image

ভারত-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টি-২০ রোববার

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
সংবাদ স্পোর্টস ডেস্ক

ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার পাঁচ টি-টোয়েন্টি সিরিজে লিড নেয়ার লক্ষ্য নিয়ে রোববার তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ধর্মশালায় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। প্রথম ম্যাচে ১০১ রানের বড় জয় দিয়ে সিরিজ শুরু করে ভারত। দ্বিতীয় ম্যাচে ৫১ রানে জিতে সিরিজে সমতা আনে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ম্যাচের ব্যর্থতা ভুলে জয়ের ধারায় ফিরতে চায় ভারত। দলের মিডল অর্ডার ব্যাটার তিলক বলেন, ‘দ্বিতীয় ম্যাচে আমরা সব বিভাগেই ব্যর্থ হয়েছি। তবে আমাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ আছে। তৃতীয় ম্যাচেই জয় পেতে মরিয়া পুরো দল। জয়ের লক্ষ্য নিয়েই আমরা মাঠে নামবো।’ তৃতীয় ম্যাচে জয়ের লক্ষ্য দক্ষিণ আফ্রিকারও। আক্রমণাত্মক ক্রিকেট খেলে জয়ের ধারা অব্যাহত রাখতে চান প্রোটিয়া অধিনায়ক আইডেন মার্করাম। ‘দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলেছি, এই ধারা অব্যাহত রেখে জয়ের ধারায় থাকতে চাই। তিন বিভাগে ভালো খেলতে পারলে আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।’ টি-টোয়েন্টিতে এ পর্যন্ত ৩৩ ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা। এরমধ্যে ভারতের জয় ১৯ ম্যাচে এবং দক্ষিণ আফ্রিকা জিতেছে ১৩ ম্যাচে।

‘খেলা’ : আরও খবর

সম্প্রতি