৮-১৪ নভেম্বর ঢাকায় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ভালো করার লক্ষ্যে অনুশীলনে বাংলাদেশ দল
আগামী ৮-১৪ নভেম্বর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ জাতীয় স্টেডিয়াম ও টঙ্গী স্টেডিয়াম অনুষ্ঠিত হবে। গত তিন আসরে বাংলাদেশের যেমন প্রাপ্তির গল্প আছে, না পাওয়ার বেদনাও আছে। এর সঙ্গে এবার যোগ হয়েছে দেশান্তরী হওয়া রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকীর মতো তারকাদের শূন্যতা। তবে আর্চারি কোচ মার্টিন ফ্রেডরিখ ও আর্চার সাগর ইসলাম আশাবাদী, এবারও দারুণ কিছু হবে।
লড়াই দেশের মাঠে হচ্ছে বলেই তাদের প্রত্যাশা ও আত্মবিশ্বাস বেশি। আলিফ, সাগর, বন্যারা তীরধনুকের লড়াইয়ে আগামী শনিবার থেকে নামবেন মাঠে।
এবার খেলা হবে দুই ভেন্যুতেÑ জাতীয় স্টেডিয়াম ও টঙ্গীর আর্চারি স্টেডিয়াম। টঙ্গীতেই বছর জুড়ে চলে আর্চারির ক্যাম্প। এখানেই প্রস্তুতির ফাঁকে ফ্রেডরিখের বলা কথায় উঠে এলো গত তিন আসরের খেরোখাতা।
২০১৭ সালে প্রথম এ প্রতিযোগিতার আয়োজক হয়েছিল বাংলাদেশ, সেবার ঝুলিতে কোনো পদক জমা পড়েনি। ২০২১ সালের আয়োজনে একটি করে রুপা ও দুটি ব্রোঞ্জ জয়ের উচ্ছ্বাসে মেতেছিল দল। এ সাফল্যের আগে-পরে ২০১৯ ও ২০২৩ সালে ব্যাংককে বসেছিল এশিয়ার আর্চারির এ সর্বোচ্চ লড়াই, দুটোতেই শুন্য হাতে ফিরেছিল বাংলাদেশ। ফ্রেডরিখের চাওয়া, ২০২১ সালের হাসি ফিরিয়ে আনা।
‘নিজেদের মাঠে আমরা অবশ্যই ভালো করতে চাই এবং রোমাঞ্চ নিয়ে সামনের দিকে তাকিয়ে আছি। আপনাদের মনে থাকবে, ২০২১ সালে যখন এখানে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপস হয়েছিল, আমরা তিনটি পদক পেয়েছিলাম। কিন্তু সর্বশেষ ২০২৩ সালে ব্যাংককের আসরে আমরা কিছুই পাইনি। কে আছে, কে নাই, তা নিয়ে ভাবতে চাই না। আমি চাই, ২০২১ সালে যে সাফল্য আমরা এখানে পেয়েছিলাম, সেটার পুনরাবৃত্তি করতে।’
চার বছর আগের সাফল্যে সবচেয়ে বেশি ভূমিকা ছিল রোমান, রুবেল, দিয়ার। উন্নত জীবনের টানে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন তিনজনই। সাগর-আলিফদের ঘিরে এবার তাই প্রত্যাশা বেশি। ফ্রেডরিখ যেমন রোমান-রুবেলদের নিয়ে ভাবতে চাইছেন না, তার সহকারী নুর-এ আলমের কণ্ঠেও একই সুর।
‘রোমান যখন ছিল, তখনও কিন্তু আলিফ, সাগর, রুবেলদের নিয়ে দল গড়া হতো। ওরা ভালো করত। রুবেল যাওয়াতে একটু ক্ষতি হয়েছে, এটা মানতে হবে। তবে নতুন যারা আছে, তারাও বিশ্বমানের। আশা করি, তারাও ভালো করবে।’
রোববার,(০২ নভেম্বর ২০২৫) টঙ্গীতে বাংলাদেশ লীগের ফাইনাল অনুষ্ঠিত হয়। চার লীগের পয়েন্ট যোগ করে সেরা হয়েছে বিমানবাহিনী, ২টি স্বর্ণ জিতেছে তারা। ২টি রুপা নিয়ে রানার্সআপ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপি। যৌথভাবে তৃতীয় হয়েছে তীরন্দাজ ও আনসার।
এশিয়ান আর্চারির বাংলাদেশ দল
রিকার্ভ পুরুষ দল : আব্দুর রহমান আলিফ, মোঃ সাগর ইসলাম, মো: রাকিব মিয়া ও রামকৃষ্ণ সাহা।
রিকার্ভ মহিলা দল : সিমা আক্তার শিমু, ইতি খাতুন, সোনালি রায় ও মোসা: মনিরা আক্তার।
কম্পাউন্ড পুরুষ দল: মোহাম্মাদ আশিকুজ্জামান, হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব ও মোঃ সোহেল রানা।
কম্পাউন্ড মহিলা দল : বন্যা আক্তার, পুষ্পিতা জামান, কুলসুম খাতুন ও মিথিলা আক্তার।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
৮-১৪ নভেম্বর ঢাকায় এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ
এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে ভালো করার লক্ষ্যে অনুশীলনে বাংলাদেশ দল
রোববার, ০২ নভেম্বর ২০২৫
আগামী ৮-১৪ নভেম্বর এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ জাতীয় স্টেডিয়াম ও টঙ্গী স্টেডিয়াম অনুষ্ঠিত হবে। গত তিন আসরে বাংলাদেশের যেমন প্রাপ্তির গল্প আছে, না পাওয়ার বেদনাও আছে। এর সঙ্গে এবার যোগ হয়েছে দেশান্তরী হওয়া রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও দিয়া সিদ্দিকীর মতো তারকাদের শূন্যতা। তবে আর্চারি কোচ মার্টিন ফ্রেডরিখ ও আর্চার সাগর ইসলাম আশাবাদী, এবারও দারুণ কিছু হবে।
লড়াই দেশের মাঠে হচ্ছে বলেই তাদের প্রত্যাশা ও আত্মবিশ্বাস বেশি। আলিফ, সাগর, বন্যারা তীরধনুকের লড়াইয়ে আগামী শনিবার থেকে নামবেন মাঠে।
এবার খেলা হবে দুই ভেন্যুতেÑ জাতীয় স্টেডিয়াম ও টঙ্গীর আর্চারি স্টেডিয়াম। টঙ্গীতেই বছর জুড়ে চলে আর্চারির ক্যাম্প। এখানেই প্রস্তুতির ফাঁকে ফ্রেডরিখের বলা কথায় উঠে এলো গত তিন আসরের খেরোখাতা।
২০১৭ সালে প্রথম এ প্রতিযোগিতার আয়োজক হয়েছিল বাংলাদেশ, সেবার ঝুলিতে কোনো পদক জমা পড়েনি। ২০২১ সালের আয়োজনে একটি করে রুপা ও দুটি ব্রোঞ্জ জয়ের উচ্ছ্বাসে মেতেছিল দল। এ সাফল্যের আগে-পরে ২০১৯ ও ২০২৩ সালে ব্যাংককে বসেছিল এশিয়ার আর্চারির এ সর্বোচ্চ লড়াই, দুটোতেই শুন্য হাতে ফিরেছিল বাংলাদেশ। ফ্রেডরিখের চাওয়া, ২০২১ সালের হাসি ফিরিয়ে আনা।
‘নিজেদের মাঠে আমরা অবশ্যই ভালো করতে চাই এবং রোমাঞ্চ নিয়ে সামনের দিকে তাকিয়ে আছি। আপনাদের মনে থাকবে, ২০২১ সালে যখন এখানে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপস হয়েছিল, আমরা তিনটি পদক পেয়েছিলাম। কিন্তু সর্বশেষ ২০২৩ সালে ব্যাংককের আসরে আমরা কিছুই পাইনি। কে আছে, কে নাই, তা নিয়ে ভাবতে চাই না। আমি চাই, ২০২১ সালে যে সাফল্য আমরা এখানে পেয়েছিলাম, সেটার পুনরাবৃত্তি করতে।’
চার বছর আগের সাফল্যে সবচেয়ে বেশি ভূমিকা ছিল রোমান, রুবেল, দিয়ার। উন্নত জীবনের টানে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন তিনজনই। সাগর-আলিফদের ঘিরে এবার তাই প্রত্যাশা বেশি। ফ্রেডরিখ যেমন রোমান-রুবেলদের নিয়ে ভাবতে চাইছেন না, তার সহকারী নুর-এ আলমের কণ্ঠেও একই সুর।
‘রোমান যখন ছিল, তখনও কিন্তু আলিফ, সাগর, রুবেলদের নিয়ে দল গড়া হতো। ওরা ভালো করত। রুবেল যাওয়াতে একটু ক্ষতি হয়েছে, এটা মানতে হবে। তবে নতুন যারা আছে, তারাও বিশ্বমানের। আশা করি, তারাও ভালো করবে।’
রোববার,(০২ নভেম্বর ২০২৫) টঙ্গীতে বাংলাদেশ লীগের ফাইনাল অনুষ্ঠিত হয়। চার লীগের পয়েন্ট যোগ করে সেরা হয়েছে বিমানবাহিনী, ২টি স্বর্ণ জিতেছে তারা। ২টি রুপা নিয়ে রানার্সআপ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপি। যৌথভাবে তৃতীয় হয়েছে তীরন্দাজ ও আনসার।
এশিয়ান আর্চারির বাংলাদেশ দল
রিকার্ভ পুরুষ দল : আব্দুর রহমান আলিফ, মোঃ সাগর ইসলাম, মো: রাকিব মিয়া ও রামকৃষ্ণ সাহা।
রিকার্ভ মহিলা দল : সিমা আক্তার শিমু, ইতি খাতুন, সোনালি রায় ও মোসা: মনিরা আক্তার।
কম্পাউন্ড পুরুষ দল: মোহাম্মাদ আশিকুজ্জামান, হিমু বাছাড়, নেওয়াজ আহমেদ রাকিব ও মোঃ সোহেল রানা।
কম্পাউন্ড মহিলা দল : বন্যা আক্তার, পুষ্পিতা জামান, কুলসুম খাতুন ও মিথিলা আক্তার।