ক্রীড়া বার্তা পরিবেশক

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫

আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

জুনিয়র হকি বিশ্বকাপ

image
আমিরুলের (১৭) হ্যাটট্রিক উদযাপন

আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

জুনিয়র হকি বিশ্বকাপ

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকিতে ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম হয়েছে বাংলাদেশ। ৫-৪ গোলে জেতা ম্যাচে আমিরুল ইসলাম চলমান আসরে নিজের পঞ্চম হ্যাটট্রিক করেন।

বাংলাদেশ শুধু ১৭তম হয়নি, ম্যাচ জিতে চ্যালেঞ্জার্স ট্রফিও জিতে নিয়েছে। সোমবার,(০৮ ডিসেম্বর ২০২৫) ভারতের মাদুরাই হকি স্টেডিয়ামে শুরু থেকে বাংলাদেশ ম্যাচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। ম্যাচের ১৫ মিনিটে বাংলাদেশ প্রথম গোল পায়। পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম পোস্ট কাঁপান।

২৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। হোজিফা হোসেন পেনাল্টি কর্নার থেকেই দলকে ২-০ গোলে এগিয়ে নেন। বিরতির পরও বাংলাদেশের আধিপত্যে ভাটা পরেনি। তবে এই অর্ধে খেলা আরও জমে ওঠে। আক্রমণ-প্রতিআক্রমণ চলে। ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে তৃতীয় গোল আসে। এবার রকিবুল হাসান আক্রমণ থেকে তৃতীয় গোল করে অস্ট্রিয়াকে আরও ব্যাকফুটে ফেলে দেন। ৪৪ মিনিটে অস্ট্রিয়া এক গোল শোধ দেয়। আক্রমণ থেকে লোসোঙ্কি এন্দর ব্যবধান কমান।

৫০ মিনিটে বাংলাদেশ আবারও গোল পায়। পেনাল্টি কর্নার থেকে ইসলাম দলের হয়ে চতুর্থ গোল করেন। পরের মিনিটে অস্ট্রিয়ার কেলেনার বেনজামিন পেনাল্টি কর্নার থেকে দ্বিতীয় গোল শোধ দেন। স্কোর দাঁড়ায় ৪-২।

৫২ মিনিটে আমিরুল ইসলাম হ্যাটট্রিক পূর্ণ করেন। সেই ধারালো অস্ত্র পেনাল্টি কর্নার থেকেই আসে গোলটি। সব মিলিয়ে ছয় ম্যাচে ১৮ গোল আর পাঁচ হ্যাটট্রিক নিয়ে জুনিয়র বিশ্বকাপ শেষ করলেন আমিরুল।

অস্ট্রিয়া ৫৭ মিনিটে তৃতীয় গোল ফেরত দেয়। দুই মিনিট পর ম্যাথিউস পেনাল্টি কর্নার থেকে চতুর্থ গোল দিয়ে ম্যাচ জমজমাট করার ইঙ্গিত দেন। তবে শেষ মিনিট পর্যন্ত বাংলাদেশ আর গোল হজম করেনি। ৫-৪ গোলে জয় নিশ্চিত করে।

পুল পর্বে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ ব্যবধানে হেরে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ৩-৩ ড্র ম্যাচে করে। এরপর গ্রুপের শেষ ম্যাচে দল ৩-২ গোলে হেরে যায় ফ্রান্সের কাছে। স্থান নির্ধারণী পর্বে বাংলাদেশ ১৩-০ গোলে ওমানকে উড়িয়ে দেয়ার পর দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জেতে ৫-৩ ব্যবধানে। জয়ের ধারা ধরে রেখে শেষ ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে (৫-৪) হাসলেন আমিরুল-আব্দুল্লাহরা।

‘খেলা’ : আরও খবর

» কম ঝুঁকিতে বেশি রানের পথ খুঁজছেন তানজিদরা

» ক্রিকেট লীগ: ১২ ক্লাব নিয়েই লীগ শুরুর প্রস্তুতি

» বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

» শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

» ইউনেক্স কানাডিয়ান ব্যাডমিন্টনে অহিদুল-জুমারের ব্রোঞ্জজয়

» দুবাইয়ের প্রথম জয়ে মোস্তাফিজের ২ উইকেট

» অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে বাংলাদেশের আরহাম

» সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

» কাবাডিতে মহিলা একাডেমি চ্যাম্পিয়ন

» টাইগার ব্যাটারদের ঘাটতি পূরণের উদ্যোগ

» বিশ্বকাপ ফুটবলের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

» আর্জেন্টিনা মিশন শুরু করবে আলজেরিয়া ম্যাচ দিয়ে

» সোমবার অস্ট্রিয়াকে হারালে ট্রফি বাংলাদেশের

» ক্যারম বিশ্বকাপে রুপা ও ব্রোঞ্জ জয় বাংলাদেশের

» তোরেসের হ্যাটট্রিকে বড় জয় বার্সার

» ইংল্যান্ডকে ৮ উইকেটে বিধ্বস্ত করে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

» এমএলএস কাপ: শেষ ম্যাচে চ্যাম্পিয়ন মেসির ইন্টার মায়ামি

» আর্জেন্টিনার প্রথম ম্যাচের প্রতিপক্ষ আলজেরিয়া, ব্রাজিল খেলবে মরক্কোর বিপক্ষে

» আমিরুলের চতুর্থ হ্যাটট্রিক, কোরিয়ার বিপক্ষে বড় জয় বাংলাদেশের

» সহজ ম্যাচ বলে কিছু নেই: স্কালোনি