image

এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণ জয়ে চৈতির ইতিহাস

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

দুবাইয়ে এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে স্বর্ণপদক জিতেছেন বাংলাদেশের চৈতি রানী দেব। শুক্রবার,(১২ ডিসেম্বর ২০২৫) এফ-৪০ জ্যাভলিন থ্রো ইভেন্টে তিনি ৯.৪৫ মিটার দূরত্বে ছুড়ে স্বর্ণপদক জিতে ইতিহাস গড়েছেন তিনি। দেশের ন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি (এনপিসি) ইতিহাসে এটা সেরা সাফল্য। এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে চৈতির বিজয় বাংলাদেশের প্যারালিম্পিক অগ্রযাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মনে করেন এনপিসির যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন। দুবাই থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, ‘অন্তর্ভুক্তিমূলক ক্রীড়া বিকাশে নতুন উদ্দীপনা সঞ্চার করবে এবং দেশের প্যারা অ্যাথলেটদের অসামান্য সক্ষমতাকে জাতির সামনে আরও উজ্জ্বলভাবে উপস্থাপন করবে চৈতির এই স্বর্ণপদক জয়।’

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের প্রান্তিক সম্প্রদায় থেকে উঠে আসেন প্রতিভাবান প্যারা অ্যাথলেট চৈতি রানী দেব। দৃঢ় মনোবল, অধ্যবসায় ও অনন্য ক্রীড়া দক্ষতার উৎকৃষ্ট প্রমাণ তিনি। সীমিত সুযোগ-সুবিধার এক প্রত্যন্ত অঞ্চল থেকে আন্তর্জাতিক মঞ্চে উত্তরণ, চৈতির এই যাত্রা অনুপ্রেরণাদায়ী ও রূপান্তরমূলক। তার সাফল্য সহ¯্রাধিক শারীরিক প্রতিবন্ধী তরুণ ক্রীড়াবিদের জন্য শক্তিশালী অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, প্রমাণ করবে যে সঠিক সহায়তা, প্রশিক্ষণ ও সুযোগ পেলে শ্রেষ্ঠত্ব অর্জন সম্ভব। এনপিসি বাংলাদেশ জাতীয় যুব প্যারা গেমস চলাকালে কঠোর প্রতিভা অনুসন্ধান কার্যক্রমের মাধ্যমে চৈতির সম্ভাবনা শনাক্ত করে।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি