image
বসুন্ধরা কিংসের জয়োল্লাস

ফের হারের বৃত্তে মোহামেডান

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

সময়ট ভালো যাচ্ছে না ফুটবল লীগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডানের। ছয় ম্যাচের মধ্যে দুটি ম্যাচে জিতলেও হেরেছে দুটিতে। একটিতে ড্র। আগের ম্যাচে পিডব্লুডিকে হারালেও ফের হারের বৃত্তে সাদা কালোরা। শুক্রবার,(১২ ডিসেম্বর ২০২৫) কিংস অ্যারেনায় অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডে নিজেদের ম্যাচে স্বাগতিকদের কাছে ২-০ গোলে হেরেছে ঐতিহ্যবাহী দলটি। ম্যাচের অন্তিম মুহূর্তে লাল কার্ড দেখে মেজাজ হারান উজবেকিস্তনের মোজাফফরভ। তেড়ে যান রেফারির দিকে। এমন এক ঘটনবহুল ম্যাচই দেখেছেন দর্শকরা।

ম্যাচের ১৫ মিেিনট রাকিব হোসেন গোল করলে এগিয়ে যায় কিংস। বাঁ প্রান্ত দিয়ে শাকিল আহাদ তপুকে পেছনে ফেলে বক্সে ক্রস বাড়ান ফয়সাল আহমেদ ফাহিম। ফাঁকায় থাকা রাকিব সেই ক্রসে প্রথম স্পর্শেই জালে জড়ান বল (১-০)। সেই গোল শোধ করতে মরিয়া হয়ে খেলতে থাকে মোহামেডান। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আক্রমণ বাড়ায় স্বাগতিকরাও। ম্যাচের অন্তিম সময়ে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ডরিয়েলটন গোমেজ (২-০)। এর পরের মিনিটেই বাধে গোলমাল। সোহেল রানা সিনিয়রের মুখে মোহামেডানের মুজাফ্ফরভ হাত দিয়ে আঘাত করেন। ফলে উত্তেজনা ছড়িয়ে যায় মাঠে। রেফারি সরাসরি লাল কার্ড দেখালে উল্টো আরও মেজাজ হারিয়ে ফেলেন মুজাফ্ফর। এমনকি রেফারিকে দিকে তেড়ে যাওয়ার জন্য হম্বিতম্বি করতে থাকেন তিনি। সতীর্থরা কোনোমতে ঝাপটে ধরে তাকে মাঠের বাইরে পাঠান। রেফারি মো. আলমগীর সরকার অবশ্য আগে সোহেল রানাকে হলুদ কার্ড দেখান। শেষে এই ব্যবধানে হার নিয়েই মাঠ ছাড়েন কোচ আলফাজ আহমেদের শিষ্যরা। ম্যাচ শেষে রেফারির দিকে তেড়ে যান তিনি। তবে তাকে নিবৃত করেন সতীর্থরা। এই জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান মজবুত করলো কিংস। সাত পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সমান ম্যাচ খেলা মোহামেডান।

আরামবাগ ও ফর্টিজ জয়ী

এদিকে মানিকগঞ্জের শহিদ মিরাজ-তপন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আরামবাগ ২-০ গোলে হারায় ব্রাদার্সকে।

জয়ী দলের হয়ে রাহাত মিয়া দুই গোল করেন। লীগের প্রথম জয়েও চার পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে রয়েছে ছয় ম্যাচ খেলা আরামবাগ। সাত পয়েন্ট নিয়ে ব্রাদার্সের অবস্থানে পঞ্চমে।

অন্যদিকে মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে ফর্টিজ ১-০ গোলে হারায় রহমতগঞ্জকে। ওনিকাচি ওকাফোর একমাত্র গোলটি করেন। এই জয়ে ছয় ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে ফর্টিজ। হারলেও ১০ পয়েন্ট নিয়ে পরের স্থানেই রয়েছে সমান ম্যাচ খেলা পুরান ঢাকার ক্লাবটি।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি