ভারত ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক মোরসালিন বুধবার,(১৯ নভেম্বর ২০২৫) হোটেলে সাংবাদিকদের বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন নাটমেগে গোল করবো, ভারত ম্যাচে তা হয়েও যায়। সেই স্বপ্ন পূরণ হওয়াতে আমি বেজায় খুশি। আর আমার গোলে জয় এসেছে, এই আনন্দ তো অন্যরকম। বোঝানো যাবে না।’
প্রতি আক্রমণ থেকে রাকিবের দৌড় থেকে দারুণ এক পাস, মোরসালিন দৌড়ে এসে গোলকিপার গুরপ্রীতের দুই পায়ের ফাঁক দিয়ে বল জড়িয়ে দেন জালে। এমন ক্লিনিক্যাল ফিনিশ নিয়ে মোরসালিন বলেছেন, ‘রাকিব ভাইয়ের সঙ্গে আমার রসায়ন অন্যরকম। তার দৌড় দেখে বুঝে গিয়েছিলাম এবার কিছু একটা হবে। তাই আমিও সেভাবে জায়গা করে নেই। গুরপ্রীত যখন পোস্ট ছেড়ে বেরিয়ে আসলো, তখন চকিতে চিন্তা করে শুধু তার দুপায়ের ফাঁক দিয়ে বল ঠেলে দিয়েছি। এটা আসলে সেভাবে চিন্তা করে নয়, পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে বল সোজা জালে আশ্রয় নিলে তখন আনন্দে আত্মহারা হয়ে পড়ি।’
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ আগেই বাদ, ভারতও। তবে চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে জয়টা অনেক আনন্দের, মর্যাদারও। কালকের ম্যাচে হামজা-শমিত থেকে শুরু করে সবাই দারুণ পরিশ্রম করেছেন। সেরাটা দেয়ার চেষ্টা করেছেন। এটা কি প্রতিপক্ষ ভারত বলেই? মোরসালিন উত্তর দিলেন এভাবে, ‘হতে পারে, ভারতের বিপক্ষে ম্যাচ হলে তো সবার মধ্যে অন্যরকম উত্তেজনা কাজ করে। আমাদের সবার মধ্যে তাই হয়েছিল। আমরা সবাই পণ করেছিলাম ম্যাচটি জিততে হবে, ভালো খেলতে হবে। সেটাই হয়েছে। বাছাই পর্ব পেরুতে পারিনি, কষ্ট লাগছে। তবে ভারতকে হারিয়েছি। এটাও এক ধরনের প্রশান্তি। সামনে নিশ্চয়ই আরও সুযোগ আসবে।’
মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে মোরসালিন জাতীয় দলের হয়ে ৭টি গোল করেছেন। তবে ভারতের বিপক্ষে নাটমেগে করা গোলটি এগিয়ে রাখছেন আবাহনীর এই মিডফিল্ডার, ‘আমার কাছে মনে হয় কালকের রাতের গোলটি বিশেষ। সবগুলোই আমার কাছে ভালো। তবে ভারতের বিপক্ষে গোলটি অন্যরকম। এর মাহাত্ম্য অন্য কিছু। ২২ বছর পর জয় এসেছে। এটাই স্মরণীয় কিছু।’
আপাতত মোরসালিনদের ছুটি নেই। ২৪ নভেম্বর লীগে আবাহনী ও মোহামেডান ম্যাচ। সেই ম্যাচের জন্য বুধবারই ক্লাবে যোগ দেয়ার কথা। এখন নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ার সংকল্প।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
ভারত ম্যাচে বাংলাদেশের জয়ের নায়ক মোরসালিন বুধবার,(১৯ নভেম্বর ২০২৫) হোটেলে সাংবাদিকদের বলেন, ‘আমার অনেক দিনের স্বপ্ন নাটমেগে গোল করবো, ভারত ম্যাচে তা হয়েও যায়। সেই স্বপ্ন পূরণ হওয়াতে আমি বেজায় খুশি। আর আমার গোলে জয় এসেছে, এই আনন্দ তো অন্যরকম। বোঝানো যাবে না।’
প্রতি আক্রমণ থেকে রাকিবের দৌড় থেকে দারুণ এক পাস, মোরসালিন দৌড়ে এসে গোলকিপার গুরপ্রীতের দুই পায়ের ফাঁক দিয়ে বল জড়িয়ে দেন জালে। এমন ক্লিনিক্যাল ফিনিশ নিয়ে মোরসালিন বলেছেন, ‘রাকিব ভাইয়ের সঙ্গে আমার রসায়ন অন্যরকম। তার দৌড় দেখে বুঝে গিয়েছিলাম এবার কিছু একটা হবে। তাই আমিও সেভাবে জায়গা করে নেই। গুরপ্রীত যখন পোস্ট ছেড়ে বেরিয়ে আসলো, তখন চকিতে চিন্তা করে শুধু তার দুপায়ের ফাঁক দিয়ে বল ঠেলে দিয়েছি। এটা আসলে সেভাবে চিন্তা করে নয়, পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে বল সোজা জালে আশ্রয় নিলে তখন আনন্দে আত্মহারা হয়ে পড়ি।’
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ আগেই বাদ, ভারতও। তবে চিরপ্রতিদ্বন্দ্বীর বিপক্ষে জয়টা অনেক আনন্দের, মর্যাদারও। কালকের ম্যাচে হামজা-শমিত থেকে শুরু করে সবাই দারুণ পরিশ্রম করেছেন। সেরাটা দেয়ার চেষ্টা করেছেন। এটা কি প্রতিপক্ষ ভারত বলেই? মোরসালিন উত্তর দিলেন এভাবে, ‘হতে পারে, ভারতের বিপক্ষে ম্যাচ হলে তো সবার মধ্যে অন্যরকম উত্তেজনা কাজ করে। আমাদের সবার মধ্যে তাই হয়েছিল। আমরা সবাই পণ করেছিলাম ম্যাচটি জিততে হবে, ভালো খেলতে হবে। সেটাই হয়েছে। বাছাই পর্ব পেরুতে পারিনি, কষ্ট লাগছে। তবে ভারতকে হারিয়েছি। এটাও এক ধরনের প্রশান্তি। সামনে নিশ্চয়ই আরও সুযোগ আসবে।’
মাত্র কয়েক বছরের ক্যারিয়ারে মোরসালিন জাতীয় দলের হয়ে ৭টি গোল করেছেন। তবে ভারতের বিপক্ষে নাটমেগে করা গোলটি এগিয়ে রাখছেন আবাহনীর এই মিডফিল্ডার, ‘আমার কাছে মনে হয় কালকের রাতের গোলটি বিশেষ। সবগুলোই আমার কাছে ভালো। তবে ভারতের বিপক্ষে গোলটি অন্যরকম। এর মাহাত্ম্য অন্য কিছু। ২২ বছর পর জয় এসেছে। এটাই স্মরণীয় কিছু।’
আপাতত মোরসালিনদের ছুটি নেই। ২৪ নভেম্বর লীগে আবাহনী ও মোহামেডান ম্যাচ। সেই ম্যাচের জন্য বুধবারই ক্লাবে যোগ দেয়ার কথা। এখন নতুন উদ্যমে ঝাঁপিয়ে পড়ার সংকল্প।