ক্রীড়া বার্তা পরিবেশক

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫

টি-২০’র পর চারদিনের ক্রিকেটে শিরোপা রংপুরের এনসিএল

image
জাতীয় ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন রংপুর দলের ট্রফি নিয়ে উল্লাস

টি-২০’র পর চারদিনের ক্রিকেটে শিরোপা রংপুরের এনসিএল

মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

রাজশাহীতে মঙ্গলবার,( ০৯ ডিসেম্বর ২০২৫) সিলেট বিভাগের ম্যাচ ড্র হয়ে যাওয়ার পর তৃতীয়বারের মতো এনসিএলের (জাতীয় ক্রিকেট লীগ) চারদিনের ক্রিকেটের শিরোপা নিশ্চিত করে রংপুর বিভাগ। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ‘ডাবল’ পূর্ণ করল দলটি। গত অক্টোবরে এনসিএল টি-টোয়েন্টি শিরোপা জিতেছিল রংপুর।

শিরোপার পথে মূল কাজটা রংপুর সেরে রেখেছিল আগের দিনই। তিন দিনের মধ্যেই খুলনা বিভাগকে সাত উইকেটে হারিয়ে ২০২২-২৩ মৌসুমের পর এই প্রথম দীর্ঘ সংস্করণের শিরোপা জয়ের সবচেয়ে সুবিধাজনক অবস্থানে পৌঁছে যায় তারা।

ম্যাচের শেষ দিনে সিলেটের একমাত্র লক্ষ্য জয়। তবেই রংপুরের ৩১ পয়েন্ট ছাড়িয়ে শিরোপা ধরে রাখা সম্ভব ছিল। তবে ৩২০ রানের কঠিন টার্গেট তাড়া করতে নেমে সিলেট থেমে যায় ১৮৭/৫ রানে, ফলে ম্যাচ ড্র এবং শিরোপা চলে যায় রংপুরের হাতে। সিলেটের হয়ে গালিব অপরাজিত ৬১ রান, মুশফিকুর রহিম যোগ করেন ৫৩।

এর আগে ৪ উইকেটে ২১২ রান থেকে দিন শুরু করে বরিশাল বিভাগ দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ২৯৪/৮ রানে। ওপেনার ইফতেখার হোসেন ইফতি খেলেন ১৯৭ বলে অপরাজিত ১২৮ রানের ইনিংস। ১১ চার ও ৪ ছক্কায় সাজানো তার ক্যারিয়ারের দ্বিতীয় ফার্স্ট ক্লাস সেঞ্চুরি, যা সিলেটের সামনে শেষ দিনে পাহাড়সম চ্যালেঞ্জ ছুড়ে দেয়।

সিলেট স্টেডিয়ামে দিনের অন্য ম্যাচে ময়মনসিংহ বিভাগ ১৪৬ রানে হেরে যায় রাজশাহীর কাছে, যদিও আলো কেড়ে নেন আবু হায়দার রনি। ২২৭/৯ থেকে দিন শুরু করে রনি খেলেন ক্যারিয়ারের সেরা ইনিংস, অপরাজিত ১৪১ রান (১২৭ বলে), যেখানে ছিল ১০ চার ও ১৩ ছক্কা। এটি তার দ্বিতীয় ফার্স্ট ক্লাস সেঞ্চুরি। তবে ম্যাচসেরা সানজামুল ইসলাম (৫/৮৮) শেষ উইকেট হিসেবে নয় রানে আসাদুল্লাহ হিল গালিবকে আউট করেই রাজশাহীর জয় নিশ্চিত করেন, আর ময়মনসিংহের অভিষেক মৌসুমে একমাত্র পরাজয়ের তিক্ত স্বাদও এনে দেন।

‘খেলা’ : আরও খবর

» অ-১৯ এশিয়া কাপে হ্যাটট্রিক শিরোপার লক্ষ্য বাংলাদেশের

» আবাহনীকে হারিয়ে গ্রুপ শীর্ষে ব্রাদার্স

» যুব বিশ্বকাপ হকির অর্জনকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান

» ল্যাটিন-বাংলা কাপের জন্য স্টেডিয়ামের বরাদ্দ স্থগিত

» প্রিমিয়ার দাবা লীগের শীর্ষে তিতাস ও নৌবাহিনী

» অন্য রূপ টেনিস তারকা জোকোভিচ, ২২ স্কুলে মিড ডে মিলের ব্যবস্থা!

» সালাহ’র কৃতকর্মের ফল, বললেন সতীর্থ

» ফিফার তত্ত্বাবধানে নারী ফুটবল লীগ

» আইপিএলের নিলামে ১১০ জন বিদেশির মধ্যে ৭ বাংলাদেশি

» নতুন ভেন্যু ম্যাকাইতে বাংলাদেশকে আতিথেয়তা দেবে অস্ট্রেলিয়া

» কম ঝুঁকিতে বেশি রানের পথ খুঁজছেন তানজিদরা

» আমিরুলের পঞ্চম হ্যাটট্রিক, অস্ট্রিয়াকে হারিয়ে ১৭তম বাংলাদেশ

» ক্রিকেট লীগ: ১২ ক্লাব নিয়েই লীগ শুরুর প্রস্তুতি

» বিশ্বকাপের প্রস্তুতি শুরুর সিরিজে জয়ের লক্ষ্য দু’দলের

» শিরোপার আশা বাঁচিয়ে রাখলো রংপুর

» ইউনেক্স কানাডিয়ান ব্যাডমিন্টনে অহিদুল-জুমারের ব্রোঞ্জজয়

» দুবাইয়ের প্রথম জয়ে মোস্তাফিজের ২ উইকেট

» অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলে বাংলাদেশের আরহাম

» সেল্টা ভিগোর কাছে হেরে রেফারির প্রতি ক্ষুব্ধ রেয়াল কোচ

» কাবাডিতে মহিলা একাডেমি চ্যাম্পিয়ন