বিপিএলের আসন্ন আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। এবার কাছাকাছি সময়ে হতে যাওয়া আইএল টি-টোয়েন্টিতেও দল পেলেন তিনি। কাটার মাস্টার খ্যাত তারকাকে টেনেছে দুবাই ক্যাপিটালস।
শনিবার,(২২ নভেম্বর ২০২৫) সামাজিক যোগাযোগমাধ্যমে মোস্তাফিজকে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে আইএল টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নরা। সাড়ে তিন মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো তাকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। গত আগস্টেও একবার মোস্তাফিজকে দলে নিয়েছিল দুবাই। কিন্তু কিছুদিনের মধ্যেই তাকে ছেড়ে দেয়ার ঘোষণা আসে। মোস্তাফিজ দেশের বাইরে নিয়মিত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রতিযোগিতায় খেলে থাকেন। এর আগে ভারতের আইপিএল, শ্রীলঙ্কার এলপিএল, পাকিস্তানের পিএসএল ও ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে অংশ নেয়ার অভিজ্ঞতা আছে তার। এবার প্রথমবারের মতো তিনি খেলতে যাচ্ছেন আইএল টি-টোয়েন্টিতে। সেজন্য তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র পেতে হবে। আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) আয়োজনে আগামী ২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে আইএল টি-টোয়েন্টি। অন্যদিকে সূচি চূড়ান্ত না হলেও বিপিএল মাঠে গড়ানোর কথা আগামী ১৯ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত। সে ক্ষেত্রে মোস্তাফিজ অনাপত্তিপত্র পাবেন কিনা বা পেলেও কতদিনের জন্য তা নিয়ে প্রশ্ন থাকছে। আইএল টি-টোয়েন্টির এবারের আসরে খেলবেন মোস্তাফিজসহ বাংলাদেশের তিন ক্রিকেটার। বাকি দুজন দল পেয়েছেন গত ১ অক্টোবর অনুষ্ঠিত খেলোয়াড় নিলাম থেকে। ৮০ হাজার ডলারে ডানহাতি পেসার তাসকিন আহমেদকে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্জ। বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৪০ হাজার ডলারে নিয়েছে এমআই এমিরেটস। বাংলাদেশ জাতীয় দল ও ঘরোয়া পর্যায় মিলিয়ে এখন পর্যন্ত ৩০১টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন মোস্তাফিজ। ২১.৪২ গড় ও ৭.৪৩ ইকোনমিতে তার শিকার ৩৭৮ উইকেট। তিনি ছয়বার ৪ উইকেট ও চারবার ৫ উইকেট শিকার করেছেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শনিবার, ২২ নভেম্বর ২০২৫
বিপিএলের আসন্ন আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান। এবার কাছাকাছি সময়ে হতে যাওয়া আইএল টি-টোয়েন্টিতেও দল পেলেন তিনি। কাটার মাস্টার খ্যাত তারকাকে টেনেছে দুবাই ক্যাপিটালস।
শনিবার,(২২ নভেম্বর ২০২৫) সামাজিক যোগাযোগমাধ্যমে মোস্তাফিজকে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছে আইএল টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়নরা। সাড়ে তিন মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো তাকে দলে টেনেছে ফ্র্যাঞ্চাইজিটি। গত আগস্টেও একবার মোস্তাফিজকে দলে নিয়েছিল দুবাই। কিন্তু কিছুদিনের মধ্যেই তাকে ছেড়ে দেয়ার ঘোষণা আসে। মোস্তাফিজ দেশের বাইরে নিয়মিত বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রতিযোগিতায় খেলে থাকেন। এর আগে ভারতের আইপিএল, শ্রীলঙ্কার এলপিএল, পাকিস্তানের পিএসএল ও ইংল্যান্ডের ভাইটালিটি ব্লাস্টে অংশ নেয়ার অভিজ্ঞতা আছে তার। এবার প্রথমবারের মতো তিনি খেলতে যাচ্ছেন আইএল টি-টোয়েন্টিতে। সেজন্য তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে অনাপত্তিপত্র পেতে হবে। আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) আয়োজনে আগামী ২ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত চলবে আইএল টি-টোয়েন্টি। অন্যদিকে সূচি চূড়ান্ত না হলেও বিপিএল মাঠে গড়ানোর কথা আগামী ১৯ ডিসেম্বর থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত। সে ক্ষেত্রে মোস্তাফিজ অনাপত্তিপত্র পাবেন কিনা বা পেলেও কতদিনের জন্য তা নিয়ে প্রশ্ন থাকছে। আইএল টি-টোয়েন্টির এবারের আসরে খেলবেন মোস্তাফিজসহ বাংলাদেশের তিন ক্রিকেটার। বাকি দুজন দল পেয়েছেন গত ১ অক্টোবর অনুষ্ঠিত খেলোয়াড় নিলাম থেকে। ৮০ হাজার ডলারে ডানহাতি পেসার তাসকিন আহমেদকে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্জ। বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসানকে ৪০ হাজার ডলারে নিয়েছে এমআই এমিরেটস। বাংলাদেশ জাতীয় দল ও ঘরোয়া পর্যায় মিলিয়ে এখন পর্যন্ত ৩০১টি স্বীকৃত টি-টোয়েন্টি খেলেছেন মোস্তাফিজ। ২১.৪২ গড় ও ৭.৪৩ ইকোনমিতে তার শিকার ৩৭৮ উইকেট। তিনি ছয়বার ৪ উইকেট ও চারবার ৫ উইকেট শিকার করেছেন।