image
লিভারপুলের সোবোজলাইয়ের গোল উদ্যাপন

লিভারপুলের জয়ে পেনাল্টি বিতর্ক, বার্সেলোনা জিতলেও ক্ষুব্ধ ইয়ামাল, হার চেলসির

চ্যাম্পিয়ন্স লীগ

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
সংবাদ স্পোর্টস ডেস্ক

মুহাম্মদ সালাহকে ছাড়াই মিলানে ইন্টারের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লীগের ম্যাচে শেষ মুহূর্তের গোলে জিতেছে লিভারপুল। বার্সেলোনা জিতলেও তাকে তুলে নেয়ায় কোচের ওপর রাগ দেখালেন লামিনে ইয়ামাল। অন্য দুই ইংলিশ ক্লাবের মধ্যে টটেনহ্যাম জিতলেও হেরে গেল চেলসি।

পেনাল্টি নিয়ে বিতর্ক

লিভারপুল ১-০ জিতেছে ৮৮ মিনিটে পেনাল্টি থেকে ডোমিনিক সোবোজলাইয়ের করা গোলে। বক্সে লিভারপুলের ফ্লোরিয়ানের জার্সি আলেসান্দ্রো বাস্তোনি টেনে ধরায় পেনাল্টি দেন রেফারি। তার সিদ্ধান্তে বিতর্ক তৈরি হয়েছে। ইন্টার অধিনায়ক পিয়োতর জিয়েলিনস্কি বলেন, ‘আমরা হতাশ এবং ক্ষুব্ধ। আমরা যথেষ্ট আক্রমণ করতে পারিনি ঠিকই। কিন্তু রেফারি যদি এ রকম পেনাল্টি দেন, তাহলে সব ট্যাকলই পেনাল্টি হবে।’ লিভারপুলের খেলোয়াড় রবার্টসনও বলেন, ‘মনে হয়েছে পেনাল্টির সিদ্ধান্তটা খুব হালকা ভাবে নেয়া হয়েছে।’ চ্যাম্পিয়ন্স লীগে ৬ ম্যাচে ১২ পয়েন্ট হলো লিভারপুলের। তারা প্রথম আটে উঠেছে।

ইয়ামাল ক্ষুব্ধ

ফ্রাঙ্কফুর্টকে ২-১ গোলে হারিয়েছে বার্সেলোনা। দু’টি গোলই করেন জুলস কুন্ডে। বিরতির পর দূরের পোস্টে মার্কাস র‌্যাশফোর্ডের নিখুঁত ক্রসে সঙ্গে থাকা খেলোয়াড়কে এড়িয়ে দারুণ হেডে জাল খুঁজে নেন কুন্ডে। তিন মিনিট পর ইয়ামালের আরেকটি দারুণ ক্রসে ছুটে গিয়ে চমৎকার হেডে বল জালে পাঠান তিনি। এই গোলের সঙ্গে অনেকেই ২০০৯ চ্যাম্পিয়ন্স লীগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের লিওনেল মেসির সেই বিখ্যাত হেডে করা গোলের মিল পাচ্ছেন। তবে ম্যাচের শেষ দিকে কোচ হান্সি ফ্লিকের ওপর রেগে যান লামিনে ইয়ামাল। ৮৯ মিনিটে তাকে তুলে নেয়ার পর কোচকে উদ্দেশ্য করে কিছু বলতে দেখা যায় ইয়ামালকে। ডাগআউটে বসেও ফুঁসছিলেন ১৮ বছরের ফুটবলার। এদিন হলুদ কার্ড দেখায় চ্যাম্পিয়ন্স লীগে পরের ম্যাচে খেলতে পারবেন না ইয়ামাল। ফ্লিক বলেছেন, ‘ও হলুদ কার্ড দেখেছিল বলে তুলে নিয়েছিলাম। যদি রেগে গিয়ে থাকে তা হলে আমি সেটা বুঝতে পেরেছি এবং খুশি। নিজেও ফুটবলার ছিলাম। জানি মাঠ থেকে তুলে নেয়া হলে কতটা রাগ লাগে।’ ১৮ বছরের ইয়ামাল চ্যাম্পিয়ন্স লীগের ইতিহাসে সর্বকনিষ্ঠ হিসাবে সবচেয়ে বেশি গোলে অবদান রেখেছেন।

ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানানোর সময় মজার ছলেই কুন্ডে স্বীকার করে নেন দ্বিতীয় গোল পুরোপুরি ইচ্ছাকৃত ছিল না। ‘বাঁকানো শটে আমি কেবল বক্সে ঢুকে দেখতে চেয়েছিলাম কী ঘটে। সত্যি বলতে, আমি নিজেও কিছুটা চমকে গেছি। তবে কখনও কখনও আপনার কিছুটা ভাগ্যেরও প্রয়োজন হয়।’ ‘আমার প্রথম কাজ ভালোভাবে রক্ষণ সামলানো, তাই আমার একটা ভারসাম্য রাখতে হয়। এমন কিছু ম্যাচ থাকে যেখানে আমরা পাঁচ ডিফেন্ডারের বিপক্ষে খেলি। আজ ফ্রাঙ্কফুর্ট অনেক গভীরে গিয়ে খেলছিল। এখানে তাদের পেছনে যে জায়গা ছিল সেখানে আক্রমণ করতে হয়েছে। আমিও সেই চেষ্টাই করেছি।’

টটেনহ্যামের জয়, চেলসির হার

দলের তারকা সন হিউং মিন ছিলেন গ্যালারিতে। তার সামনেই স্লাভিয়া প্রাগকে ৩-০ গোলে হারালো টটেনহ্যাম। ম্যাচের শেষে সাবেক ক্লাবের সমর্থকদের অভিবাদন গ্রহণ করলেন দক্ষিণ কোরিয়ার ফুটবলার সন। ডেভিড জিমার আত্মঘাতী গোল এবং মোহাম্মদ কুদুস ও জাভি সিমন্সের পেনাল্টি গোলে জিতেছে টটেনহ্যাম। এ দিকে পিছিয়ে পড়েও আটালান্টা ২-১ হারিয়েছে চেলসিকে। জোয়াও পেদ্রো চেলসিকে এগিয়ে দিলেও জিয়ানলুকা স্কামাচ্চা এবং চার্লস দে কেতেলায়েরে আটালান্টার হয়ে গোল করেন।

আতলেতিকোর জয়

চ্যাম্পিয়ন্স লীগে গতকাল মঙ্গলবার পিএসভির বিপক্ষে ৩-২ গোলে জিতেছে আতলেতিকো মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে দশম মিনিটে পিছিয়ে পড়ে দিয়েগো সিমেওনের দল। প্রথমার্ধেই দলকে সমতায় ফেরান আলভারেস। দ্বিতীয়ার্ধে দাভিদ হানচকো ও আলেকসান্দার সরলথের গোলে ৩-১ গোলে এগিয়ে যায় আতলেতিকো। ৮৫তম মিনিটে গোল করে ম্যাচে রোমাঞ্চ ছড়ায় পিএসভি। প্রবল চাপও তৈরি করে স্বাগতিকরা। কিন্তু রক্ষণ দৃঢ় করে ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে আতলেতিকো। ম্যাচ শেষে ভোগান্তির জন্য নিজেদেরই কাঠগড়ায় তুললেন আলভারেস।

‘আমরা অহেতুক ম্যাচে ভুগেছি। যদি আমরা আরও নিখুঁত হতাম তাহলে আরও বেশি গোল করতে পারতাম। আমরা ভুগেছি কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে তিন পয়েন্ট পেয়েছি।’

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি