ফুটবল লীগ
বসুন্ধরা কিংসের গোল উদযাপন
ব্রাদার্স ইউনিয়নের রক্ষণ কাঁপিয়ে বড় জয়ে বাংলাদেশ ফুটবল লীগে অজেয়যাত্রা ধরে রাখলো বসুন্ধরা কিংস। শুক্রবার,(০৫ ডিসেম্বর ২০২৫) মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্সকে ৫-১ ব্যবধানে হারিয়েছে কিংস। জোড়া গোল করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতন । বাকি তিন গোলদাতা ফয়সাল আহমেদ ফাহিম, ইমানুয়েল সানডে ও সোহেল রানা জুনিয়র।
পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছে কিংস। চলমান লীগে দ্বিতীয় হারের তেতো স্বাদ পাওয়া ব্রাদার্স ৭ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।
গোলকিপার ইশাক আলি আর রক্ষণের দৃঢ়তায় শুরুতে পোস্ট ভালোভাবেই আগলে রাখে ব্রাদার্স। কিংস প্রথম ভালো সুযোগ পায় ৩৩তম মিনিটে।
মাঝমাঠ থেকে একটু সময় নিয়ে লং পাস বাড়ান কিংস অধিনায়ক তপু বর্মন। দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে বল পেয়েও গিয়েছিলেন দোরিয়েলতন, কিন্তু তাড়াহুড়ো করে ঠিকঠাক শট নিতে পারেননি এ ফরোয়ার্ড। ৯ মিনিট পর ডান দিকের বাইলাইনের একটু ওপর থেকে বক্সে ক্রস বাড়ান রাকিব, লাফিয়ে হেডে কিংসকে এগিয়ে নেন দোরিয়েলতন।
প্রথমার্ধের যোগ করা সময়ে তালগোল পাকিয়ে নেপালি ডিফেন্ডার আরিক বিস্তা বল হারান দোরিয়েলতনের কাছে। কিছুটা এগিয়ে বক্সে ঢুকে এ ব্রাজিলিয়ানের নেয়া শট ইসাক দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে আটকালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে খুঁজে নেন জাল ফাহিম।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাদার্সকে আরও কোণঠাসা করে ফেলে কিংস। এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান দিক দিয়ে বক্সে ঢুকে, বাইলাইনের একটু ওপর থেকে কাট ব্যাক করেন রাকিব, নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন সানডে। ৫৪তম মিনিটে আবারও গোল হজম করে ব্রাদার্স। এবারও নেপথ্যের কারিগর রাকিব। দোরিয়েলতনের থ্রু পাস ধরে একটু ছুটে বক্সে ঢুকে কাটব্যাক করেন এ ফরোয়ার্ড, সোহেল রানা জুনিয়রের শটে তেমন গতি না থাকলেও বল এক ডিফেন্ডারের গায়ে লেগে কিছুটা দিক পাল্টে জালে জড়ায়।
৭৭তম মিনিটে শাহরিয়ার ইমনের পাশ থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন দোরিয়েলতন। শেষ দিকে জামাল ভূঁইয়ার কর্নারে মোজাম্মেল হোসেন নীরার হেডে সান্তনার গোল পায় ব্রাদার্স।
জাতীয় দলের এক সময়ের নির্ভরযোগ্য গোলরক্ষক ছিলেন কিংসের আনিসুর রহমান জিকো। জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অপছন্দ ও ব্যক্তিগত কিছু কারণে তিনি নিজের জায়গা ধরে রাখতে পারেননি। সাম্প্রতিক সময়ে জিকো আবার ক্লাবে নিয়মিত খেলা শুরু করেছেন। এএফসি চ্যালেঞ্জ লিগে কিংসের হয়ে কুয়েতে ম্যাচে খেলেছেন। এবার লিগেও দুটি ম্যাচ খেললেন। শুক্রবার,(০৫ ডিসেম্বর ২০২৫) কয়েকটি ভালো সেভও করেছেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ফুটবল লীগ
বসুন্ধরা কিংসের গোল উদযাপন
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫
ব্রাদার্স ইউনিয়নের রক্ষণ কাঁপিয়ে বড় জয়ে বাংলাদেশ ফুটবল লীগে অজেয়যাত্রা ধরে রাখলো বসুন্ধরা কিংস। শুক্রবার,(০৫ ডিসেম্বর ২০২৫) মুন্সিগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্সকে ৫-১ ব্যবধানে হারিয়েছে কিংস। জোড়া গোল করেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতন । বাকি তিন গোলদাতা ফয়সাল আহমেদ ফাহিম, ইমানুয়েল সানডে ও সোহেল রানা জুনিয়র।
পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও শক্ত করেছে কিংস। চলমান লীগে দ্বিতীয় হারের তেতো স্বাদ পাওয়া ব্রাদার্স ৭ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।
গোলকিপার ইশাক আলি আর রক্ষণের দৃঢ়তায় শুরুতে পোস্ট ভালোভাবেই আগলে রাখে ব্রাদার্স। কিংস প্রথম ভালো সুযোগ পায় ৩৩তম মিনিটে।
মাঝমাঠ থেকে একটু সময় নিয়ে লং পাস বাড়ান কিংস অধিনায়ক তপু বর্মন। দুই ডিফেন্ডারের ফাঁক গলে বেরিয়ে বল পেয়েও গিয়েছিলেন দোরিয়েলতন, কিন্তু তাড়াহুড়ো করে ঠিকঠাক শট নিতে পারেননি এ ফরোয়ার্ড। ৯ মিনিট পর ডান দিকের বাইলাইনের একটু ওপর থেকে বক্সে ক্রস বাড়ান রাকিব, লাফিয়ে হেডে কিংসকে এগিয়ে নেন দোরিয়েলতন।
প্রথমার্ধের যোগ করা সময়ে তালগোল পাকিয়ে নেপালি ডিফেন্ডার আরিক বিস্তা বল হারান দোরিয়েলতনের কাছে। কিছুটা এগিয়ে বক্সে ঢুকে এ ব্রাজিলিয়ানের নেয়া শট ইসাক দারুণ ক্ষিপ্রতায় ঝাঁপিয়ে আটকালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি শটে খুঁজে নেন জাল ফাহিম।
দ্বিতীয়ার্ধের শুরুতে ব্রাদার্সকে আরও কোণঠাসা করে ফেলে কিংস। এক ডিফেন্ডারকে কাটিয়ে ডান দিক দিয়ে বক্সে ঢুকে, বাইলাইনের একটু ওপর থেকে কাট ব্যাক করেন রাকিব, নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন সানডে। ৫৪তম মিনিটে আবারও গোল হজম করে ব্রাদার্স। এবারও নেপথ্যের কারিগর রাকিব। দোরিয়েলতনের থ্রু পাস ধরে একটু ছুটে বক্সে ঢুকে কাটব্যাক করেন এ ফরোয়ার্ড, সোহেল রানা জুনিয়রের শটে তেমন গতি না থাকলেও বল এক ডিফেন্ডারের গায়ে লেগে কিছুটা দিক পাল্টে জালে জড়ায়।
৭৭তম মিনিটে শাহরিয়ার ইমনের পাশ থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন দোরিয়েলতন। শেষ দিকে জামাল ভূঁইয়ার কর্নারে মোজাম্মেল হোসেন নীরার হেডে সান্তনার গোল পায় ব্রাদার্স।
জাতীয় দলের এক সময়ের নির্ভরযোগ্য গোলরক্ষক ছিলেন কিংসের আনিসুর রহমান জিকো। জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার অপছন্দ ও ব্যক্তিগত কিছু কারণে তিনি নিজের জায়গা ধরে রাখতে পারেননি। সাম্প্রতিক সময়ে জিকো আবার ক্লাবে নিয়মিত খেলা শুরু করেছেন। এএফসি চ্যালেঞ্জ লিগে কিংসের হয়ে কুয়েতে ম্যাচে খেলেছেন। এবার লিগেও দুটি ম্যাচ খেললেন। শুক্রবার,(০৫ ডিসেম্বর ২০২৫) কয়েকটি ভালো সেভও করেছেন।