image
৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন জ্যাকব ডাফি

ওয়েলিংটন টেস্টে উইন্ডিজকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে লিড কিউইদের

স্কোর: ওয়স্ট ইন্ডিজ ২০৫ ও ১২৮; নিউজিল্যান্ড ২৭৮ ও ৫৭/১ ফল: নিউজিল্যান্ড ৯ উইকেটে জয়ী

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
সংবাদ স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে লিড নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন পেসার জ্যাকব ডাফির বোলিং তোপে নিউজিল্যান্ড ৯ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। প্রথম টেস্ট ড্র হয়েছিল। ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড।

ওয়েলিংটনে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের করা ২০৫ রানের জবাবে ২৭৮ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ফলে প্রথম ইনিংস থেকে ৭৩ রানের লিড পায় কিউইরা। পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করে দ্বিতীয় দিন শেষে ২ উইকেটে ৩২ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৮ উইকেট হাতে নিয়ে ৪১ রানে পিছিয়ে ছিল ক্যারিবীয়রা।

শুক্রবার,(১২ ডিসেম্বর ২০২৫) তৃতীয় দিনের শুরু থেকে উইকেট হারাতে থাকলে ৮৮ রানেই ষষ্ঠ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। সপ্তম উইকেটে ২৫ রানের জুটি গড়ে দলের রান ১শ’ পার করেন জাস্টিন গ্রিভস ও টেভিন ইমলাচ।

দলীয় ১১৩ রানে সপ্তম ব্যাটার হিসেবে গ্রিভসের আউটের পর বেশি দূর যেতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ডাফির বোলিং তোপে ১২৮ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন কাভেম হজ। এছাড়া গ্রিভস ২৫ ও ব্রান্ডন কিং ২২ রান করেন। নিউজিল্যান্ডের ডাফি ৩৮ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন। ৩ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ইনিংসে ৫ উইকেট শিকার করলেন ডাফি।

জয়ের জন্য ৫৬ রানের লক্ষ্যে খেলতে নেমে দলীয় ২৬ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ৯ রানে আউট হন ওপেনার ও অধিনায়ক টম লাথাম। দ্বিতীয় উইকেটে ৩১ রানের অবিচ্ছিন্ন জুটিতে নিউজিল্যান্ডের জয় নিশ্চিত করেন আরেক ওপেনার ডেভন কনওয়ে ও কেন উইলিয়ামসন। কনওয়ে ২৮ ও উইলিয়ামসন ১৬ রানে অপরাজিত থাকেন।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি