image
বিকেএসপির সম্মাননাপ্রাপ্ত খেলোয়াড়দের সঙ্গে কর্মকর্তারা

বিকেএসপির ৫০ কিংবদন্তিকে সম্মাননা

বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) এর ৩৯ বছরের গৌরবময় ইতিহাসে যারা নিজেদের মেধা, কঠোর পরিশ্রম ও সাফল্যের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রেখেছেন- সেইসব ৫০ জন কিংবদন্তি খেলোয়াড়ের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও সম্মাননা প্রদানের লক্ষ্যে বুধবার,(১০ ডিসেম্বর ২০২৫) এক বিশেষ অনুষ্ঠান আয়োজন করে।

বিকেএসপিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম। তিনি বিকেএসপির ৫০ জন লিজেন্ডারি খেলোয়াড়ের নাম ফলক উন্মোচন করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত লিজেন্ডারদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন ও বিকেএসপি উত্তরীয় পরিয়ে দেন।

অনুষ্ঠান শেষে মহাপরিচালক সবাইকে সঙ্গে নিয়ে র‌্যালিতে অংশ নেন এবং প্রশাসনিক ভবনের বিপরীত পাশে অবস্থিত লিজেন্ডদের নাম সম্বলিত একটি নাম ফলক উন্মোচন করেন।

অনুষ্ঠানে দেশের ক্রিকেট, ফুটবল, আর্চারি, শুটিং, অ্যাথলেটিক্স, হকি ও অন্যান্য ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারী সাবেক বিকেএসপি শিক্ষার্থীদের নাম ‘বিকেএসপি লিজেন্ডস’ তালিকায় অন্তর্ভুক্ত করে তা উন্মোচন করা হয়।

লিজেন্ড তালিকায় যারা আছেন: আর্চারি-মো. হাকিম আহমেদ রুবেল, মোহাম্মদ আশিকুজ্জামান, দিয়া সিদ্দিকি, আব্দুর রহমান আলিফ ও মো. সাগর ইসলাম। অ্যাথলেটিকসে বিমল চন্দ্র তরফদার, ফৌজিয়া হুদা জুই, মেজবাহ আহমেদ, মো. জহির রায়হান ও শিরিন আক্তার। ক্রিকেটে এ এম নাইমুর রহমান দুর্জয়, মুশফিকুর রহিম, আব্দুর রাজ্জাক, সাকিব আল হাসান, শারমিন আক্তার সুপ্তা, ফারজানা হক পিংকি, মোমিনুল হক সৌরভ, লিটন দাস ও মারুফা আক্তার। ফুটবলে- মো. মাসুদ রানা, হাসান আল মামুন, মো. মনোয়ার হোসেন, ফিরোজ মাহমুদ টিটু, মো. জাহিদ হাসান এমিলি, মো. জাহিদ হোসেন, মো. মামুনুল ইসলাম, হেমন্ত ভিন্সেন্ট বিশ্বাস, আঁখি খাতুন, মো. রহমত মিয়া, ঋতুপর্ণা চাকমা, আফঈদা খন্দকার ও শেখ মোরসালিন। হকিতে- আ ন ম মামুন-উর রশীদ, মোহাম্মদ আলমগীর আলম, টুটুল কুমার নাগ, মো. মাহাবুবুল এহসান রানা, রাসেল মাহমুদ জিমি ও মো মামুনুর রহমান চয়ন। শ্যুটিংয়ে- আসিফ হোসেন খান , শারমিন আক্তার ও আব্দুল্লাহ হেল বাকি।

সাঁতারে-কারার মিজানুর রহমান, মোহাম্মদ মনিরুজ্জামান, মাহফিজুর রহমান সাগর ও মাহাফুজা খাতুন শিলা। বাস্কেটবলে- মিঠুন কুমার বিশ্বাস, মো. সামসুজ্জামান খান ও মো. খালেদ মাহমুদ আকাশ, বক্সিংয়ে- মো. আব্দুর রহিম এবং টেনিসে- এস, কে মহিউদ্দিন ওয়ালিউল্লাহ ঝিলান।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি