বাংলাদেশের উল্লাস
এশিয়ান কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দল হেরেছে ৬ রানে। ১৬০ রানের লক্ষ্যে আকবর আলির দল করতে পারে ১৫৩।
এখানে হারলেও প্রথম দুই ম্যাচের দাপুটে জয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়েছে বাংলাদেশ। আজ প্রথম সেমিফাইনালে তারা খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপ ভারত ‘এ’ দলের বিপক্ষে।
বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান প্রত্যেকের সমান ৪ পয়েন্ট, নেট রানরেটে পিছিয়ে থেকে বিদায় নিয়েছে আফগানরা। গতকাল বুধবার গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে হংকং ও আফগানিস্তানকে ৮ উইকেটের একই ব্যবধানে হারায় বাংলাদেশ। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে তারা।
দোহায় টস জিতে প্রথমে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ৫১ রানে ৪ উইকেট পতনের পর সাহান আরাচ্চিগের হাফ-সেঞ্চুরির ইনিংসে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান তুলে । আরাচ্চিগে ৫ চার ও ৩ ছক্কায় ৪৯ বলে ৬৯ রান করেন।
রিপন মন্ডল ও আবু হায়দার ২টি করে উইটে নেন।
জবাবে ৩ উইকেটে ১শ’ রান স্পর্শ করে বাংলাদেশ। শেষ ৪ ওভারে ৫ উইকেট হাতে নিয়ে জয়ের জন্য ৪০ রান প্রয়োজন ছিল। শেষ ২৪ বল থেকে ৩৩ রান তুলে ম্যাচ হারে বাংলাদেশ। ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান করে তারা। ওপেনার হাবিবুর রহমান সোহান ১৪ বলে ২৭, জাওয়াদ আবরার ২৩ বলে ২৬ ও অধিনায়ক আকবর আলি ২৬ বলে ২৫ রান করেন। দুনিথ ওয়েলালাগে ১৯ রানে ৩ উইকেট নেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বাংলাদেশের উল্লাস
বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
এশিয়ান কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দল হেরেছে ৬ রানে। ১৬০ রানের লক্ষ্যে আকবর আলির দল করতে পারে ১৫৩।
এখানে হারলেও প্রথম দুই ম্যাচের দাপুটে জয়ে ‘এ’ গ্রুপের সেরা হয়েছে বাংলাদেশ। আজ প্রথম সেমিফাইনালে তারা খেলবে ‘বি’ গ্রুপের রানার্সআপ ভারত ‘এ’ দলের বিপক্ষে।
বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান প্রত্যেকের সমান ৪ পয়েন্ট, নেট রানরেটে পিছিয়ে থেকে বিদায় নিয়েছে আফগানরা। গতকাল বুধবার গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৬ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। এই জয়ে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম দুই ম্যাচে হংকং ও আফগানিস্তানকে ৮ উইকেটের একই ব্যবধানে হারায় বাংলাদেশ। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সেমিফাইনাল নিশ্চিত করে তারা।
দোহায় টস জিতে প্রথমে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ৫১ রানে ৪ উইকেট পতনের পর সাহান আরাচ্চিগের হাফ-সেঞ্চুরির ইনিংসে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৯ রান তুলে । আরাচ্চিগে ৫ চার ও ৩ ছক্কায় ৪৯ বলে ৬৯ রান করেন।
রিপন মন্ডল ও আবু হায়দার ২টি করে উইটে নেন।
জবাবে ৩ উইকেটে ১শ’ রান স্পর্শ করে বাংলাদেশ। শেষ ৪ ওভারে ৫ উইকেট হাতে নিয়ে জয়ের জন্য ৪০ রান প্রয়োজন ছিল। শেষ ২৪ বল থেকে ৩৩ রান তুলে ম্যাচ হারে বাংলাদেশ। ২০ ওভারে ৬ উইকেটে ১৫৩ রান করে তারা। ওপেনার হাবিবুর রহমান সোহান ১৪ বলে ২৭, জাওয়াদ আবরার ২৩ বলে ২৬ ও অধিনায়ক আকবর আলি ২৬ বলে ২৫ রান করেন। দুনিথ ওয়েলালাগে ১৯ রানে ৩ উইকেট নেন।