে দৌড়ে বক্সে ক্রস রাখেন। বিপক্ষের বক্সে অরক্ষিত ছিলেন জোয়াও ফেলিক্স। তিনি হেডে গোল করেন।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে আল হাজেম। তাদের বক্সে ঢুকতেই পারছিলেন না আল নাসেরের ফুটবলাররা। কোমানের পাস থেকে গোল করেন রোনালদো। পেশাদার ফুটবলে ৯৫০তম গোল করার পর রোনালদো সমাজমাধ্যমে লিখেছেন, ‘দলকে সাহায্য করতে পেরে এবং ৯৫০ গোল করতে পেরে খুশি। আরও বেশি গোল করার জন্য ক্ষুধার্ত।’ রোনালদো কিছু দিন আগেই একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে জানিয়েছিলেন, তার লক্ষ্য ১০০০টি গোল করা। সেই লক্ষ্যের পিছনেই তিনি ধাওয়া করছেন। এমনকি পরিবার তাকে অবসর নেয়ার কথা বললেও তিনি সেটা নিয়ে ভাবছেন না।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
রোববার, ২৬ অক্টোবর ২০২৫
আবার নজির গড়ে ফেললেন ক্রিস্তিয়ানো রোনালদো। পেশাদার ফুটবলে ৯৫০ গোল করে ফেললেন পর্তুগিজ ফুটবলার। জিতলো তার দল আল নাসরও। সৌদি প্রো লীগে গতকাল শনিবার রাতে ২-০ গোলে তারা হারিয়েছে আল হাজেমকে। ম্যাচের পর সমর্থকদের উদ্দেশ্যে বার্তাও দেন রোনালদো।
প্রথমার্ধে আল নাসরের দাপটকে ঠেকিয়ে রেখেছিল আল হাজেম। ২৫ মিনিটে গোল করে আল নাসর। ইয়াহিয়া লম্বা বল পেয়ে বাঁ প্রান্ত ধরে দৌড়ে বক্সে ক্রস রাখেন। বিপক্ষের বক্সে অরক্ষিত ছিলেন জোয়াও ফেলিক্স। তিনি হেডে গোল করেন।
দ্বিতীয়ার্ধে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে আল হাজেম। তাদের বক্সে ঢুকতেই পারছিলেন না আল নাসেরের ফুটবলাররা। কোমানের পাস থেকে গোল করেন রোনালদো। পেশাদার ফুটবলে ৯৫০তম গোল করার পর রোনালদো সমাজমাধ্যমে লিখেছেন, ‘দলকে সাহায্য করতে পেরে এবং ৯৫০ গোল করতে পেরে খুশি। আরও বেশি গোল করার জন্য ক্ষুধার্ত।’ রোনালদো কিছু দিন আগেই একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে জানিয়েছিলেন, তার লক্ষ্য ১০০০টি গোল করা। সেই লক্ষ্যের পিছনেই তিনি ধাওয়া করছেন। এমনকি পরিবার তাকে অবসর নেয়ার কথা বললেও তিনি সেটা নিয়ে ভাবছেন না।