ওয়েলিংটনে বুধবার,(১০ ডিসেম্বর ২০২৫) শুরু হওয়া দ্বিতীয় টেস্টেও প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজ ২০৫ রানে অলআউট হলেদিন শেষে নিউজিল্যান্ড বিনা উইকেটে কওে ২৪।
প্রায় তিন বছর পর টেস্ট খেলতে নেমে গতি, বাউন্স আর সুইংয়ের মিশেলে দারুণ বোলিং করেন ব্লেয়ার টিকনার। চতুর্থ পেসার হিসেবে আক্রমণে এসে শিকার করেন তিনি চার উইকেট। তবে প্রত্যাবর্তনে ম্যাচে আগুনে বোলিং করেও শেষ পর্যন্ত দিনটি তার জন্য পরিণত হয় বিষাদে। ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে স্ট্রেচারে।
অভিষেকের দিনটি রাঙিয়ে মাইকেল রাই উইকেট নেন তিনটি। ৩০ বছর বয়সে টেস্ট খেলতে নামা পেসার প্রথম ওভারেই হজম করেছিলেন চার ও ছক্কা। পরে ঘুরে দাঁড়িয়ে দারুণ বোলিং করেন।
প্রথম দিনই চোট পেয়ে স্বাগতিকদের চিন্তা বাড়িয়ে দিলেন ব্লেয়ার টিকনার। ফিল্ডিং করতে গিয়ে কাঁধে চোট পান তিনি। স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছে তাকে। পরে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। টেস্টে আর খেলতে পারবেন কিনা তা নিশ্চিত নয়।
চোট পাওয়ার ঠিক আগেই ক্যারিয়ারের সেরা বোলিং করে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংকে একার হাতে ধসিয়ে দেন টিকনার। কিন্তু একটি বাউন্ডারি আটকাতে গিয়ে চোট পান তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস ৭৫ ওভারে ২০৫ (ক্যাম্পবেল ৪৪, কিং ৩৩, হজ ০, হোপ ৪৮, চেইস ২৯, গ্রেভস ১৩, ইমলাখ ১৬, রোচ ০, ফিলিপ ৫, সিলস ০*, শিল্ডস ০; ডাফি ১/৩৩, রাই ৩/৬৭, টিকনার ৪/৩২, ফিলিপস ১/১৯)।
নিউজিল্যান্ড ১ম ইনিংস ৯ ওভারে ২৪/০।