ক্রীড়া বার্তা পরিবেশক

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

image
সোমবার রাজশাহীতে বরিশালে হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে শেষবার ব্যাট করতে নামার সময় শামসুর রহমানকে সতীর্থরা এভাবেই গার্ড অব অনার দেয়

শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

২৭তম জাতীয় ক্রিকেট লীগের শেষ রাউন্ডে রংপুর ৭ উইকেটে হারিয়েছে খুলনা বিভাগকে। ফলে ৭ ম্যাচে ৩ জয়, ১ হার ও ৩ ড্র’তে ৩১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠলো রংপুর। এই রাউন্ডে সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগের ফলাফলের ওপর নির্ভর করবে রংপুরের শিরোপা। এই দু’দল হেরে গেলে, ড্র বা টাই করলেই শিরোপার স্বাদ নেবে রংপুর।

বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে গতকাল রোববার ৫ উইকেট হাতে নিয়ে ১৭৫ রানে এগিয়ে ছিল খুলনা। প্রথম ইনিংস থেকে পাওয়া ১৩৪ রানের লিড নিয়ে খেলতে নেমে নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৫ উইকেটে ৪১ রান করেছিল খুলনা।

সোমবার,(০৮ ডিসেম্বর ২০২৫) তৃতীয় দিন রংপুরের পেসার মুকিদুলের তোপে বাকি ৫ উইকেটে ৫৫ রান যোগ করে ৩৩.১ ওভারে ৯৬ রানে গুটিয়ে যায় খুলনা। এতে জয়ের জন্য ২৩১ রানের টার্গেট পায় রংপুর।

রংপুরের মুকিদুল ১১ ওভারে ২২ রানে ৫ উইকেট নেন। ৪৭ রানে ৩ উইকেট নিয়ে খুলনাকে ১শ’র নিচে গুটিয়ে দিতে অবদান রাখেন শরিফুল ইসলামও।

২৩১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৮ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় রংপুর। তৃতীয় উইকেটে ৯১ রানের জুুটিতে রংপুরকে জয়ের লড়াই রাখেন ইকবাল ও নাইম ইসলাম। ৬টি চারে ৪৫ রানে আউট হন নাইম।

দলীয় ১৩৯ রানে নাইম ফেরার পর রংপুরের জয় নিশ্চিত করেন ইকবাল ও অধিনায়ক আকবর আলি।

চতুর্থ উইকেটে অবিচ্ছিন্ন ৯২ রানের জুটি গড়েন তারা। ৯টি চার ও ৩টি ছক্কায় ১৭০ বলে ১১৪ রানে অপরাজিত থাকেন বাঁহাতি ব্যাটার ইকবাল। আকবরের ৩২ রানের ইনিংসে ৩টি চার ও ১টি ছক্কা ছিল। ম্যাচ সেরা হন ইকবাল। প্রথম ইনিংসে খুলনা ৩০৮ ও রংপুর ১৭৪ রান করে।

চট্টগ্রামকে ইনিংস ব্যবধানে হারিয়ে জাতীয় লীগে প্রথম জয় ঢাকার

জাতীয় ক্রিকেট লীগে চলতি আসরে প্রথম জয় পেয়েছে ঢাকা বিভাগ। সপ্তম রাউন্ডের ম্যাচে তৃতীয় দিন ঢাকা ইনিংস ও ১৯২ রানের বড় ব্যবধানে হারিয়েছে চট্টগ্রাম বিভাগকে। এবারের আসরে ইনিংস ব্যবধান বিবেচনায় এটিই সবচেয়ে বড় জয়। ঢাকার শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ঢাকার ৫৪১/৬ রানের জবাবে চট্টগ্রাম সোমবার ৯৪ রানে ৬ উইকেট হারিয়ে ফলো-অনের শঙ্কা নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছিল ।

সোমবার তৃতীয় দিন ১৫৮ রানে গুটিয়ে ফলো-অনে পড়ে। সর্বোচ্চ ৪৩ রান করেন উইকেটরক্ষক ইরফান শুক্কুর। ঢাকার হয়ে রিপন মন্ডল, সুমন খান ও সালাউদ্দিন শাকিল ৩টি করে উইকেট নেন।

৩৮৩ রানে পিছিয়ে থেকে ফলো-অনে নেমে চট্টগ্রাম দ্বিতীয় ইনিংস ১৯১ রানে অলআউট হয়ে ইনিংস ব্যবধানে হার মানে। দ্বিতীয় ইনিংসেও তারা শুরুতেই ঢাকার বোলারদের তোপের মুখে পড়ে, ৩৬ রানে ৪ ও ৮৬ রানে ৬ উইকেট হারায় তারা। সপ্তম উইকেটে ৮৯ রানের জুটিতে দলকে দ্রুত গুটিয়ে যাবার হাত থেকে রক্ষা করেন নাঈম হাসান ও হাসান মুরাদ। নাঈম ৩৭ ও মুরাদ ৫২ রান করায় চট্টগ্রামের হারের ব্যবধান কিছুটা কমে। দ্বিতীয় ইনিংসে ঢাকার হয়ে নাজমুল ইসলাম ৩টি, রিপন ও সুমন ২টি করে উইকেট নেন। প্রথম ইনিংসে তিন ব্যাটারের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়ে ঢাকা। আনিসুল ইসলাম ইমন ১৮৬, মার্শাল আইয়ুব ১৬৫ ও আশিকুর রহমান শিবলি ১০০ রান করেন। সর্বোচ্চ রান করে ম্যাচসেরা হন ইমন।

এই জয়ে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে উঠলো ঢাকা। ৭ ম্যাচে ১৯ পয়েন্ট আছে চট্টগ্রামেরও। ঢাকার চেয়ে রান রেটে এগিয়ে থাকায় টেবিলের পঞ্চম স্থানে আছে চট্টগ্রাম।

রাজশাহীতে এনসিএলে

বরিশাল এগিয়ে

রাজশাহী প্রতিনিধি জানান, বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ২৭তম জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) ৩য় দিন শেষে বরিশাল বিভাগ ২৩৭ রানে এগিয়ে। সিলেট আগের দিনের গড়া ২১৪ রান নিয়ে ব্যাট করতে নেমে সোমবার ৭৩ রান যোগ করে ২৮৭ রানে সকলে আউট হয়ে যায়। সিলেটের জাকির হাসান ১৩০ রান ও তোফায়েল আহমেদ ৪৬ রান করে। বরিশালের রুয়েল মিয়া ৮৪ রানে ৫টি উইকেট নেন।

বরিশাল বিভাগ ২য় ইনিংসে ব্যাট করতে নেমে ৪ উইকেটে হারিয়ে ২১২ রান সংগ্রহ করে। ফলে ২৩৭ রানে এগিয়ে যায়। বরিশাল বিভাগেও ইফতেখার হোসেন অফরাজিত ৯৩ ও জাহিদুজ্জামান ২৯ রান করে। বরিশাল বিভাগওে ১ম ইনিংসে সংগ্রহ ছিল ৩১২ রান। আজ শেষ দিন।

‘খেলা’ : আরও খবর

» কম ঝুঁকিতে বেশি রানের পথ খুঁজছেন তানজিদরা

» আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

» ক্রিকেট লীগ: ১২ ক্লাব নিয়েই লীগ শুরুর প্রস্তুতি

» বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

» ইউনেক্স কানাডিয়ান ব্যাডমিন্টনে অহিদুল-জুমারের ব্রোঞ্জজয়

» দুবাইয়ের প্রথম জয়ে মোস্তাফিজের ২ উইকেট

» অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে বাংলাদেশের আরহাম

» সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

» কাবাডিতে মহিলা একাডেমি চ্যাম্পিয়ন

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি