সেঞ্চুরির লক্ষ্য নিয়ে আজ দ্বিতীয় দিন মাঠে নামবেন মুশফিক। এমনটাই মনে করেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার মোমিনুল হক। তার মতে ইনশাআল্লাহ কাল সেঞ্চুরি হয়ে যাবে। আজ (বুধবার) না হওয়ায় আমরা বা মুশফিক বিচলিত নন।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মোমিনুল বলেন, ‘সেঞ্চুরি না হলেও মুশফিক বিচলিত নন। একসময় মনে হচ্ছিল, আজকে হয়ে যাবে সেঞ্চুরি। কিন্তু তারা বোলিংয়ে দেরি করায় শতক হয়তো হয়নি। আমারও সেঞ্চুরি নিয়ে খুব বেশি চিন্তিত না। কারণ ১শ’ বা ২শ’ করার অভ্যাস তার আছে।’
তিনি আরও বলেন, ‘আমিও জানি, এসব বিষয় (সেঞ্চুরি) নিয়ে মুশফিক বিচলিত হয় না। আল্লাহর রহমতে এসব নিয়ে প্যানিক কম হয় সে। তার আত্মবিশ্বাস আছে। অন্য কেউ থাকলে হয়তো চিন্তার বিষয় ছিল। যেহেতু মুশফিক তাই চিন্তার কিছু নাই। আমার মনে হয় উনিও প্যানিক হয় না, আমরাও কেউ প্যানিক না। কালকে ইনশাআল্লাহ হয়ে যাবে।’
প্রথম ইনিংসে ৩৫০-৪০০ রান করার লক্ষ্য বাংলাদেশের এমনটাই জানান মোমিনুল। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় প্রথম ইনিংসে এখানে যদি ৩৫০ রান করেন এই মাঠে ৪শ’ রানের সমান। ৪০০-৪৫০ রান হলে তো আরও ভালো। আমরা এখন যে অবস্থায় আছি, আমার কাছে মনে হয় ৪৫০ রান হয়ে যাবে।’
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
সেঞ্চুরির লক্ষ্য নিয়ে আজ দ্বিতীয় দিন মাঠে নামবেন মুশফিক। এমনটাই মনে করেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার মোমিনুল হক। তার মতে ইনশাআল্লাহ কাল সেঞ্চুরি হয়ে যাবে। আজ (বুধবার) না হওয়ায় আমরা বা মুশফিক বিচলিত নন।
প্রথম দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে মোমিনুল বলেন, ‘সেঞ্চুরি না হলেও মুশফিক বিচলিত নন। একসময় মনে হচ্ছিল, আজকে হয়ে যাবে সেঞ্চুরি। কিন্তু তারা বোলিংয়ে দেরি করায় শতক হয়তো হয়নি। আমারও সেঞ্চুরি নিয়ে খুব বেশি চিন্তিত না। কারণ ১শ’ বা ২শ’ করার অভ্যাস তার আছে।’
তিনি আরও বলেন, ‘আমিও জানি, এসব বিষয় (সেঞ্চুরি) নিয়ে মুশফিক বিচলিত হয় না। আল্লাহর রহমতে এসব নিয়ে প্যানিক কম হয় সে। তার আত্মবিশ্বাস আছে। অন্য কেউ থাকলে হয়তো চিন্তার বিষয় ছিল। যেহেতু মুশফিক তাই চিন্তার কিছু নাই। আমার মনে হয় উনিও প্যানিক হয় না, আমরাও কেউ প্যানিক না। কালকে ইনশাআল্লাহ হয়ে যাবে।’
প্রথম ইনিংসে ৩৫০-৪০০ রান করার লক্ষ্য বাংলাদেশের এমনটাই জানান মোমিনুল। তিনি বলেন, ‘আমার কাছে মনে হয় প্রথম ইনিংসে এখানে যদি ৩৫০ রান করেন এই মাঠে ৪শ’ রানের সমান। ৪০০-৪৫০ রান হলে তো আরও ভালো। আমরা এখন যে অবস্থায় আছি, আমার কাছে মনে হয় ৪৫০ রান হয়ে যাবে।’