ব্রুনাইয়ের বিপক্ষে জয়ের পর বাংলাদেশ যুবাদের উদযাপন
পূর্ব তিমুরের পর ব্রুনাই দারুসসালামের জালেও গোল উৎসব করেছে বাংলাদেশ। চীনের চংকিনে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপ বাছাই টুর্নামেন্টে লাল-সবুজের কিশোররা ৮-০ গোলে হারিয়েছে ব্রুনাইকে। রেদওয়ান ও রিফাত দুটি করে এবং ফয়সাল, অপু, আরিফ ও বায়েজিদ একটি করে গোল করেন। প্রথম ম্যাচে তারা পূর্ব তিমুরকে হারিয়েছিল ৫-০ গোলে।
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। ১৩ মিনিটে বাঁদিক থেকে ফয়সালের নিখুঁত পাসে অপু বল পায়ে নিয়ে দারুণভাবে জালে জড়ান (১-০)। মিনিট দশেক পর রিফাত দুই ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। রেদওয়ানের দারুণ পাসে ফয়সাল তৃতীয় গোলটি করেন (৩-০)। মিনিট খানেক পর মানিক দূরপাল্লা শটে গোল করে বাংলাদেশের স্কোর ৪-০ করেন।
দ্বিতীয়ার্ধের চার মিনিটে রেদওয়ানের ক্রস থেকে অপু নিজের দ্বিতীয় গোলটি করেন (৫-০)। ৭৩ মিনিটে ফয়সালের নেয়া লং শট গোলকিপার প্রথমে ঠেকালেও ফিরতি বলে রিফাত গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন (৬-০)। মিনিট দুয়েক পর ব্রুনাইয়ের বক্সে তৈরি হওয়া জটলার সুযোগ নিয়ে আরিফ বল দখলে নিয়ে ঠান্ডা মাথায় নিজের প্রথম গোলটি করেন (৭-০)। ৭৯ মিনিটে বায়েজিদের দারুণ গোলে বাংলাদেশ ৮-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। বাংলাদেশ অ-১৭ দলের প্রধান কোচ গোলাম রব্বানী বলেন, ‘আমাদের ছেলেরা শুরুতে আক্রমণাত্মক ও পজিটিভ ফুটবল খেলেছে। এতে গোলের সুযোগ আসে এবং কাজে লাগাতে পেরেছে বলে বড় জয় পেয়েছি আমরা। আগামী ম্যাচেও আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’
বাছাইপর্বে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আরও আছে চীন, বাহরাইন ও শ্রীলঙ্কা । আগামীকাল তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আগামী ২৮ নভেম্বর বাহরাইন ও ৩০ নভেম্বর গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক চীনের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
সাত গ্রুপের চ্যাম্পিয়নরা সৌদি আরবে অনুষ্ঠেয় ১৬ দলের এএফসি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকেট পাবে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ব্রুনাইয়ের বিপক্ষে জয়ের পর বাংলাদেশ যুবাদের উদযাপন
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
পূর্ব তিমুরের পর ব্রুনাই দারুসসালামের জালেও গোল উৎসব করেছে বাংলাদেশ। চীনের চংকিনে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপ বাছাই টুর্নামেন্টে লাল-সবুজের কিশোররা ৮-০ গোলে হারিয়েছে ব্রুনাইকে। রেদওয়ান ও রিফাত দুটি করে এবং ফয়সাল, অপু, আরিফ ও বায়েজিদ একটি করে গোল করেন। প্রথম ম্যাচে তারা পূর্ব তিমুরকে হারিয়েছিল ৫-০ গোলে।
সোমবার, ২৪ নভেম্বর ২০২৫ ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় বাংলাদেশ। ১৩ মিনিটে বাঁদিক থেকে ফয়সালের নিখুঁত পাসে অপু বল পায়ে নিয়ে দারুণভাবে জালে জড়ান (১-০)। মিনিট দশেক পর রিফাত দুই ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন (২-০)। রেদওয়ানের দারুণ পাসে ফয়সাল তৃতীয় গোলটি করেন (৩-০)। মিনিট খানেক পর মানিক দূরপাল্লা শটে গোল করে বাংলাদেশের স্কোর ৪-০ করেন।
দ্বিতীয়ার্ধের চার মিনিটে রেদওয়ানের ক্রস থেকে অপু নিজের দ্বিতীয় গোলটি করেন (৫-০)। ৭৩ মিনিটে ফয়সালের নেয়া লং শট গোলকিপার প্রথমে ঠেকালেও ফিরতি বলে রিফাত গোল করে নিজের জোড়া গোল পূর্ণ করেন (৬-০)। মিনিট দুয়েক পর ব্রুনাইয়ের বক্সে তৈরি হওয়া জটলার সুযোগ নিয়ে আরিফ বল দখলে নিয়ে ঠান্ডা মাথায় নিজের প্রথম গোলটি করেন (৭-০)। ৭৯ মিনিটে বায়েজিদের দারুণ গোলে বাংলাদেশ ৮-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে। বাংলাদেশ অ-১৭ দলের প্রধান কোচ গোলাম রব্বানী বলেন, ‘আমাদের ছেলেরা শুরুতে আক্রমণাত্মক ও পজিটিভ ফুটবল খেলেছে। এতে গোলের সুযোগ আসে এবং কাজে লাগাতে পেরেছে বলে বড় জয় পেয়েছি আমরা। আগামী ম্যাচেও আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’
বাছাইপর্বে ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গে আরও আছে চীন, বাহরাইন ও শ্রীলঙ্কা । আগামীকাল তৃতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। আগামী ২৮ নভেম্বর বাহরাইন ও ৩০ নভেম্বর গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক চীনের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
সাত গ্রুপের চ্যাম্পিয়নরা সৌদি আরবে অনুষ্ঠেয় ১৬ দলের এএফসি অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের চূড়ান্ত পর্বের টিকেট পাবে।