আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলবেন আফগানিস্তান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ।
এর আগে দুই মৌসুমে ভিন্ন দুই দলের হয়ে বিপিএল খেলেছেন গুরবাজ। ২০১৯-২০ মৌসুমে খুলনার হয়ে ৫ ম্যাচ খেলে ১টি হাফ সেঞ্চুরিতে ৯৮ রান করেছিলেন তিনি। এরপর ২০২২-২৩ মৌসুমে রংপুরের হয়ে দুই ম্যাচে ৭৫ রান করেন গুরবাজ।
বর্তমানে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে গালফ জায়ান্টসের হয়ে খেলছেন গুরবাজ। ইতোমধ্যে চার ম্যাচ খেলে ১টি অর্ধশতকে ১০৬ রান করেছেন তিনি।
বিপিএলের ১২তম আসরকে সামনে রেখে দেশি-বিদেশিদের সমন্বয়ে শক্তিশালী দল গঠন করেছে ঢাকা ক্যাপিটালস।
দেশিদের মধ্যে আছেন সাইফ হাসান, তাসকিন আহমদ, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ সাইফুদ্দিন, সাব্বির রহমান, নাসির হোসেন, তাইজুল ইসলামরা। বিদেশিদের মধ্যে গুরবাজ ছাড়াও অ্যালেক্স হেলস, ইমাদ ওয়াসিম ও দাসুন শানাকার মতো ক্রিকেটাররা দলে আছেন।
রাজশাহীতে নিশাম এবং
সিলেটে ব্রুকস
রাজশাহীর হয়ে খেলবেন নিউজিল্যান্ডের ক্রিকেটার জেমস নিশাম। গত মৌসুমে চ্যাম্পিয়ন বরিশালের হয়ে ফাইনাল খেলতে ঢাকায় এসেছিলেন নিশাম। কিন্তু ভ্রমণ ক্লান্তিসহ নানা জটিলতায় ফাইনালে তাকে নামায়নি বরিশাল।
এদিকে, আসন্ন বিপিএলের জন্য ইংলিশ অলরাউন্ডার ইথান ব্রুকসকে দলে নিয়েছে সিলেট। ‘ইংল্যান্ডের টি-টোয়েন্টি ফরম্যাটে পরিচিত মুখ ব্রুকস। তার উপস্থিতি সিলেটকে শক্তিশালী করবে। সংক্ষিপ্ত ভার্সনে এ পর্যন্ত ২৮ ম্যাচে ১৮ উইকেট এবং ৩টি হাফ সেঞ্চুরিতে ৬৯৫ রান করেছেন ব্রুকস।
নিলামের আগে বিদেশি ক্রিকেটার হিসেবে পাকিস্তানের মোহাম্মদ আমির ও সাইম আইয়ুবের সঙ্গে চুক্তি করেছে সিলেট। বিদেশিদের মধ্যে সিলেট দলে আরও আছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ ও অ্যারন জোন্স।
সারাদেশ: যশোরে ছুরিকাঘাতে যুবক খুন
অপরাধ ও দুর্নীতি: লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা