তৃতীয় টি-টোয়েন্টি
ওয়াশিংটন সুন্দর
প্রথম একাদশে সুযোগ পাওয়া তিন ক্রিকেটারের হাত ধরে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারালো ভারত। জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রথম দু’ম্যাচে সুযোগ না পাওয়া অর্শদীপ সিংহ, ওয়াশিংটন সুন্দর এবং জীতেশ শর্মা। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া করে ৬ উইকেটে ১৮৬ রান। জবাবে ভারত ৫ উইকেট হারিয়ে ১৮.৩ ওভারে ১৮৮ রান করে। এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরায় ভারত, ১-১।
রোববার,(০২ নভেম্বর ২০২৫) হোবার্টে টস জিতে ফিল্ডিং নেয় ভারত। শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। অর্শদীপের দাপটে ১৪ রানেই ২ উইকেট হারায়। বাঁহাতি ফাস্ট বোলার আউট করেন ট্রেভিস হেড (৬) এবং জস ইংলিস (১)। অধিনায়ক মিচেল মার্শও (১১) ওপেন করতে নেমে বড় রান পাননি। তাকে আউট করেন বরুণ চক্রবর্তী। ব্যর্থ মিচেল ওয়েনও (০)। তিনিও বরুণের শিকার। চার নম্বরে নেমে ডেভিড চাপ সামলাতে পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নেন। তাতেই বদলায় অস্ট্রেলীয় ইনিংসের চেহারা। তার সঙ্গে যোগ দেন মার্কাস স্টইনিস। ডেভিড করেন ৩৮ বলে ৭৪ রান।
৮টি চার এবং ৫টি ছক্কা দিয়ে সাজান নিজের ইনিংস। ৩৯ বলে ৬৪ রান করেন স্টইনিস ৮ চার এবং ২ ছক্কায়। শেষ পর্যন্ত নট আউট ম্যাথু শর্ট খেলেন ১৫ বলে ২৬ রানের ইনিংস। তার সঙ্গে ছিলেন ব্রাটলেট (২ বলে ৩)। ভারতের অর্শদীপ ৩৫ রানে ৩ উইকেট, বরুণ ৩৩ রানে ২ উইকেট নেন।
জয়ের জন্য ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে শুরু করেও অভিষেক শর্মা ১৬ বলে ২৫ রানে ফিরেন( ২টি করে চার এবং ছয়)। আর এক ওপেনার শুবমান গিল ফিরেন ১৫ রানে। অধিনায়ক সুরিয়াকুমার আউট হন ১১ বলে ২৪ রান করে । বড় রান পাননি তিলক বর্মা (২৯), অক্সার প্যাটেলও (১৭)। সবাই আউট হন আগ্রাসী হতে গিয়ে (১৪৫/৫)। এরপর জীতেশ শর্মা এবং ওয়াশিংটন সুন্দরের ব্যাটে ভর করে জয়ী হয় ভারত। ওয়াশিংটন অপরাজিত থাকলেন ২৩ বলে ৪৯ রানে (৩ চার এবং ৪ ছক্কা)। জীতেশ করেন ১৩ বলে অপরাজিত ২২ রান। তাদের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটের জুটিতে উঠে ৪৩ রান।
৩৬ রানে ৩ উইকেট নেন নাথান এলিস। ২২ রানে ১ উইকেট নেন স্টইনিস। ৩০ রানে ১ উইকেট ব্রাটলেটের।
দু’দলের ৪র্থ টি-২০ আগামী ৬ নভেম্বর।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
তৃতীয় টি-টোয়েন্টি
ওয়াশিংটন সুন্দর
রোববার, ০২ নভেম্বর ২০২৫
প্রথম একাদশে সুযোগ পাওয়া তিন ক্রিকেটারের হাত ধরে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারালো ভারত। জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রথম দু’ম্যাচে সুযোগ না পাওয়া অর্শদীপ সিংহ, ওয়াশিংটন সুন্দর এবং জীতেশ শর্মা। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া করে ৬ উইকেটে ১৮৬ রান। জবাবে ভারত ৫ উইকেট হারিয়ে ১৮.৩ ওভারে ১৮৮ রান করে। এই জয়ে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে সমতা ফেরায় ভারত, ১-১।
রোববার,(০২ নভেম্বর ২০২৫) হোবার্টে টস জিতে ফিল্ডিং নেয় ভারত। শুরুটা ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া। অর্শদীপের দাপটে ১৪ রানেই ২ উইকেট হারায়। বাঁহাতি ফাস্ট বোলার আউট করেন ট্রেভিস হেড (৬) এবং জস ইংলিস (১)। অধিনায়ক মিচেল মার্শও (১১) ওপেন করতে নেমে বড় রান পাননি। তাকে আউট করেন বরুণ চক্রবর্তী। ব্যর্থ মিচেল ওয়েনও (০)। তিনিও বরুণের শিকার। চার নম্বরে নেমে ডেভিড চাপ সামলাতে পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নেন। তাতেই বদলায় অস্ট্রেলীয় ইনিংসের চেহারা। তার সঙ্গে যোগ দেন মার্কাস স্টইনিস। ডেভিড করেন ৩৮ বলে ৭৪ রান।
৮টি চার এবং ৫টি ছক্কা দিয়ে সাজান নিজের ইনিংস। ৩৯ বলে ৬৪ রান করেন স্টইনিস ৮ চার এবং ২ ছক্কায়। শেষ পর্যন্ত নট আউট ম্যাথু শর্ট খেলেন ১৫ বলে ২৬ রানের ইনিংস। তার সঙ্গে ছিলেন ব্রাটলেট (২ বলে ৩)। ভারতের অর্শদীপ ৩৫ রানে ৩ উইকেট, বরুণ ৩৩ রানে ২ উইকেট নেন।
জয়ের জন্য ১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আগ্রাসী মেজাজে শুরু করেও অভিষেক শর্মা ১৬ বলে ২৫ রানে ফিরেন( ২টি করে চার এবং ছয়)। আর এক ওপেনার শুবমান গিল ফিরেন ১৫ রানে। অধিনায়ক সুরিয়াকুমার আউট হন ১১ বলে ২৪ রান করে । বড় রান পাননি তিলক বর্মা (২৯), অক্সার প্যাটেলও (১৭)। সবাই আউট হন আগ্রাসী হতে গিয়ে (১৪৫/৫)। এরপর জীতেশ শর্মা এবং ওয়াশিংটন সুন্দরের ব্যাটে ভর করে জয়ী হয় ভারত। ওয়াশিংটন অপরাজিত থাকলেন ২৩ বলে ৪৯ রানে (৩ চার এবং ৪ ছক্কা)। জীতেশ করেন ১৩ বলে অপরাজিত ২২ রান। তাদের অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটের জুটিতে উঠে ৪৩ রান।
৩৬ রানে ৩ উইকেট নেন নাথান এলিস। ২২ রানে ১ উইকেট নেন স্টইনিস। ৩০ রানে ১ উইকেট ব্রাটলেটের।
দু’দলের ৪র্থ টি-২০ আগামী ৬ নভেম্বর।