নিজেদের মাঠে টেস্ট ফরম্যাটে সময়টা ভালো যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দলের। সর্বশেষ তিন সিরিজের দু’টিতেই হোয়াইটওয়াশ টিম ইন্ডিয়া।
গত বছরের অক্টোবরে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজে এবং বৃহস্পতিবার, (২৭ নভেম্বর ২০২৫) বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় ভারত।
হঠাৎ করে ভারতের এমন বাজে পারফরমেন্সে হতাশ দেশটির কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। ভারত টেস্ট দলের বাজে পারফরমেন্সের ‘পোস্টমর্টেম’ করা দরকার বলে মনে করেন তিনি।
ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘টেস্ট পর্যায়ে ভারতের কোন জায়গায় ঘাটতি হয়েছে, সেটির পোস্টমর্টেম করতে হবে।’
ভারতের সাবেক কোচ ও সাবেক ক্রিকেটারদের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়ে গাভাস্কার বলেন, ‘প্রয়োজনে দলের বাইরে থেকে পরামর্শ নিন। ভারতের সর্বশেষ দুই কোচ রবি শাস্ত্রী ও রাহুল দ্রাবিড়ের পাশাপাশি অতীতে দায়িত্ব পালন করা অনিল কুম্বলের পরামর্শ নিন। সেই সঙ্গে সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী ও শচীন টেন্ডুলকারকে নিয়ে বসুন এবং পরের পাঁচ বছরের রোডম্যাপ ঠিক করুন।’
কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর গৌতম গম্ভীরের অধীনে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয় ভারত। তাই ভারতের ব্যর্থতার পেছনে গম্ভীরের সমালোচনায় মেতে উঠেছেন সাবেক ক্রিকেটাররা।
কিন্তু গাভাস্কার মনে করেন, মাঠে খেলোয়াড়দের আরও বেশি দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, ‘দল তৈরি করে দিতে পারে কোচ। কিন্তু মাঠে খেলতে হবে খেলোয়াড়দের।’
গম্ভীরের অধীনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ জয়ের সুখস্মৃতি মনে করিয়ে দেন গাভাস্কার। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ জয়ের কৃতিত্ব যদি কোচকে না দেয়া হয় তাহলে কেন ব্যর্থতার দায় তার ওপর দেয়া হবে।’
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
নিজেদের মাঠে টেস্ট ফরম্যাটে সময়টা ভালো যাচ্ছে না ভারতীয় ক্রিকেট দলের। সর্বশেষ তিন সিরিজের দু’টিতেই হোয়াইটওয়াশ টিম ইন্ডিয়া।
গত বছরের অক্টোবরে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজে এবং বৃহস্পতিবার, (২৭ নভেম্বর ২০২৫) বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় ভারত।
হঠাৎ করে ভারতের এমন বাজে পারফরমেন্সে হতাশ দেশটির কিংবদন্তি ব্যাটার সুনীল গাভাস্কার। ভারত টেস্ট দলের বাজে পারফরমেন্সের ‘পোস্টমর্টেম’ করা দরকার বলে মনে করেন তিনি।
ইন্ডিয়া টুডেকে দেয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার বলেন, ‘টেস্ট পর্যায়ে ভারতের কোন জায়গায় ঘাটতি হয়েছে, সেটির পোস্টমর্টেম করতে হবে।’
ভারতের সাবেক কোচ ও সাবেক ক্রিকেটারদের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়ে গাভাস্কার বলেন, ‘প্রয়োজনে দলের বাইরে থেকে পরামর্শ নিন। ভারতের সর্বশেষ দুই কোচ রবি শাস্ত্রী ও রাহুল দ্রাবিড়ের পাশাপাশি অতীতে দায়িত্ব পালন করা অনিল কুম্বলের পরামর্শ নিন। সেই সঙ্গে সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলী ও শচীন টেন্ডুলকারকে নিয়ে বসুন এবং পরের পাঁচ বছরের রোডম্যাপ ঠিক করুন।’
কোচ হিসেবে দায়িত্ব নেয়ার পর গৌতম গম্ভীরের অধীনে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কাছে হোয়াইটওয়াশ হয় ভারত। তাই ভারতের ব্যর্থতার পেছনে গম্ভীরের সমালোচনায় মেতে উঠেছেন সাবেক ক্রিকেটাররা।
কিন্তু গাভাস্কার মনে করেন, মাঠে খেলোয়াড়দের আরও বেশি দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, ‘দল তৈরি করে দিতে পারে কোচ। কিন্তু মাঠে খেলতে হবে খেলোয়াড়দের।’
গম্ভীরের অধীনে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ জয়ের সুখস্মৃতি মনে করিয়ে দেন গাভাস্কার। তিনি বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ও এশিয়া কাপ জয়ের কৃতিত্ব যদি কোচকে না দেয়া হয় তাহলে কেন ব্যর্থতার দায় তার ওপর দেয়া হবে।’