image
দুবাইতে এশিয়া কাপের ট্রফি নিয়ে আট অধিনায়ক

যুব এশিয়া কাপে বাংলাদেশের অভিযান শুরু শনিবার, প্রতিপক্ষ আফগানিস্তান

শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
ক্রীড়া বার্তা পরিবেশক

দুবাইয়ে শনিবার এশিয়া কাপ অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আইসিসি একাডেমি ক্রিকেট গ্রাউন্ডে টাইগার যুবাদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ আফগানিস্তান।

টানা তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম।

গতকাল বৃহস্পতিবার দুবাইয়ে অফিসিয়াল ফটোসেশন এবং ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আসন্ন এশিয়া কাপে দলের প্রস্তুতি নিয়ে ধারণা দিতে গিয়ে এ কথা বলেন হাকিম। তিনি বলেন, ‘মানসিক ও শারীরিকভাবে আমাদের প্রস্তুতি ভালো। আমরা ৩০টির বেশি ম্যাচ খেলেছি। যা আমাদের দল হিসেবে গড়ে উঠতে অনেক সহায়তা করেছে।’

২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতকে এবং পরের বছর ভারতকে হারিয়ে শিরোপা জিতে বাংলাদেশ। ভারতের পর দ্বিতীয় দল হিসেবে এশিয়া কাপে হ্যাটট্রিক শিরোপা জয়ের দারুণ সুযোগ এখন বাংলাদেশের সামনে। বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় আসন্ন আসরে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী হাকিম। তিনি বলেন, ‘আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। আমাদের সবকিছু ঠিকঠাক আছে। গত বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তাই এটি আমাদের বাড়তি আত্মবিশ্বাস দেবে। আমরা আমাদের পরিকল্পনার ওপর আস্থা রাখছি এবং এবারও আমাদের সেরাটা দেবো।’

টুর্নামেন্টের শক্তিশালী দু’দল ভারত ও পাকিস্তানকে নিয়ে চিন্তিত নন হাকিম। তিনি বলেন, ‘ভারত ও পাকিস্তান শক্তিশালী দল। কিন্তু আমার মতে কোনো দলই অপরাজেয় নয়।’

বিশ্বকাপের আগে এশিয়া কাপেই শেষ আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। আফগানিস্তান ছাড়াও গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে শ্রীলঙ্কা এবং নেপাল। অন্য গ্রুপে আছে-পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত এবং মালয়েশিয়া।

প্রতিটি গ্রুপের সেরা দুই দল সেমিফাইনালে খেলবে। ২১ ডিসেম্বর হবে ফাইনাল।

গ্রুপে বাংলাদেশের বাকি দুই ম্যাচ আগামী ১৫ ডিসেম্বর নেপাল ও ১৭ ডিসেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে। অন্যগ্রুপে রয়েছে: ভারত, পাকিস্তান, আরব আমিরাত ও মালয়েশিয়া।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, এমডি আবদুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলেন, ইকবাল হোসেন ইমন, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, আহমেদ শাহরিয়ার, সাদ ইসলাম ও এমডি সবুজ।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি