ক্রীড়া বার্তা পরিবেশক

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

image
মিরপুর শেরেবাংলা একাডেমি মাঠে টাইগার ব্যাটারদের নিয়ে কোচরা

টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

বিপিএল শুরুর আগে টাইগার ব্যাটারদের নিয়ে ব্যস্ত হয়েছেন কোচ ফিল সিমন্স, সোহাম্মদ সালাউদ্দিনরা। গতকাল শনিবার শুরু হওয়া এই ক্যাম্প চলবে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত। শেরেবাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে ‘গ্রানাইড স্ল্যাব’ বসিয়ে চলেছে সেশন। ক্যাম্পে ব্যাটারদের নির্দিষ্ট কিছু ঘাটতি পূরণ করতে চান কোচরা। আন্তর্জাতিক ক্রিকেটের কঠিন চাপ মোকাবিলা, গতিময় ডেলিভারি মোকাবেলা, ডট বলের সংখ্যা কমানোর মতো ব্যাপারগুলো নিয়ে চলছে জোরদার অনুশীলন। তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান ও নুরুল হাসান সোহান আলাদা সেশনে ব্যাট করেছেন। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন ও ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল দুজনেই পালা করে তাদের প্রতিটি শট, ফুটওয়ার্ক মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করছেন। ব্যাটসম্যানদের জন্য বোলিং মেশিনে বলের গতি রাখা হয়েছিল প্রতি ঘণ্টা ১৪০-১৫০ কিলোমিটারের মধ্যে। গতিময় ডেলিভারিতে ব্যাটসম্যানদের আসল চ্যালেঞ্জ দেখার চেষ্টা করেছেন সিমন্স। বিশেষ এই ক্যাম্পে তিনটি বিষয় নিয়ে কাজ শুরু করেছেন কোচরা। তার চান দ্রুতগতির বল খেলার সময় ব্যাটারদের মাথা ও পায়ের পজিশন যেন পুরোপুরি নিখুঁত থাকে। ব্যাটাররা টাইমিং করতে পারছেন কিনা, ব্যাটের কোথায় বল লাগছেÑ এ ধরনের তথ্য সংগ্রহ করা হচ্ছে। লেংথ ডেলিভারি যেন ব্যাটের কানা না নেয় তা নিশ্চিত করার চেষ্টা চলছে বারবার অনুশীলনে। অনুশীলনের প্রতিটি ডেলিভারির ভিডিও ধারণ করা হচ্ছে। সিমন্স ও সালাউদ্দিন ভিডিও দেখছেন এবং ঘাটতির জায়গাগুলো হাতে কলমে দেখিয়ে দিচ্ছেন।

তানজিদ যখন ব্যাকফুটে গিয়ে পুল বা ফ্লিক করছেন, তখন কোচরা দেখছেন ‘ওয়েট ট্রান্সফার’ ঠিক হচ্ছে কিনা। পারভেজের ড্রাইভের ক্ষেত্রে দেখা হচ্ছে, শট খেলার পর তিনি ভারসাম্য কতটা ধরে রাখতে পারছেন।

প্রথম দিনের অনুশীলন শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কোচ সালাউদ্দিন ক্যাম্পের প্রয়োজনীয়তা তুলে ধরেন। ‘আমাদের ব্যাটারদের দক্ষতার ঘাটতি আছে। সে নিয়ে কাজ করার জন্য আমরা তেমন কোনো সময় পাই না। কারণ এত ব্যস্ত আন্তর্জাতিক সূচি থাকে... তো এরকম একটা যেহেতু সুযোগ পেয়েছি, খেলোয়াড়রা যেন আরেকটু ভালো দক্ষতা অর্জন করতে পারে...’

‘আমরা ভালো ব্যাটিং করি কিন্তু হয়তো শটগুলো ফিল্ডারের হাতে চলে যায়। তাই কীভাবে ফাঁকা জায়গায় বল পাঠানো যায়, কীভাবে (সঠিক) শট নির্বাচন করতে হয়... শট ফিল্ডারের গা ঘেঁষে না পাঠিয়ে গ্যাপ খুঁজে বের করার কৌশল শেখানো হচ্ছে।’

ঝুঁকি কমিয়ে কীভাবে নিয়মিত বাউন্ডারি ও সিঙ্গেলস আদায় করা শেখানো যায়, সেদিকেই সালাউদ্দিনদের মূল মনোযোগ। একই সঙ্গে ক্রিকেটারদের ম্যাচের পরিস্থিতি নিজ থেকে বুঝতে পারার মতো মানসিক দিক নিয়েও কাজ করছেন তার।

‘এটা আমরা অনেক আগে থেকেই শুরু করেছি। বিশেষ করে দলীয় আলোচনায় খেলোয়াড়রা যেন একটু কথা বলে, খেলোয়াড়রা যেন দলীয় আলোচনায় অংশগ্রহণ করে এবং তারাই যেন আলোচনার নেতৃত্ব দেয় ও তারাই যেন সিদ্ধান্ত নেয়। কারণ দিনশেষে মাঠে তো তারাই খেলবে, আমরা খেলবো না।’

‘তারা যেন নিজেরাই নেতা হয়, নিজেরাই যেন দায়িত্বশীল হয় এবং তারা যেন নিজেদের কাজটি নিজেরাই করতে পারে। কারণ (কোনো সময়ই) প্রশিক্ষক খেলে দিতে পারবেন না, আর তারাই যদি নিজেদের সবচেয়ে ভালো প্রশিক্ষক হয়, তখন আমার মনে হয় যে তারা আরও উন্নত মানের ক্রিকেট খেলবে।’

‘খেলা’ : আরও খবর

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি

» ‘কঠিন’ গ্রুপে ব্রাজিল: কোচ আনচেলত্তি

» বোয়েটেংয়ের হ্যাটট্রিকে মোহামেডানের জয়, আবাহনীর ড্র

» শারীরিক শিক্ষা কলেজ চ্যাম্পিয়ন

» বসুন্ধরা কিংসের জয়যাত্রা

» চরম অব্যবস্থাপনার ম্যাচে জয় সাও বার্নার্দোর

» পিংকির বোলিংয়ে সিরিজে সমতায় ফিরালো বাংলাদেশ

» লাতিন বাংলা টুর্নামেন্ট উপলক্ষে ঢাকায় আসছেন কাফু ও ক্যানিজিয়া

» হোপের সেঞ্চুরি ও গ্রেভসের ফিফটিতে উইন্ডিজের লড়াই

» ভারত-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল শনিবার

» তিন বছর পর প্রিমিয়ার ভলিবল লীগ