এমবাপ্পের জোড়া গোল
লা লিগার ম্যাচে গতকাল শনিবার রেয়াল মাদ্রিদ ৪-০ ব্যবধানে ভালেন্সিয়াকে উঁড়িয়ে দিয়ে জিতেছে। এমবাপ্পের জোড়া গোলের পর একটি করে গোল করেন বেলিংহ্যাম ও আলভারো কাররেরাস। পেনাল্টি শট নিয়েও গোল করতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র।
১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো রেয়ালের। লা লিগায় টানা আট ম্যাচে জালের দেখা পেলেন ফরাসি তারকা এমবাপ্পে। ২০২৪-২৫ মৌসুমের ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ী এবারও লিগের গোলদাতার তালিকায় আছেন শীর্ষে, আসরে ১১ ম্যাচে তার গোল হলো ১৩টি। টানা জয়ের আত্মবিশ্বাস নিয়ে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচ খেলবে রেয়াল মাদ্রিদ, লিভারপুলের মাঠে।
গতকাল শনিবার আরেক ম্যাচে রায়ো ভাইয়েকানোকে ৪-০ গোলে গুঁড়িয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে ভিয়ারেয়াল, ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২৩। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ২২ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে।
সালাহর ২৫০ গোল,
লিভারপুলের জয়
ইংলিশ প্রিমিয়ার লীগে গতকাল শনিবার অ্যাস্টন ভিলাকে হারিয়ে জয়ে ফিরেছে লিভারপুল। অ্যানফিল্ডে ম্যাচটি ২-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। দুই অর্ধে হয়েছে একটি করে গোল। লিভারপুলের তৃতীয় খেলোয়াড় হিসাবে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। তার ওপরে আছেন রজার হান্ট (২৮৫) ও ইয়ান রাশ (৩৪৬)। সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচের ছয়টিতে হারের পর এলো লিভারপুলের এ জয়। লীগে টানা চার হারের পর জয়ের স্বাদ পেল আর্না স্লটের দল। টানা চার জয়ের পর পরাজয়ের তেতো অভিজ্ঞতা হলো ভিলার। ১০ ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠেছে লিভারপুল। তাদের সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে এক ম্যাচ কম খেলা বোর্নমাউথ। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
১৫ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে আছে ভিলা। ম্যাচে ৫৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৬টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে লিভারপুল। ভিলার ১০ শটের তিনটি লক্ষ্যে ছিল।
পঞ্চম মিনিটে এগিয়ে যেতে পারত ভিলা। বক্সের বাইরে থেকে ইংলিশ উইঙ্গার মর্গ্যান রজার্সের জোরাল শট পোস্টে লাগে। ১৯তম মিনিটে ম্যাটি ক্যাশের শট ঠেকান লিভারপুল গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলি।
প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে মার্তিনেসের ওই ভুলে এগিয়ে যায় লিভারপুল। কোনাকুনি শটে জাল খুঁজে নেন সালাহ। ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। আলেক্সিস মাক আলিস্তেরের পাসে বক্সের বাইরে থেকে গ্রাভেনবার্চের শট ভিলার পাউ তরেসের পায়ে লেগে জালে জড়ায়।
বায়ার্ন মিউনিখের বড় জয়
গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে ছাড়া খেলতে নেমে বায়ার্ন মিউনিখ সাবেক চ্যাম্পিয়ন বায়ার লেভারকুজেনকে হারায়। গতকাল শনিবার বুন্ডেসলিগায় পুরো ম্যাচে আধিপত্য করে ৩-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। সের্গে জিনাব্রি বায়ার্নকে এগিয়ে নেয়ার পর ব্যবধান বাড়ান নিকোলাস জ্যাকসন। তাদের অন্য গোলটি লেভারকুজেনের আত্মঘাতী। এ নিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচের সবকটি জিতলো জার্মানির সফলতম ক্লাব বায়ার্ন। ইউরোপের শীর্ষ পাঁচ লীগের দলগুলোর হিসেবে গত ম্যাচেই টানা জয়ে মৌসুম শুরুর রেকর্ড গড়ে বায়ার্ন, ১৪টি। সংখ্যাটা এবার বাড়লো আরও। লীগ শিরোপা ধরে রাখার অভিযানে ৯ ম্যাচের সবটিতে জিতে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। ৫ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লাইপজিগ। লেভারকুজেন ১৭ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
এমবাপ্পের জোড়া গোল
রোববার, ০২ নভেম্বর ২০২৫
লা লিগার ম্যাচে গতকাল শনিবার রেয়াল মাদ্রিদ ৪-০ ব্যবধানে ভালেন্সিয়াকে উঁড়িয়ে দিয়ে জিতেছে। এমবাপ্পের জোড়া গোলের পর একটি করে গোল করেন বেলিংহ্যাম ও আলভারো কাররেরাস। পেনাল্টি শট নিয়েও গোল করতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র।
১১ ম্যাচে ১০ জয়ে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত হলো রেয়ালের। লা লিগায় টানা আট ম্যাচে জালের দেখা পেলেন ফরাসি তারকা এমবাপ্পে। ২০২৪-২৫ মৌসুমের ইউরোপিয়ান গোল্ডেন বুট জয়ী এবারও লিগের গোলদাতার তালিকায় আছেন শীর্ষে, আসরে ১১ ম্যাচে তার গোল হলো ১৩টি। টানা জয়ের আত্মবিশ্বাস নিয়ে আগামী মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচ খেলবে রেয়াল মাদ্রিদ, লিভারপুলের মাঠে।
গতকাল শনিবার আরেক ম্যাচে রায়ো ভাইয়েকানোকে ৪-০ গোলে গুঁড়িয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে ভিয়ারেয়াল, ১১ ম্যাচে তাদের পয়েন্ট ২৩। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ২২ পয়েন্ট নিয়ে নেমে গেছে তৃতীয় স্থানে।
সালাহর ২৫০ গোল,
লিভারপুলের জয়
ইংলিশ প্রিমিয়ার লীগে গতকাল শনিবার অ্যাস্টন ভিলাকে হারিয়ে জয়ে ফিরেছে লিভারপুল। অ্যানফিল্ডে ম্যাচটি ২-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। দুই অর্ধে হয়েছে একটি করে গোল। লিভারপুলের তৃতীয় খেলোয়াড় হিসাবে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫০ গোলের মাইলফলক স্পর্শ করেন মিশরীয় তারকা মোহাম্মদ সালাহ। তার ওপরে আছেন রজার হান্ট (২৮৫) ও ইয়ান রাশ (৩৪৬)। সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচের ছয়টিতে হারের পর এলো লিভারপুলের এ জয়। লীগে টানা চার হারের পর জয়ের স্বাদ পেল আর্না স্লটের দল। টানা চার জয়ের পর পরাজয়ের তেতো অভিজ্ঞতা হলো ভিলার। ১০ ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠেছে লিভারপুল। তাদের সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে এক ম্যাচ কম খেলা বোর্নমাউথ। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
১৫ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে আছে ভিলা। ম্যাচে ৫৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৬টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে লিভারপুল। ভিলার ১০ শটের তিনটি লক্ষ্যে ছিল।
পঞ্চম মিনিটে এগিয়ে যেতে পারত ভিলা। বক্সের বাইরে থেকে ইংলিশ উইঙ্গার মর্গ্যান রজার্সের জোরাল শট পোস্টে লাগে। ১৯তম মিনিটে ম্যাটি ক্যাশের শট ঠেকান লিভারপুল গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলি।
প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে মার্তিনেসের ওই ভুলে এগিয়ে যায় লিভারপুল। কোনাকুনি শটে জাল খুঁজে নেন সালাহ। ৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। আলেক্সিস মাক আলিস্তেরের পাসে বক্সের বাইরে থেকে গ্রাভেনবার্চের শট ভিলার পাউ তরেসের পায়ে লেগে জালে জড়ায়।
বায়ার্ন মিউনিখের বড় জয়
গুরুত্বপূর্ণ কয়েকজন খেলোয়াড়কে ছাড়া খেলতে নেমে বায়ার্ন মিউনিখ সাবেক চ্যাম্পিয়ন বায়ার লেভারকুজেনকে হারায়। গতকাল শনিবার বুন্ডেসলিগায় পুরো ম্যাচে আধিপত্য করে ৩-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। সের্গে জিনাব্রি বায়ার্নকে এগিয়ে নেয়ার পর ব্যবধান বাড়ান নিকোলাস জ্যাকসন। তাদের অন্য গোলটি লেভারকুজেনের আত্মঘাতী। এ নিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৫ ম্যাচের সবকটি জিতলো জার্মানির সফলতম ক্লাব বায়ার্ন। ইউরোপের শীর্ষ পাঁচ লীগের দলগুলোর হিসেবে গত ম্যাচেই টানা জয়ে মৌসুম শুরুর রেকর্ড গড়ে বায়ার্ন, ১৪টি। সংখ্যাটা এবার বাড়লো আরও। লীগ শিরোপা ধরে রাখার অভিযানে ৯ ম্যাচের সবটিতে জিতে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। ৫ পয়েন্ট কম নিয়ে দুইয়ে লাইপজিগ। লেভারকুজেন ১৭ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।