অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকিতে বাংলাদেশ ১৭তম হয়েছে। এছাড়া অস্ট্রিয়াকে হারিয়ে চ্যালেঞ্জার ট্রফি জিতেছে। আসরের শেষদিনে আরও একটি পুরস্কার পেয়েছে বাংলাদেশের আমিরুল ইসলাম। রেকর্ড ১৮ গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় নাম উঠিয়ে ২ হাজার ডলার পুরস্কার পেয়েছে।
গতকাল বুধবার ভারতের চেন্নাইয়ে ফাইনালে জার্মানি টাইব্রেকারে ২-১ গোলে স্পেনকে হারিয়ে শিরোপা জিতেছে। নির্ধারিত সময়ে ম্যাচটি ১-১ গোলে ড্র ছিল। স্বাগতিক ভারত আর্জেন্টিনাকে হারিয়ে ব্রোঞ্জ জেতে।
বাংলাদেশ দল মাদুরাই থেকে আবার চেন্নাইয়ে ফিরেছে ফাইনাল দেখতে। আমিরুলের জন্য ছিল বিশেষ স্বীকৃতি। চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের ট্রফির পাশাপাশি টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতাকে পুরস্কার দিয়েছে এফআইএইচ।
বাংলাদেশের আমিরুল ৬ ম্যাচে ১৮ গোল করেন। এর মধ্যে পাঁচটি হ্যাটট্রিক ও চার ম্যাচে সেরা হয়েছেন।