এশিয়ান ইয়ুথ কিংবা সিনিয়র পর্যায়ে পদক জিততে হিমশিম খান বাংলাদেশের স্বাভাবিক ক্রীড়াবিদরা। অথচ এশিয়ান ইয়ুথ প্যারা গেমসের মঞ্চে একের পর এক পদক জিতেই চলেছেন শারীরিক প্রতিবন্ধীরা। দুবাইতে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে দুটি করে স্বর্ণ ও ব্রোঞ্জ জিতেছেন লাল সবুজের ক্রীড়াবিদরা। আগের দিন জ্যাভলিন থ্রোয়ে ১১ মিটার দূরত্বে স্বর্ণ জিতে পদকের যাত্রা শুরু করেন চৈতী রানী দেব। শনিবার,(১৩ ডিসেম্বর ২০২৫) সেই তালিকায় যুক্ত হয়েছে আরও তিনটি পদক। ৫০ মিটার ফ্রিস্টাইলে মো. শহিদুল্লাহ স্বর্ণপদক এবং ১০০ মিটার ফ্রিস্টাইলে ব্রোঞ্জ জেতেন। এছাড়া মেয়েদের হুইলচেয়ার বাস্কেটবলেও একটি পদক জিতেছে বাংলাদেশ। দেশের ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের (এনপিসি) ইতিহাসে এটাই বড় সাফল্য। এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে পদক জেতা দলটি আগামীকাল সকালে দেশে ফিরবে।
সারাদেশ: যশোরে ছুরিকাঘাতে যুবক খুন
অপরাধ ও দুর্নীতি: লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা