লাতিন-বাংলা সুপার কাপ ফুটবল
চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে শুরু হয়েছে লাতিন-বাংলা সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা। শুধু তাই নয়, টিকেট মূল্য সর্বনিন্ম এক হাজার টাকা রাখায় তেমন বিক্রি নেই। তবে টিকেট বিক্রি না হলেও গেট ভেঙ্গে মাঠে দর্শক প্রবেশ করে। বেসরকারি টেলিভিশন চ্যানেল খেলা দেখাবে বললেও তা হয়নি। এমন অব্যবস্থাপনার এক ম্যাচে বাংলাদেশের রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টারসকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিলের সাও বার্নার্দো এফসি।
২৭ মিনিটে ভিতিনহো শটে গোল করে সাও সার্নার্দো এফসিকে এগিয়ে দেন (১-০)। ৩০ মিনিটে আরেক গোল (২-০)। ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে আরও এগিয়ে দেন লুরি ভিয়েনা (৩-০)। সেই ভিতিনহো স্বাগতিক দলের হারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন (৪-০)।
বাংলাদেশের চারজন প্রবাসী ফুটবলার নিজেদের কোনো কারিশমাই দেখাতে পারেননি। দুয়েকটি আক্রমণ ছাড়া সবক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিতোষোক চাকমা, একরামুল ক্যাসপার হক, অস্ট্রেলিয়ান এশান মালিক ও ব্রিটিশ ইব্রাহিম হাসিম নওয়াজ।
আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই ক্লাবকে এনে ঢাকায় ত্রিদেশীয় টুর্নামেন্টের আয়োজন করছেন পেশাদার বক্সিং সোসাইটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। যার পোশাকি নাম দিয়েছেন এএফবি লাতিন-বাংলা সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট। কিন্তু একজন বক্সার হয়ে দুই লাতিন দেশের ক্লাবদের ঢাকায় আনলেও পেশাদারিত্বের ছিটেফোঁটাও ছিল না।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
লাতিন-বাংলা সুপার কাপ ফুটবল
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫
চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে শুরু হয়েছে লাতিন-বাংলা সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের খেলা। শুধু তাই নয়, টিকেট মূল্য সর্বনিন্ম এক হাজার টাকা রাখায় তেমন বিক্রি নেই। তবে টিকেট বিক্রি না হলেও গেট ভেঙ্গে মাঠে দর্শক প্রবেশ করে। বেসরকারি টেলিভিশন চ্যানেল খেলা দেখাবে বললেও তা হয়নি। এমন অব্যবস্থাপনার এক ম্যাচে বাংলাদেশের রেড অ্যান্ড গ্রিন ফিউচার স্টারসকে ৪-০ গোলে হারিয়েছে ব্রাজিলের সাও বার্নার্দো এফসি।
২৭ মিনিটে ভিতিনহো শটে গোল করে সাও সার্নার্দো এফসিকে এগিয়ে দেন (১-০)। ৩০ মিনিটে আরেক গোল (২-০)। ৫২ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে আরও এগিয়ে দেন লুরি ভিয়েনা (৩-০)। সেই ভিতিনহো স্বাগতিক দলের হারের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন (৪-০)।
বাংলাদেশের চারজন প্রবাসী ফুটবলার নিজেদের কোনো কারিশমাই দেখাতে পারেননি। দুয়েকটি আক্রমণ ছাড়া সবক্ষেত্রেই ব্যর্থ হয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিতোষোক চাকমা, একরামুল ক্যাসপার হক, অস্ট্রেলিয়ান এশান মালিক ও ব্রিটিশ ইব্রাহিম হাসিম নওয়াজ।
আর্জেন্টিনা ও ব্রাজিলের দুই ক্লাবকে এনে ঢাকায় ত্রিদেশীয় টুর্নামেন্টের আয়োজন করছেন পেশাদার বক্সিং সোসাইটির চেয়ারম্যান মো. আসাদুজ্জামান। যার পোশাকি নাম দিয়েছেন এএফবি লাতিন-বাংলা সুপার কাপ ফুটবল টুর্নামেন্ট। কিন্তু একজন বক্সার হয়ে দুই লাতিন দেশের ক্লাবদের ঢাকায় আনলেও পেশাদারিত্বের ছিটেফোঁটাও ছিল না।