ক্রিকেট লীগ বর্জনের ঘোষণা দেয়া ক্লাবগুলোর জন্য আর অপেক্ষা করতে রাজি নয় লীগ কমিটি (সিসিডিএম)। যে কয়টি ক্লাব প্রস্তুত তাদের নিয়েই প্রথম বিভাগ লীগ আয়োজনের উদ্যোগ নিচ্ছে তারা। ২০ দলের মধ্যে ১২টি দলকে নিয়ে লীগ আয়োজনের সবরকম প্রস্তুতি এগিয়ে নেয়া হচ্ছে।
আগামী বৃহস্পতিবার থেকে লীগ শুরু করতে চলেছে সিসিডিএম। বাকি ৮টি ক্লাব এবারের আসরে অংশ নিচ্ছে না, তা এককরম নিশ্চিত।
লীগ শুরুর আগে আগামীকাল বিকেল ৩টায় লীগে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের উপস্থিতিতে ট্রফি উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করবে সিসিডিএম। কর্মকর্তারা জানান, মোহাম্মদপুরের সিলিকন ভ্যালি মাঠে লীগের উদ্বোধন করা হতে পারে।
এবারের প্রথম বিভাগ ক্রিকেট লীগে যে ১২টি ক্লাব অংশ নিচ্ছে, সেগুলো হলো- শাইনপুকুর ক্রিকেট ক্লাব, উত্তরা ক্রিকেট ক্লাব, পুলিশ ক্রিকেট, ক্লাব, শেখ জামাল ক্রিকেটার্স, লালমাটিয়া ক্লাব, বসুন্ধরা রাইডার্স, প্রাইম দোলেশ্বর, স্পোর্টিং ক্লাব, ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব, ঢাকা স্পার্টানস ক্রিকেট ক্লাব, ব্লুজ ক্রিকেটার্স, বারিধারা ড্যাজেলস, বিকেএসপি।
গত ২৯ নভেম্বর এই অচলাবস্থা কাটাতে ঢাকার ৭৬টি ক্লাবকে চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি। ক্রিকেটারদের সংগঠন কোয়াবও লীগ শুরু করার জন্য বিসিবির সঙ্গে যৌথভাবে চেষ্টা চালায়। ঢাকার একটি হোটেলে বিসিবি কর্তা ও কোয়াবের প্রতিনিধি ছাড়াও জাতীয় দলের অনেক ক্রিকেটার উপস্থিত ছিলেন। কিন্তু ক্লাব ক্রিকেটের মৌসুম বয়কটের ঘোষণা দেয়া ৭৬ ক্লাবের বড় অংশের কোনো প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না। ফলে লীগ শুরু হয়ে গেলে বাকি ৮ দলের খেলোয়াড়দের ভাগ্য কী হবে, তা নিয়ে নতুন করে সংকট দেখা দিতে পারে।