ক্যারম বিশ্বকাপের সুইচ লীগে রুপা ও দলগত ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে বাংলাদেশ।
মালদ্বীপে অনুষ্ঠিত সুইচ লীগের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ভারতের আবদুল আসিফের কাছে হেরে রুপা জিতে বাংলাদেশের হাফিজুর রহমান।
অন্যদিকে দলগত বিভাগে স্বাগতিক মালদ্বীপকে হারিয়ে বাংলাদেশ পুরুষ দল ব্রোঞ্জ নিয়ে দেশে ফিরেছে। এ বিভাগের স্বর্ণ ভারত এবং রুপা জেতে শ্রীলঙ্কা ।
এছাড়া পুরুষ দ্বৈত ইভেন্টে চতুর্থ হয়েছে লাল-সবুজের খেলোয়াড়রা।
এবারের বিশ্বকাপ আসরে বাংলাদেশ থেকে অংশ নেন- হেমায়েত মোল্লা, হাফিজুর রহমান, আনিছ আহমদ, বাসু দাস, আফসানা নাসরিন, ফারজানা বানু, শামছুন্নাহার মাকসুদা ও আছিয়া সুলতানা। খেলা শেষে রোববার,(০৭ ডিসেম্বর ২০২৫) দেশে ফিরে ক্যারম ফেডারেশনের সভাপতি এএফএম এহতেশামুল হক বলেন, ‘বিশ্বকাপের মতো আসর থেকে দেশের ক্যারম ইতিহাসে প্রথমবার ছেলে-মেয়েরা সেরা নৈপূণ্য দেখিয়ে রুপা ও ব্রোঞ্জ জিতে এনেছে। তাদের এমন সাফল্যে আমরা গর্বিত। ভবিষ্যতেও তারা এ সাফল্য বজায় রাখবে বলে আমার বিশ্বাস।’