চ্যাম্পিয়ন্স লীগ
ভিনিসিউসের সঙ্গে এমবাপ্পের গোল উদযাপন
চ্যাম্পিয়ন্স লীগে এমবাপ্পের চার গোলের সুবাদে অলিম্পিয়াকোসকে ৪-৩ হারিয়ে দিল রেয়াল মাদ্রিদ। ভিটিনহার হ্যাটট্রিকে টটেনহ্যামকে ৫-৩ গোলে হারিয়েছে পিএসজি। হেরে আরও সমস্যায় লিভারপুল।
এমবাপ্পে চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের নজিরও। ফরাসি ফুটবলারের দাপটে অলিম্পিয়াকোসকে ৪-৩ হারিয়েছে রেয়াল মাদ্রিদ। অন্য দিকে ভিটিনহার হ্যাটট্রিকে টটেনহ্যামকে ৫-৩ গোলে হারিয়েছে পিএসজি। তবে গতকাল বুধবার রাতে হেরে আরও সমস্যায় পড়েছে লিভারপুল।
সাত মিনিটেরও কম সময়ে হ্যাটট্রিক করেন এমবাপ্পে। চিকিনহোর গোলে এগিয়ে গিয়েছিল অলিম্পিয়াকোস। এমবাপ্পে তিনটি গোল করে ২২, ২৪ এবং ২৯ মিনিটে। দ্বিতীয়ার্ধে অলিম্পিয়াকোসের মেহদি তারেমি এক গোল শোধ করার পর এমবাপ্পে চতুর্থ গোল করেন ৬০ মিনিটে। পরে আইয়ুব এল কাবি আর একটি গোল শোধ করলেও সমতা ফেরাতে পারেনি গ্রিসের ক্লাব।
গতকাল বুধবার রাতে ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ‘গোল করতে পারলে সব সময়ে ভাল লাগে, খুশি হই। সতীর্থেরা ভালো বল বাড়িয়েছে। এত ভালো দলে খেলতে পেরে গর্বিত।’ চ্যাম্পিয়ন্স লীগে এই নিয়ে পাঁচটি হ্যাটট্রিক হলো এমবাপ্পের। চলতি মৌসুমে দ্বিতীয়। সবচেয়ে বেশি, আটটি করে হ্যাটট্রিক রয়েছে লিওনেল মেসি এবং ক্রিস্তিয়ানো রোনালদোর। রবার্ট লেয়নডস্কির ছ’টি।
চ্যাম্পিয়ন্স লীগে দ্রুততম হ্যাটট্রিকের নজির রয়েছে মোহাম্মদ সালাহর। লিভারপুলের হয়ে ৬ মিনিট ১২ সেকেন্ডের মধ্যে হ্যাটট্রিক করেছিলেন তিনি।
ভিটিনহার হ্যাটট্রিক
পিছিয়েও পড়েও জিতেছে পিএসজি। তাতে অবদান রেখেছেন ভিটিনহা। প্রথম গোলটি ডান পায়ে, পরেরটি বাঁ পায়ে এবং তৃতীয়টি করেছেন পেনাল্টি থেকে। বাকি দুই গোল ফ্যাবিয়ান রুইজ এবং উইলিয়ান পাচোর। ৩৫ মিনিটে রিচার্লিসন এগিয়ে দিয়েছিলেন টটেনহ্যামকে। ভিটিনহা প্রথমার্ধে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে আবার এগিয়ে যায় টটেনহ্যাম। আবার সমতা ফেরান ভিটিনহা। এরপর রুইজ পিএসজি-কে এগিয়ে দিলেও সমতা ফেরায় টটেনহ্যাম। ভিটিনহার তৃতীয় এবং পাচোর গোলে জেতে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি।
হেরেই চলেছে লিভারপুল
ইপিএলে নটিংহ্যাম ফরেস্টের কাছে ০-৩ গোলে হেরেছে কিছুদিন আগে। এবার চ্যাম্পিয়ন্স লীগে অপেক্ষাকৃত দুর্বল পিএসভি আইন্দোভোনের কাছে নিজেদের মাঠে হেরে গেছে লিভারপুল ১-৪ গোলে। শেষ ১২টি ম্যাচের ৯টিতেই হেরেছে তারা। শেষবার এমন হয়েছিল ১৯৫৩-৫৪ মৌসুমে।
প্রশ্ন উঠছে, এত খরচ করে দল গড়ার পরেও এত খারাপ ফলাফলের পর চাকরি কি থাকবে কোচ আর্নে স্লটের? হারের পর লিভারপুল কোচ বলেন, ‘খুব অপ্রত্যাশিত ফলাফল, আমি বিস্মিত। তবে ফলাফল খারাপ হলে কোচকে নিয়ে অনেকে অনেক কিছুই বলে। আমি এটা নিয়ে বিশেষ ভাবতে চাই না।’ ইভান পেরিসিচের গোলে পিএসভি এগোনোর পর সমতা ফেরান ডোমিনিক সোবোজলাই। পিএসভি-র বাকি তিনটি গোল গাস টিল, কুহাইব ড্রিউয়েচের।
নবীন, প্রবীণের নজির
আবার গোল করলো ভিক্টর দাদাসেন। আগের ম্যাচেই ডর্টমুন্ডের বিপক্ষে গোল করে নজির গড়েছিল সে। চ্যাম্পিয়ন্স লীগের তৃতীয় কনিষ্ঠ গোলদাতা হয়েছিল। গতকাল বুধবার রাতে কাইরাতের বিপক্ষে গোল করেন তিনি। জিতেছে দল কোপেনহেগেনও। একই দিনে নজর কাড়লেন এক প্রবীণ। ব্রাজিলের ফুটবলার ডেভিড লুইজ দেশ ছেড়ে আবার ফিরেছেন ইউরোপের ফুটবলে। তিনি আট বছর পর চ্যাম্পিয়ন্স লীগে গোল করলেন। ৩৮ বছরের লুইজের গোলে মোনাকোর সঙ্গে ২-২ ড্র করেছে পাফোস।
রেকর্ড ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন মাদ্রিদ এই জয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠেছে। এখনও ম্যানচেস্টার সিটি, মোনাকো ও বেনফিকার বিপক্ষে ম্যাচ বাকি তাদের।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
চ্যাম্পিয়ন্স লীগ
ভিনিসিউসের সঙ্গে এমবাপ্পের গোল উদযাপন
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
চ্যাম্পিয়ন্স লীগে এমবাপ্পের চার গোলের সুবাদে অলিম্পিয়াকোসকে ৪-৩ হারিয়ে দিল রেয়াল মাদ্রিদ। ভিটিনহার হ্যাটট্রিকে টটেনহ্যামকে ৫-৩ গোলে হারিয়েছে পিএসজি। হেরে আরও সমস্যায় লিভারপুল।
এমবাপ্পে চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিকের নজিরও। ফরাসি ফুটবলারের দাপটে অলিম্পিয়াকোসকে ৪-৩ হারিয়েছে রেয়াল মাদ্রিদ। অন্য দিকে ভিটিনহার হ্যাটট্রিকে টটেনহ্যামকে ৫-৩ গোলে হারিয়েছে পিএসজি। তবে গতকাল বুধবার রাতে হেরে আরও সমস্যায় পড়েছে লিভারপুল।
সাত মিনিটেরও কম সময়ে হ্যাটট্রিক করেন এমবাপ্পে। চিকিনহোর গোলে এগিয়ে গিয়েছিল অলিম্পিয়াকোস। এমবাপ্পে তিনটি গোল করে ২২, ২৪ এবং ২৯ মিনিটে। দ্বিতীয়ার্ধে অলিম্পিয়াকোসের মেহদি তারেমি এক গোল শোধ করার পর এমবাপ্পে চতুর্থ গোল করেন ৬০ মিনিটে। পরে আইয়ুব এল কাবি আর একটি গোল শোধ করলেও সমতা ফেরাতে পারেনি গ্রিসের ক্লাব।
গতকাল বুধবার রাতে ম্যাচ শেষে এমবাপ্পে বলেন, ‘গোল করতে পারলে সব সময়ে ভাল লাগে, খুশি হই। সতীর্থেরা ভালো বল বাড়িয়েছে। এত ভালো দলে খেলতে পেরে গর্বিত।’ চ্যাম্পিয়ন্স লীগে এই নিয়ে পাঁচটি হ্যাটট্রিক হলো এমবাপ্পের। চলতি মৌসুমে দ্বিতীয়। সবচেয়ে বেশি, আটটি করে হ্যাটট্রিক রয়েছে লিওনেল মেসি এবং ক্রিস্তিয়ানো রোনালদোর। রবার্ট লেয়নডস্কির ছ’টি।
চ্যাম্পিয়ন্স লীগে দ্রুততম হ্যাটট্রিকের নজির রয়েছে মোহাম্মদ সালাহর। লিভারপুলের হয়ে ৬ মিনিট ১২ সেকেন্ডের মধ্যে হ্যাটট্রিক করেছিলেন তিনি।
ভিটিনহার হ্যাটট্রিক
পিছিয়েও পড়েও জিতেছে পিএসজি। তাতে অবদান রেখেছেন ভিটিনহা। প্রথম গোলটি ডান পায়ে, পরেরটি বাঁ পায়ে এবং তৃতীয়টি করেছেন পেনাল্টি থেকে। বাকি দুই গোল ফ্যাবিয়ান রুইজ এবং উইলিয়ান পাচোর। ৩৫ মিনিটে রিচার্লিসন এগিয়ে দিয়েছিলেন টটেনহ্যামকে। ভিটিনহা প্রথমার্ধে সমতা ফেরান। দ্বিতীয়ার্ধে আবার এগিয়ে যায় টটেনহ্যাম। আবার সমতা ফেরান ভিটিনহা। এরপর রুইজ পিএসজি-কে এগিয়ে দিলেও সমতা ফেরায় টটেনহ্যাম। ভিটিনহার তৃতীয় এবং পাচোর গোলে জেতে গতবারের চ্যাম্পিয়ন পিএসজি।
হেরেই চলেছে লিভারপুল
ইপিএলে নটিংহ্যাম ফরেস্টের কাছে ০-৩ গোলে হেরেছে কিছুদিন আগে। এবার চ্যাম্পিয়ন্স লীগে অপেক্ষাকৃত দুর্বল পিএসভি আইন্দোভোনের কাছে নিজেদের মাঠে হেরে গেছে লিভারপুল ১-৪ গোলে। শেষ ১২টি ম্যাচের ৯টিতেই হেরেছে তারা। শেষবার এমন হয়েছিল ১৯৫৩-৫৪ মৌসুমে।
প্রশ্ন উঠছে, এত খরচ করে দল গড়ার পরেও এত খারাপ ফলাফলের পর চাকরি কি থাকবে কোচ আর্নে স্লটের? হারের পর লিভারপুল কোচ বলেন, ‘খুব অপ্রত্যাশিত ফলাফল, আমি বিস্মিত। তবে ফলাফল খারাপ হলে কোচকে নিয়ে অনেকে অনেক কিছুই বলে। আমি এটা নিয়ে বিশেষ ভাবতে চাই না।’ ইভান পেরিসিচের গোলে পিএসভি এগোনোর পর সমতা ফেরান ডোমিনিক সোবোজলাই। পিএসভি-র বাকি তিনটি গোল গাস টিল, কুহাইব ড্রিউয়েচের।
নবীন, প্রবীণের নজির
আবার গোল করলো ভিক্টর দাদাসেন। আগের ম্যাচেই ডর্টমুন্ডের বিপক্ষে গোল করে নজির গড়েছিল সে। চ্যাম্পিয়ন্স লীগের তৃতীয় কনিষ্ঠ গোলদাতা হয়েছিল। গতকাল বুধবার রাতে কাইরাতের বিপক্ষে গোল করেন তিনি। জিতেছে দল কোপেনহেগেনও। একই দিনে নজর কাড়লেন এক প্রবীণ। ব্রাজিলের ফুটবলার ডেভিড লুইজ দেশ ছেড়ে আবার ফিরেছেন ইউরোপের ফুটবলে। তিনি আট বছর পর চ্যাম্পিয়ন্স লীগে গোল করলেন। ৩৮ বছরের লুইজের গোলে মোনাকোর সঙ্গে ২-২ ড্র করেছে পাফোস।
রেকর্ড ১৫ বারের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন মাদ্রিদ এই জয়ে টেবিলের পঞ্চম স্থানে উঠেছে। এখনও ম্যানচেস্টার সিটি, মোনাকো ও বেনফিকার বিপক্ষে ম্যাচ বাকি তাদের।