ফেডারেশন কাপ
ফেডারেশন কাপ
প্রায় ৩০ গজ দূর থেকে করা মনির আলম গোলটি শেষ পর্যন্ত আগলে রেখে আবাহনীর বিপক্ষে দারুণ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স ইউনিয়ন।
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে মঙ্গলবার,( ০৯ ডিসেম্বর ২০২৫) ফেডারেশন কাপের ‘এ’ গ্রুপের ম্যাচে আবাহনীকে ১-০ গোলে হারিয়েছে ব্রাদার্স। চলতি আসরে এই প্রথম জয় পেল গোপীবাগের দলটি। রহমতগঞ্জর সঙ্গে গোলশূন্য ড্র করে আসর শুরু করেছিল তারা। দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে গ্রুপের শীর্ষে উঠেছে ব্রাদার্স।
চলতি মৌসুমে দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে আবাহনী। লীগে পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটি জয় তাদের। ফেডারেশন কাপেও হারের তেতো স্বাদ পেল মারুফুল হকের দল। ইয়ংমেন্স ক্লাবকে ৪-২ গোলে হারিয়ে এই প্রতিযোগিতা শুরু করেছিল তারা।
আসরে জয়ের ধারা ধরে রাখার লক্ষ্যে নেমে মঙ্গলবার আবাহনী শুরু থেকে চেপে ধরে ব্রাদার্সকে; কিন্তু আক্রমণভাগের ব্যর্থতায় গোল পায়নি তারা। প্রতিপক্ষের চাপের মাঝেই ২৭তম মিনিটে চমৎকার গোলটি করেন মনির। এরপর আবাহনীর কিছুটা দমে যায়। দ্বিতীয়ার্ধে সুলেমানে দিয়াবাতে, আল আমিন, মোহাম্মদ ইব্রাহিমরা মরিয়া হয়ে ওঠেন সমতা টানতে। কিন্তু রক্ষণ জমাট রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাদার্স।
দিনের অন্য ম্যাচে, বসুন্ধরা কিংস অ্যারেনায় ফকিরেরপুল ইয়ংমেন্সকে ২-০ গোলে হারিয়েছে পিডাব্লিউডি। আবাহনী ও পিডাব্লিউডির পয়েন্ট সমান ৩ করে, তবে আবাহনী এক ম্যাচ বেশি খেলেছে।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা
নগর-মহানগর: আরও কয়েকটি এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা