সিরিজের শেষ টি-২০তে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়ে ৩-২ ব্যবধানে জিতেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। শুক্রবার,(১২ ডিসেম্বর ২০২৫) কক্সবাজারে পঞ্চম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলকে ৮৪ রানে অলআউট করে তারা। পাকিস্তানের মেয়েরা ৪ উইকেট হারিয়ে (৮৫) তিন ওভার হাতে রেখে সহজ জয় তুলে নেয়। সিরিজের প্রথম ম্যাচ ১৩ রানে এবং চতুর্থ ম্যাচ ৬ উইকেটে জিতেছিল পাকিস্তান।
অন্যদিকে, সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ৩ ও ৭ উইকেটে জিতেছিল বাংলাদেশ।
একাডেমি মাঠে সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তানি বোলারদের তোপে ১৯ দশমিক ১ ওভারে ৮৪ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে মাত্র একজন ব্যাটার দুই অঙ্কে পৌঁছাতে সক্ষম হন।
মিডল অর্ডার ব্যাটার সাদিয়া আকতারের ব্যাট থেকে সর্বোচ্চ ২৭ রান আসে। এছাড়া ৯ রান করে করেন সুমাইয়া আকতার ও হাবিবা ইসলাম। অতিরিক্ত থেকে আসে ১৩ রান। পাকিস্তানের রোজিনা আকরাম ও বারিরা সাইফ ৩টি করে উইকেট নেন। জবাবে ১৭ ওভারে ৪ উইকেটে ৮৫ রান তুলে ম্যাচ ও সিরিজ জয় নিশ্চিত করে পাকিস্তান। দলের পক্ষে কোমাল খান ২৫ ও আকসা হাবিব ২১ রান করেন।
বাংলাদেশের অতশি মজুমদার, ফারজানা ইয়াসমিন ও হাবিবা ১টি করে উইকেট নেন। ম্যাচসেরা হন পাকিস্তানের বারিরা সাইফ।
প্রথমবার চীন সফরে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
চীন সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল ঘোষণা করেছে বিসিবি। দ্বিপক্ষীয় সিরিজ খেলতে এই প্রথম চীন সফরে যাবে বাংলাদেশের জাতীয় পর্যায়ের কোনো ক্রিকেট দল। সফরের সূচি অনুযায়ী, আগামী ১৫ ডিসেম্বর চীনে রওনা দেবে বাংলাদেশ দল। পাকিস্তানের বিপক্ষে শুক্রবার শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজের অধিকাংশকেই চীন সফরের জন্য বাংলাদেশ দলে রাখা হয়েছে।
১৭ ডিসেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল।
১৯ এবং ২১ ডিসেম্বর যথাক্রমে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে হাংজুতে। সিরিজ শেষে আগামী ২২ ডিসেম্বর দেশে ফেরার কথা রয়েছে জুনিয়র টাইগ্রেসদের।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল: সুমাইয়া আক্তার সুবর্ণা (উইকেটরক্ষক), অরিত্রি মন্ডল নির্জনা, সাদিয়া ইসলাম, চৌধুরী অদৃতা নোয়াসির, মাইমুনা নাহার স্বর্ণামনি, রুমানা আহমেদ, সাদিয়া আক্তার, অতশি মজুমদার, জারিন তাসনিম লাবণ্য, লামিয়া মৃধা, আচিনা জান্নাত ইমান্তা (উইকেটরক্ষক), মোসাম্মৎ সাদিয়া নুসরাত, মোসাম্মৎ ববি খাতুন ও শ্রাবণী রানী শীল।
চীন সফরের সূচি
১৭ ডিসেম্বর: প্রথম টি-টোয়েন্টি, হাংজু।
১৯ ডিসেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি, হাংজু।
২১ ডিসেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি, হাংজু।