জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে ফাইনাল শনিবার। ঢাকার কমলাপুর স্টেডিয়ামে শিরোপার জন্য লড়বে সিরাজগঞ্জ ও দিনাজপুর। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় উঠেছে দল দুটি। ম্যাচটি শুরু হবে বেলা ২টা ৪৫ মিনিটে।
ফাইনাল উপলক্ষে শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) অনুষ্ঠিত ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে দিনাজপুরের কোচ শামিম আহমেদ বলেন, ‘আমার লক্ষ্য ছিল শুধু সদর না, গ্রাম থেকেও খেলোয়াড় বাছাই করা এবং তাদের নিয়ে দল গঠন করা। আমরা সেই দল নিয়ে ফাইনালে উঠেছি। অবশ্যই সিরাজগঞ্জ আমাদের সামনে শক্ত প্রতিপক্ষ। তবে আমরা শিরোপা জিততে আশাবাদী।’ এবার জাতীয় চ্যাম্পিয়নশিপের শেষ আট পর্যন্ত খেলাগুলো হয়েছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। এতে সুফল দেখছেন দিনাজপুর কোচ, ‘এটি খুব ভাল দিক ছিল। স্বাগতিক হলে সুবিধা পাওয়া যায়। আবার অ্যাওয়ে গেলে চাপে পড়ে যাই। সেটা ওভারকাম করতে কি করতে হয় তা আমরা শিখেছি। যাইহোক হোম অ্যাওয়ে ভিত্তিতে খেলা হলে ভাল হয়।’ দিনাজপুরের অধিনায়ক মাসুদ রানা বলেন, ‘আলহামদুলিল্লাহ অনেক ভাল আয়োজন ছিল। বিশেষ করে হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেলায় আমরা অনেক কিছু শিখেছি।’ অন্যদিকে এতদূর এসে শিরোপা ছাড়া ঘরে ফিরতে চায় না সিরাজগঞ্জ। দলের কোচ মাহবুব আলম পিয়ালের কথা, ‘৩৯ বছর পর এই প্রথম আমাদের জেলা ফাইনালে উঠেছে। আপনারা জানেন যমুনাঘেষা জেলা আমরা। অনেক কাঠখোড় পুড়িয়ে এসেছি। এখান থেকে শিরোপা হাতে ফিরতে চাই।’ সিরাজগঞ্জ দলের অধিকাংশই তরুন। যারা আছে তাঁরা ৯০ মিনিট খেলতে পারবে এবং লড়াই করতে পারবে বিশ্বাস মাহবুব আলমের। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে ফাইনাল শনিবার। ঢাকার কমলাপুর স্টেডিয়ামে শিরোপার জন্য লড়বে সিরাজগঞ্জ ও দিনাজপুর। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় উঠেছে দল দুটি। ম্যাচটি শুরু হবে বেলা ২টা ৪৫ মিনিটে।
ফাইনাল উপলক্ষে শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) অনুষ্ঠিত ম্যাচ পূর্ববর্তী এক সংবাদ সম্মেলনে দিনাজপুরের কোচ শামিম আহমেদ বলেন, ‘আমার লক্ষ্য ছিল শুধু সদর না, গ্রাম থেকেও খেলোয়াড় বাছাই করা এবং তাদের নিয়ে দল গঠন করা। আমরা সেই দল নিয়ে ফাইনালে উঠেছি। অবশ্যই সিরাজগঞ্জ আমাদের সামনে শক্ত প্রতিপক্ষ। তবে আমরা শিরোপা জিততে আশাবাদী।’ এবার জাতীয় চ্যাম্পিয়নশিপের শেষ আট পর্যন্ত খেলাগুলো হয়েছে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে। এতে সুফল দেখছেন দিনাজপুর কোচ, ‘এটি খুব ভাল দিক ছিল। স্বাগতিক হলে সুবিধা পাওয়া যায়। আবার অ্যাওয়ে গেলে চাপে পড়ে যাই। সেটা ওভারকাম করতে কি করতে হয় তা আমরা শিখেছি। যাইহোক হোম অ্যাওয়ে ভিত্তিতে খেলা হলে ভাল হয়।’ দিনাজপুরের অধিনায়ক মাসুদ রানা বলেন, ‘আলহামদুলিল্লাহ অনেক ভাল আয়োজন ছিল। বিশেষ করে হোম-অ্যাওয়ে ভিত্তিতে খেলায় আমরা অনেক কিছু শিখেছি।’ অন্যদিকে এতদূর এসে শিরোপা ছাড়া ঘরে ফিরতে চায় না সিরাজগঞ্জ। দলের কোচ মাহবুব আলম পিয়ালের কথা, ‘৩৯ বছর পর এই প্রথম আমাদের জেলা ফাইনালে উঠেছে। আপনারা জানেন যমুনাঘেষা জেলা আমরা। অনেক কাঠখোড় পুড়িয়ে এসেছি। এখান থেকে শিরোপা হাতে ফিরতে চাই।’ সিরাজগঞ্জ দলের অধিকাংশই তরুন। যারা আছে তাঁরা ৯০ মিনিট খেলতে পারবে এবং লড়াই করতে পারবে বিশ্বাস মাহবুব আলমের। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।