ক্রীড়া বার্তা পরিবেশক

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

জুনিয়র হকি বিশ্বকাপ

image

সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

জুনিয়র হকি বিশ্বকাপ

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

হকির যেকোনো পর্যায়েই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। ভারতে চলমান জুনিয়র হকি বিশ্বকাপে (অনূর্ধ্ব-২১) উজ্জ্বল বাংলাদেশের পারফরম্যান্স। আমিরুলময় এক বিশ্বকাপই খেললো লাল- সবুজের যুবারা। পাঁচ ম্যাচের মধ্যে চারটি হ্যাটট্রিক করেছেন আমিরুল। ১৫ গোল করে সর্বাধিক গোলদাতাদের শীর্ষে। সোমবার ১৭তম স্থান নির্ধারণী খেলায় অস্ট্রিয়ার বিপক্ষে টার্ফে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হবে ম্যাচটি। এ ম্যাচটি জিতলে বাংলাদেশ স্থান পাবে ১৭-তে। পাশাপাশি ‘চ্যালেঞ্জার্স কাপ’ নামে একটি ট্রফিও পাবে কোচ আইকম্যানের দল। দারুণ খেলে এরই মধ্যে প্রশংসা পাচ্ছেন বাংলাদেশ যুব হকি দলের খেলোয়াড়রা। এবার ট্রফি পেলে সেটি হবে তাদের জন্য বাড়তি পাওয়া।

অস্ট্রিয়ার বিপক্ষে জিতে চ্যালেঞ্জার্স কাপ নিতে ব্যাকুল হয়ে আছেন যুবারা। মাদুরাই থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের অধিনায়ক মেহরাব হাসান বলেন, ‘আমরা এতদূর এসেছি, আর সামনে একটি মাত্র ম্যাচ আছে। এ ম্যাচে জয় নিয়ে ফিরতে চাই।’ জিতলে মিলবে ট্রফি। এই অনুভূতিই কাজ করছে বাংলাদেশ অধিনায়কেরও, ‘আমরা যে এ পর্যন্ত আসবো সেটি হয়তো আগে ভাবিনি। কেবল ম্যাচ বাই ম্যাচ এবং নিজেদের ওপর বিশ্বাস রেখেছি এবং দলের সবার অক্লান্ত পরিশ্রমের ফল পেয়েছি। এখন সোমবারের ম্যাচ জিতলে শুনেছি ট্রফি পাবো। সেটি আমাদের জন্য নিঃসন্দেহে দারুণ হবে।’

বিশ্বকাপে ব্যক্তিগতভাবে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে চলেছেন হকির হামজা খ্যাত আমিরুল ইসলাম। পাঁচ ম্যাচের মধ্যে চারটিতে হ্যাটট্রিকের পাশাপাশি করেছেন ১৫ গোল। নিজের পারফরম্যান্স নিয়ে বেশ খুশি হকির এই উঠতি তারকা, ‘নিজের পারফরম্যান্সে সত্যি অনেক খুশি। ভাবিনি এতগুলো গোল হবে, কালকে আমাদের শেষ ম্যাচ, সবার কাছে দোয়া চাই।’

বিশ্বকাপে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার বিপক্ষে। হকিতে শক্তিশালী এ দলটির বিপক্ষে লড়াই করে বাংলাদেশ হার মানে ৫-৩ ব্যবধানে। ওই ম্যাচে তিনটি গোলই ছিল আমিরুলের। পরের ম্যাচেও কোরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন ফরিদপুর থেকে উঠে আসা এ হকি খেলোয়াড়। ম্যাচটি বাংলাদেশ ড্র করে ৩-৩ ব্যবধানে। এরপর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে আরও একবার বুক চিতিয়ে লড়াই করে বাংলাদেশ। তবে সেদিন হারতে হয় ৩-২ গোলে। দক্ষিণ কোরিয়ার সঙ্গে ফিরতি দেখায় আমিরুলের হ্যাটট্রিকের সুবাদে ৫-৩ গোলে জেতে বাংলাদেশ। এবার শেষ ম্যাচটি জিতে দেশে ফিরতে চান আমিরুল। অস্ট্রিয়ার বিপক্ষেও মেলে ধরতে চান নিজেকে, ‘আমাদের লক্ষ্য ছিল অন্তত সেরা ১৬ এর মধ্যে থাকা। সেটি হয়নি। এখন আমরা ১৭তম হতে চাই। কালকের দেশের মানুষকে আরেকটি জয় উপহার দিতে চাই।’

‘খেলা’ : আরও খবর

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার

» তিন বছর পর প্রিমিয়ার ভলিবল লীগ