চতুর্থ টি-২০ ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ২-২ সমতায় ফিরিয়েছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল।
বুধবার,(১০ ডিসেম্বর ২০২৫) কক্সবাজার ক্রিকেট একাডেমি মাঠে প্রথমে ব্যাটিং থেকে বাংলাদেশ নারী দল ৭ উইকেটে ১২৬ রান সংগ্রহ করে। জবাবে ১৮.১ ওভাবে ৪ উইকেটে ১২৭ রান তুলে জয় নিশ্চিত করে পাকিস্তান। ফিজ্জা ৩৫ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন।
ফিজ্জার ইনিংসে পাঁচটি বাউন্ডারি ও তিনটি ওভার বাউন্ডারি ছিল। অথচ ১০ ওভারে মাত্র ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে বেশ চাপে পড়েছিল সফরকারী পাকিস্তান। দুই ওপেনার ইমান নাসির ও কোমল খানের ১৫ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংসে শুরুটা দুর্দান্ত করেছিল পাকিস্তান। ১১ বলে দুটি করে বাউন্ডারি ও ওভার বাউন্ডারির সাহায্যে ২২ রান করা কোমলকে সাজঘরে ফেরত পাঠান হাবিবা খাতুন পিংকি। কোমলের পরই পাকিস্তানের ইনিংসে হঠাৎ করেই ধ্বংস নামে। স্পিনার জেরিন তাসনিম লাবন্যর ঘূর্ণিতে মাত্র ২১ রানের মধ্যে চার উইকেট হারায় পাকিস্তান। লাবণ্য ৩১ রানে ৩ উইকেট দখল করেছেন।
তবে শেষ পর্যন্ত ইমান ও ফিজ্জা অপরাজিত থেকে ১১ বল বাকি থাকতে দলের জয় নিশ্চিত করেন। ইমান ৪৭ বলে চারটি বাউন্ডারির সহায়তায় ৪২ রানে অপরাজিত ছিলেন। বাংলাদেশের ইনিংসের শুরুটা মোটেই ভালো হয়নি। ওয়ান ডাউনে নামা জান্নাত ৩৫ বলে ৩৪ রান সংগ্রহ করে ইনিংস কিছুটা সমৃদ্ধ করেছেন। মিডল অর্ডারে মায়মুনা নাহার ২৪ রানে অপরাজিত ছিলেন। এই দুজনের কল্যাণে বাংলাদেশ প্রথমবারের মত সিরিজে ১০০ রানের কোটা পার করতে পারে।
পাকিস্তানের হয়ে রোজিনা আকরাম ও মেমুনা খালিদ ২টি করে উইকেট দখল করেছেন।
প্রথম ম্যাচে ১৩ রানের জয় দিয়ে পাকিস্তান সিরিজ শুরু করেছিল। এরপর বাংলাদেশ পরপর দুই ম্যাচে যথাক্রমে ৩ উইকেট ও ৭ উইকেটে জয়ী হয়।
১২ ডিসেম্বর সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে সিরিজ নির্ধারিত হবে।