তোরেসের হ্যাটট্রিকে বেতিসকে ৫-৩ গোলে হারিয়েছে লা লিগায় শীর্ষে পয়েন্ট ব্যবধান চারে নিয়ে গেছে বার্সেলোনা।
শুরুতে দ্রুত একটি গোল খাওয়ার পরও বার্সা দুর্দান্ত নৈপুণ্যে জয় নিশ্চিত করেছে। তাতে শীর্ষে রেয়াল মাদ্রিদের ওপর চার পয়েন্টের লিড বাড়িয়েছে তারা। বার্সেলোনা ম্যাচের ৬ মিনিটে অ্যান্টনির গোলে পিছিয়ে যায়। তোরেস ১৩ মিনিটের মধ্যে দুইবার গোল করে সেই ধাক্কা কাটাতে ভূমিকা রাখেন। এরপর ৩১ মিনিটে রুনি বার্দগজি ক্লাবের হয়ে লা লিগায় তার প্রথম গোল করে স্কোর ৩-১ করেন। ৪০ মিনিটে পরে হ্যাটট্রিক পূরণ করেন তোরেস।
৫৯ মিনিটে লামিনে ইয়ামালের পেনাল্টি বার্সার লিড আরও বাড়ায়। বেতিস তারপরও হাল ছাড়েনি। ৮৫ মিনিটে ডিয়েগো লরেন্তে কর্নার থেকে ব্যবধান কমান এবং পাঁচ মিনিট পরে কুচো হার্নান্দেজ পেনাল্টি থেকে দলটির ব্যবধান আরও কমান। শেষ পর্যন্ত অবশ্য বার্সা ৫-৩ গোলের জয় নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয়। ১৬ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে বার্সেলোনা শীর্ষে রয়েছে। মাদ্রিদ তাদের থেকে চার পয়েন্ট পিছিয়ে আছে। যদিও একটি ম্যাচ কম খেলেছে।
রোববার,(০৭ ডিসেম্বর ২০২৫) ইংলিশ প্রিমিয়ার লীগে সান্ডারল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা লড়াই জমিয়ে তুলেছে ম্যানচেস্টার সিটি। এ জয়ে শীর্ষে থাকা আর্সেনালের ওপর চাপ বাড়িয়েছে তারা। সিটির পয়েন্ট ৩১, আর্সেনালের সংগ্রহ ৩৩। লিভারপুল অবশ্য হতাশাজনক ড্র নিয়ে মাঠ ছেড়েছে। লিডসের সঙ্গে ড্র করেছে ৩-৩ গোলে।