খেলোয়াড়দের স্বাক্ষরিত জার্সি মুশফিককে উপহার দেয়া হয়
কোলে শিশু কন্যা, হাত ধরে আছে পুত্র। মুশফিকুর রহিমের স্ত্রী ও বাবা-মা ছিলেন পাশে। প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামা এই ব্যাটারকে ঘিরে ছিলেন তার প্রথম টেস্ট ও শততম টেস্টের সতীর্থরা। ঘটা করা আয়োজনে মুশফিক জানালেন নিজের প্রতিক্রিয়া।
শেরেবাংলা স্টেডিয়ামে বুধবার,(১৯ নভেম্বর ২০২৫) সকাল সোয়া নয়টায় টসের পর মুশফিকের হাতে ‘১০০’ খোদাই করে লেখা বিশেষ টেস্ট ক্যাপ তুলে দেন হাবিবুল বাশার সুমন। যিনি সেই ২০০৫ সালে লর্ডসেও তার মাথায় পরিয়ে দিয়েছিলেন টেস্ট ক্যাপ।
তখনকার ১৮ পেরুনো বালক চেহারায় মুশফিক এখন ক্যারিয়ারের পড়ন্ত বেলায়। ঐতিহাসিক অর্জনের মুহূর্তে টেস্ট ক্যাপ তুলে দেন সাবেক টেস্ট খেলোয়াড় আকরাম খান। এরপর সতীর্থদের অটোগ্রাফ দেয়া প্রথম টেস্ট ও শততম টেস্ট জার্সি তার হাতে তুলে দেন হাবিবুল বাশার ও নাজমুল হোসেন শান্ত।
ছোট্ট বক্তব্যে সবাইকে ধন্যবাদ দেন মুশফিক, ‘ধন্যবাদ সবাইকে। আমার পরিবারকে ধন্যবাদ। এই চলার পথে যারাই ছিলেন সতীর্থ, কোচ প্রত্যেককে ধন্যবাদ। আমি বাংলাদেশের ক্রিকেটের আগামীর জন্য শুভকামনা জানাই। আয়ারল্যান্ড দলকেও ধন্যবাদ তারা এখানে উপস্থিত হয়েছে বলে।’
বর্তমান টেস্ট অধিনায়ক তার প্রক্রিয়ায় বলেন, ‘অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের জন্য দুর্দান্ত অর্জন। আপনার সঙ্গে সবসময় খেলা উপভোগ করি। আমি আপনাকে অনুসরণ করি, অনুপ্রাণিত হই এমনকি ছোটবেলা থেকে। সবাই আপনার পরিশ্রম নিয়ে বলে, আমি বলবো আপনি সবসময় দলের জন্য খেলেন, দলের জন্য নিজেকে নিংড়ে দেন। আপনি ব্যক্তিগত মাইলস্টোন নয়, দলের জন্য খেলেন। এটাই তরুণদের অনুপ্রাণিত করে।’
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
খেলোয়াড়দের স্বাক্ষরিত জার্সি মুশফিককে উপহার দেয়া হয়
বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
কোলে শিশু কন্যা, হাত ধরে আছে পুত্র। মুশফিকুর রহিমের স্ত্রী ও বাবা-মা ছিলেন পাশে। প্রথম বাংলাদেশি হিসেবে শততম টেস্ট খেলতে নামা এই ব্যাটারকে ঘিরে ছিলেন তার প্রথম টেস্ট ও শততম টেস্টের সতীর্থরা। ঘটা করা আয়োজনে মুশফিক জানালেন নিজের প্রতিক্রিয়া।
শেরেবাংলা স্টেডিয়ামে বুধবার,(১৯ নভেম্বর ২০২৫) সকাল সোয়া নয়টায় টসের পর মুশফিকের হাতে ‘১০০’ খোদাই করে লেখা বিশেষ টেস্ট ক্যাপ তুলে দেন হাবিবুল বাশার সুমন। যিনি সেই ২০০৫ সালে লর্ডসেও তার মাথায় পরিয়ে দিয়েছিলেন টেস্ট ক্যাপ।
তখনকার ১৮ পেরুনো বালক চেহারায় মুশফিক এখন ক্যারিয়ারের পড়ন্ত বেলায়। ঐতিহাসিক অর্জনের মুহূর্তে টেস্ট ক্যাপ তুলে দেন সাবেক টেস্ট খেলোয়াড় আকরাম খান। এরপর সতীর্থদের অটোগ্রাফ দেয়া প্রথম টেস্ট ও শততম টেস্ট জার্সি তার হাতে তুলে দেন হাবিবুল বাশার ও নাজমুল হোসেন শান্ত।
ছোট্ট বক্তব্যে সবাইকে ধন্যবাদ দেন মুশফিক, ‘ধন্যবাদ সবাইকে। আমার পরিবারকে ধন্যবাদ। এই চলার পথে যারাই ছিলেন সতীর্থ, কোচ প্রত্যেককে ধন্যবাদ। আমি বাংলাদেশের ক্রিকেটের আগামীর জন্য শুভকামনা জানাই। আয়ারল্যান্ড দলকেও ধন্যবাদ তারা এখানে উপস্থিত হয়েছে বলে।’
বর্তমান টেস্ট অধিনায়ক তার প্রক্রিয়ায় বলেন, ‘অভিনন্দন। আপনার ও আপনার পরিবারের জন্য দুর্দান্ত অর্জন। আপনার সঙ্গে সবসময় খেলা উপভোগ করি। আমি আপনাকে অনুসরণ করি, অনুপ্রাণিত হই এমনকি ছোটবেলা থেকে। সবাই আপনার পরিশ্রম নিয়ে বলে, আমি বলবো আপনি সবসময় দলের জন্য খেলেন, দলের জন্য নিজেকে নিংড়ে দেন। আপনি ব্যক্তিগত মাইলস্টোন নয়, দলের জন্য খেলেন। এটাই তরুণদের অনুপ্রাণিত করে।’