অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকিতে দুর্দন্ত পারফরম্যান্স করেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া-ফ্রান্সের মতো দলের সঙ্গে লড়াই করেছে। দক্ষিণ কোরিয়া-অস্ট্রিয়াকে হারিয়ে চমকও দেখিয়েছে। ১৭তম হয়ে জিতেছে চ্যালেঞ্জার ট্রফি। হকিতে এমন সাফল্যের পর সংশ্লিষ্টরা এমন অর্জনকে ধরে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।
বিশ্বকাপে বাংলাদেশ শুধু সাফল্যই পায়নি। পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ আমিরুল ইসলাম ৫ হ্যাটট্রিকসহ ১৮ গোল করে সর্বোচ্চ তালিকায় নাম উঠিয়েছেন। এককভাবে সেরা গোলদাতা হকির নতুন পোস্টারবয় ২০ বছর বয়সী খেলোয়াড়। এমন পারফরম্যান্সের পর জাতীয় দলের সাবেক খেলোয়াড় ও কোচ মাহবুব হারুন বলেছেন, ‘আমি নিজে চেন্নাইতে গিয়ে দলের খেলা দেখেছি। ওরা দারুণ পারফর্ম করেছে। অস্ট্রেলিয়া কিংবা ফ্রান্স সবার সঙ্গে চোখে চোখ রেখে খেলেছে। হকিতে নতুন করে জাগরণ হয়েছে। বিশ্বকাপে বাংলাদেশের অর্জনটা ধরে রাখতে হবে। ঘরোয়া হকিসহ সারাদেশে চর্চা প্রয়োজন। এর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। আর একটা বিষয় সরকারের উচিত খেলোয়াড়দের ভালো পুরস্কার দেয়া। কারণ ওরা বিশ্বকাপে সাফল্য পেয়েছে। এমনটা সবসময় হয় না।’
সাবেক তারকা খেলোয়াড় রফিকুল ইসলাম কামাল বলেছেন, ‘আন্তর্জাতিক এই দলটি নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা উচিত। তা না হলে কোনো না কোনোভাবে সবাই হারিয়ে যাবে। ফেডারেশন ও সরকারের উচিত দুই, তিন অথবা চার বছরের পরিকল্পনা হাতে নেয়া। সঙ্গে ভালো একজন বিদেশি কোচকেও লম্বা সময়ের জন্য রাখা উচিত।’
জাতীয় দলের ফরোয়ার্ড মইনুল ইসলাম কৌশিকের আহবান, ‘মাঠে নিয়মিত খেলা থাকতে হবে। ঢাকা লীগ আর ফ্র্যাঞ্চাইজি লীগ আয়োজনের মাধ্যমে এই সময়টায় হকিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। এখন উদ্যোগ না নিলে আমাদের সব সাফল্য আর সম্ভাবনাগুলো শুধু স্মৃতির পাতাতেই রয়ে যাবে। হকির পুনরুজ্জীবনের এটাই সঠিক সময়-সুযোগটা হাতছাড়া করা উচিত নয়।’