আগামী ১২-২১ ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। আগামী শুক্রবার শুরু হচ্ছে টুর্নামেন্ট। বাংলাদেশ দল দেশ ছাড়বে বুধবার।
আগামী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির জন্য আসন্ন এশিয়া কাপে অংশ নিতে যাওয়া দলগুলোর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আগামী বছরের ১৫ জানুয়ারী থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত জিম্বাবুয়ে এবং নামিবিয়ায় অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ। তার আগে বাংলাদেশের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম।
আফগানিস্তান, শ্রীলঙ্কা এবং নেপালের সঙ্গে একই গ্রুপে খেলবে বাংলাদেশ। অন্য গ্রুপে আছে- পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত এবং মালয়েশিয়া। প্রতিটি গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে খেলবে।
২০২৩ আসরে মাহফুজুর রহমান রাব্বির নেতৃত্বে প্রথমবার শিরোপার স্বাদ পায় বাংলাদেশ। গত বছর আজিজুলের নেতৃত্বে সেই ট্রফি ধরে রাখে দল। এবারও তিনিই অধিনায়ক।
হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য পূরণে বাংলাদেশ দলের সবচেয়ে বড় ভরসা অভিজ্ঞতা। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলটি যেমন প্রচুর ম্যাচ খেলে নিজেদের পোক্ত করেছিল, এখনকার দলও ম্যাচ খেলেছে অনেক। এ বছর এখনও ২৪টি যুব ওয়ানডে খেলেছেন তারা। আর কোনো দল ২০টির বেশি যুব ওয়ানডে খেলেনি। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কায় সিরিজ জিতেছেন আজিজুলরা, ত্রিদেশীয় সিরিজ জিতেছেন জিম্বাবুয়েতে। কোনো সিরিজ তারা হারেননি।
এশিয়া কাপের আগে তাই যেন আত্মাবিশ্বাসে টইটম্বুর অধিনায়ক আজিজুল।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, এমডি আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলেন, ইকবাল হোসেন ইমন, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম ও এমডি সবুজ।
স্ট্যান্ডবাই: রাফি উজ্জামান রাফি, সানজিদ মজুমদার, ফারজান আহমেদ আলিফ, ফারহান শাহরিয়ার, আবদুর রহিম, দেবাশীষ সরকার দেবা।
অপরাধ ও দুর্নীতি: দেশে ও লন্ডনে আনোয়ারুজ্জামানের বিপুল সম্পদের তথ্য পেয়েছে দুদক
অপরাধ ও দুর্নীতি: ৪৩ বছর ধরে প্লট দখলে আমলা-রাজনীতিকরা, বঞ্চিত স্থানীয় চাষিরা