সংবাদ স্পোর্টস ডেস্ক

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

ভারত-দ.আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি মঙ্গলবার

বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

image

ভারত-দ.আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি মঙ্গলবার

বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
সংবাদ স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রস্তুতি শুরু করতে যাচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার থেকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামছে দু’দল। বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ই প্রধান লক্ষ্য দু’দলের।

ভারতের কটকে সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৭টায়।

আগামী ফেব্রুয়ারি-মার্চে ভারত-শ্রীলঙ্কায় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। ২০২৪ সালের সর্বশেষ আসরের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো শিরোপা জিতে ভারত।

নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করতে মাঠে নামছে ভারত। দক্ষিণ আফ্রিকার পর বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টিম ইন্ডিয়া।

দুই সিরিজের দশ ম্যাচকে গুরুত্বপূর্ণ মনে করছেন ভারত অধিনায়ক সুরিয়া কুমার যাদব। তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে আমাদের হাতে দশ ম্যাচ আছে। এই দশ ম্যাচ দিয়ে আমাদের চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। প্রতিযোগিতা যত এগিয়ে আসবে তত বিশ্বকাপের দিকে মনোযোগ বাড়বে। আশা করি এই দুই সিরিজ দিয়ে ছেলেরা নিজেদের ভালভাবে ঝালিয়ে নেবে।’ দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও ব্যাটার শুবমান গিল। গত সেপ্টেম্বরে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে সুপার ফোরের ম্যাচে ইনজুরিতে পড়েন পান্ডিয়া। আর সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ঘাড়ের ইনজুরিতে পড়েছিলেন গিল।

পান্ডিয়া ও গিলের খেলার ব্যাপারে অধিনায়ক বলেন, ‘গিল খেলার জন্য ফিট আছে। পান্ডিয়া খেললে দলে অনেক বিকল্প এসে যায়। ওর অভিজ্ঞতা অমূল্য। বড় প্রতিযোগিতায় সবসময় ভাল খেলে সে। পান্ডিয়া ফেরায় দলে ভারসাম্য বাড়বে।’

ভারতের মতো বিশ্বকাপের আগে দশ ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকাও। এই দশ ম্যাচ প্রোটিয়াদের কাছেও গুরুত্বপূর্ণ। বিশেষভাবে ভারত সিরিজকে বিশেষ চোখে দেখছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক আইডেন মার্করাম।

তিনি বলেন, ‘বিশ্বকাপের আগে দশটি টি-টোয়েন্টি ম্যাচ খেলব আমরা। এই দশ ম্যাচ দলের সাফল্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর মধ্যে ভারতের বিপক্ষে সিরিজটি অনেক বেশি উপকৃত করবে আমাদের। কারণ ভারতের মাটিতেই হবে বিশ্বকাপ। এই সিরিজ থেকে আমরা যা শিখতে পারবো এবং যা অর্জন করবো, সবই বিশ্বকাপের মঞ্চে কাজে আসবে।’

এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ৩১ বার মুখোমুখি হয়েছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ভারতের জয় ১৮ ম্যাচে এবং দক্ষিণ আফ্রিকা জিতেছে ১২ ম্যাচে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

সিরিজের পরের চার ম্যাচ : ১১ ডিসেম্বর (মুলানপুর), ১৪ ডিসেম্বর (ধর্মশালা), ১৭ ডিসেম্বর (লখনউ) ও ১৯ ডিসেম্বর (আহমেদাবাদ)।

‘খেলা’ : আরও খবর

» কম ঝুঁকিতে বেশি রানের পথ খুঁজছেন তানজিদরা

» আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

» ক্রিকেট লীগ: ১২ ক্লাব নিয়েই লীগ শুরুর প্রস্তুতি

» শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

» ইউনেক্স কানাডিয়ান ব্যাডমিন্টনে অহিদুল-জুমারের ব্রোঞ্জজয়

» দুবাইয়ের প্রথম জয়ে মোস্তাফিজের ২ উইকেট

» অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে বাংলাদেশের আরহাম

» সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

» কাবাডিতে মহিলা একাডেমি চ্যাম্পিয়ন

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি